একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হল। কমপক্ষে ২ টি H (Head) আসার সম্ভাবনা কত?
A
১/২
B
১/৪
C
১/৮
D
৩/৮
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হল। কমপক্ষে ২ টি H (Head) আসার সম্ভাবনা কত?
সমাধান:
মুদ্রা তিনবার নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফলগুলো হবে:
= HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT
মোট সম্ভাব্য ফলাফল = ৮ টি
এর মধ্যে কমপক্ষে ২ টি H (Head) আসলে অনুকূল ফলাফল হয় = HHH, HHT,HTH THH অর্থাৎ ৪ টি
মুদ্রাকে ৩ বার নিক্ষেপ করা হলে কমপক্ষে ২ টি H (Head) আসার সম্ভাবনা = ৪/৮ = ১/২

0
Updated: 1 month ago
যদি p একটি বিজোড় সংখ্যা হয়, তাহলে নিচের কোনটি বিজোড় সংখ্যা হতে পারে না?
Created: 1 month ago
A
3(p + 2)
B
(9p + 3)
C
(5p + 2)
D
p2
সমাধান:
ধরি,
p = 3 (বিজোড় সংখ্যা)
⇒ 3(p + 2) = 3 × (3 + 2) = 15; যা বিজোড় সংখ্যা
⇒ (9p + 3) = 9 × 3 + 3 = 30; ইহা বিজোড় সংখ্যা নয়।
⇒ (5p + 2) = 5 × 3 + 2 = 17; যা বিজোড় সংখ্যা
⇒ p2 = 32 = 9; যা বিজোড় সংখ্যা

0
Updated: 1 month ago
১০টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম ৪টির গড় ৫২ এবং শেষের ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?
Created: 4 months ago
A
৬০
B
৬৪
C
৬২
D
৫০
সমাধান:
প্রথম ৪টির গড় ৫২
প্রথম ৪টি সংখ্যার সমষ্টি = ৪ × ৫২
= ২০৮
শেষ ৫টির সংখ্যার গড় ৩৮
শেষ ৫টি সংখ্যার সমষ্টি = ৫ × ৩৮
= ১৯০
∴ ৯টি সংখ্যার সমষ্টি = (২০৮ + ১৯০)
= ৩৯৮
∴পঞ্চম সংখ্যাটি = ৪৬২ - ৩৯৮
= ৬৪

0
Updated: 4 months ago
In a two-digit number, the difference of its digits is 2. If the digits are interchanged, the new number is 6 less than twice the original. What is the number?
Created: 3 weeks ago
A
13
B
24
C
46
D
57
Question: In a two-digit number, the difference of its digits is 2. If the digits are interchanged, the new number is 6 less than twice the original. What is the number?
Solution:
ধরি,
একক স্থানীয় অঙ্ক = x
এবং দশক স্থানীয় অঙ্ক = y
∴ সংখ্যাটি = 10y + x
১ম শর্তমতে,
x - y = 2
বা, x = y + 2 ................(i)
২য় শর্তমতে,
(10x + y) = 2(10y + x) - 6
বা, 10x + y = 20y + 2x - 6
বা, 10x - 2x - 20y + y = - 6
বা, 8x - 19y = - 6
বা, 8(y + 2) - 19y = - 6 [যেহেতু x = y + 2]
বা, 8y + 16 - 19y = - 6
বা, - 11y = - 6 - 16
বা, - 11y = - 22
বা, y = (- 22)/(- 11)
∴ y = 2
(i) নং সমীকরণে y = 2 বসিয়ে পাই,
x = y + 2
বা, x = 2 + 2
∴ x = 4
∴ নির্ণেয় সংখ্যাটি = 10y + x
= (10 × 2) + 4
= 20 + 4
= 24

0
Updated: 3 weeks ago