সমুদ্র সমতল থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমন্ডলীয় তাপমাত্রা-
A
হ্রাস পায়
B
বাড়ে
C
সমান থাকে
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
উচ্চতা (Altitude)
-
সমুদ্র সমতল থেকে উপরে উঠলে তাপমাত্রা কমতে থাকে।
-
গড়ে প্রতি ১,০০০ মিটার উচ্চতায় প্রায় ৬° সেলসিয়াস তাপমাত্রা কমে।
-
একই অক্ষাংশে হলেও উচ্চতার পার্থক্যের কারণে জলবায়ু ভিন্ন হতে পারে।
-
যেমন: দিনাজপুর ও শিলং একই অক্ষাংশে হলেও শিলং-এর উচ্চতা বেশি হওয়ায় তাপমাত্রা দিনাজপুরের তুলনায় কম।

0
Updated: 1 month ago
গর্জনশীল চল্লিশা' কি?
Created: 3 days ago
A
বায়ুপ্রবাহ
B
সমুদ্রস্রোত
C
হিমবাহ
D
ভূমিধ্বস্
গর্জনশীল চল্লিশা (Roaring Forties) বলতে দক্ষিণ গোলার্ধের ৪০° থেকে ৫০° দক্ষিণ অক্ষাংশের মধ্যে প্রবাহিত শক্তিশালী পশ্চিমা বায়ুপ্রবাহকে বোঝায়। এই বায়ুসমূহ মূলত মহাসাগরীয় অঞ্চলের ওপর দিয়ে বাধাহীনভাবে প্রবাহিত হয়, ফলে এদের গতি অত্যন্ত প্রবল ও ঝড়ো প্রকৃতির হয়।
তথ্যগুলো নিম্নরূপ:
-
অবস্থান: দক্ষিণ গোলার্ধের ৪০°–৫০° দক্ষিণ অক্ষাংশের মধ্যে।
-
বায়ুর দিক: এটি একটি পশ্চিমা বায়ুপ্রবাহ (Westerlies), যা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়।
-
কারণ: এই অঞ্চলে ভূমির উপস্থিতি খুব কম হওয়ায় বায়ুপ্রবাহের ওপর কোনো বাধা থাকে না, ফলে এর গতি বাড়ে।
-
বিশেষত্ব: প্রবাহের সময় এই বায়ু যে তীব্র শব্দ বা গর্জনের মতো আওয়াজ সৃষ্টি করে, তার ফলেই এদের নাম হয়েছে “গর্জনশীল চল্লিশা” (Roaring Forties)।
-
গুরুত্ব: এটি দক্ষিণ মহাসাগরে নৌ চলাচল ও আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলে।

0
Updated: 3 days ago
স্থানীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য ও বিবিধ ভৌগোলিক কারণে যে বায়ুপ্রবাহের সৃষ্টি হয় তাকে বলা হয় -
Created: 3 weeks ago
A
নিয়মিত বায়ুপ্রবাহ
B
স্থানীয় বায়ুপ্রবাহ
C
সাময়িক বায়ুপ্রবাহ
D
অনিয়মিতস্থানীয় বায়ুপ্রবাহ
স্থানীয় বায়ু হলো নির্দিষ্ট অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য ও প্রাকৃতিক কারণের কারণে সৃষ্ট আঞ্চলিক বায়ুপ্রবাহ।
-
বিভিন্ন দেশের স্থানীয় বায়ুর উদাহরণ:
-
রকি পাহাড়ের চিনুক
-
ফ্রান্সের কেন্দ্রীয় মালভূমি থেকে প্রবাহিত মিস্ট্রাল
-
আর্জেন্টিনা ও উরুগুয়ের পম্পাস অঞ্চলের উত্তর থেকে প্রবাহিত পাম্পেরু
-
আড্রিয়াটিক সাগরের পূর্ব উপকূলে বোরা
-
উত্তর আফ্রিকা ও দক্ষিণ ইতালিতে সিরাক্কা
-
আরব মালভূমির সাইমুম
-
মিসরের খামসিন
-
ভারতীয় উপমহাদেশের লু
-
-
উপত্যকা বায়ু: দিনের বেলা, পর্বতের গা বেয়ে উপরের দিকে প্রবাহিত বায়ু।
-
দিনের সময় পর্বতের পাদদেশের তুলনায় উপত্যকার তলদেশ তুলনামূলকভাবে শীতল থাকে।
-
ফলে পর্বতের পাদদেশে নিম্নচাপ এবং উপত্যকার তলদেশে উচ্চচাপ সৃষ্টি হয়, যা উপত্যকা বায়ু তৈরি করে।
-
-
পার্বত্য বায়ু: রাতের বেলা, তাপ বিকিরণের ফলে পর্বতের গাত্র শীতল হয় এবং উপত্যকা উষ্ণ থাকে।
-
এ সময় ভারী ও শীতল বায়ু পর্বতের গা থেকে উপত্যকার দিকে নেমে আসে, যা পার্বত্য বায়ু নামে পরিচিত।
-
তথ্যসূত্র:

0
Updated: 3 weeks ago
নিচের কোনটি জলবায়ুর নিয়ামক?
Created: 1 month ago
A
সমুদ্রস্রোত
B
বায়ুপ্রবাহ
C
মৃত্তিকার গঠন
D
বর্ণিত সবগুলো
জলবায়ু (Climate):
- কোনো নির্দিষ্ট অঞ্চলের কয়েক বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে।
- পরিবর্তনশীল আবহাওয়ায় কোনো স্থানের বায়ুর তাপ, চাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাতের পরিমাণ ইত্যাদির ৩০-৪০ বছরের গড় অবস্থাকে সে স্থানের জলবায়ু বলা হয়।
- নিম্নে আবহাওয়া ও জলবায়ুর নিয়ামকসমূহ আলোচনা করা হলো-
- অক্ষাংশ,
- উচ্চতা,
- সমুদ্র থেকে দূরত্ব,
- স্থলভাগ ও জলভাগের অবস্থান,
- সমুদ্রস্রোত,
- ভূমির ঢাল,
- বায়ুপ্রবাহ,
- মৃত্তিকার গঠন,
- বনভূমির অবস্থান।

0
Updated: 1 month ago