A
বায়ুর চাপ
B
পানিচক্র ও বৃষ্টিপাত
C
বায়ুর তাপ
D
বনভূমির অবস্থান
উত্তরের বিবরণ
আবহাওয়া ও জলবায়ুর উপাদান
-
বায়ুর তাপ
-
বায়ুর চাপ
-
বায়ু প্রবাহ
-
বায়ুর আর্দ্রতা
-
পানিচক্র ও বৃষ্টিপাত
আবহাওয়া ও জলবায়ুর নিয়ামক
-
অক্ষাংশ ও দ্রাঘিমাংশ
-
সমুদ্রস্রোত
-
বায়ু প্রবাহ
-
সমুদ্র থেকে দূরত্ব
-
বনভূমির অবস্থান
-
ভূমির বন্ধুরতা / ঢাল / পর্বতের অবস্থান (বায়ুপ্রবাহে বাধা সৃষ্টি করে)
-
মৃত্তিকার গঠন
-
ভূপৃষ্ঠ থেকে উচ্চতা (উচ্চতার সাথে তাপ ও চাপের পরিবর্তন)

0
Updated: 1 week ago
অয়ন
বায়ুর অপর নাম কী?
Created: 2 weeks ago
A
মেরু
বায়ু
B
পশ্চিমা
বায়ু
C
বানিজ্য
বায়ু
D
মৌসুমী
বায়ু
ভূগোল
আবহাওয়া ও জলবায়ু
বায়ুপ্রবাহ
বায়ুর আর্দ্রতা
বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু
No subjects available.
• অয়ন বায়ু:
- নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে উষ্ণ ও হালকা বায়ু উপরে উঠে গেলে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে শীতল ও ভারী বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়।
- ফেরেলের সূত্র অনুসারে এ বায়ু উত্তর গোলার্ধে উত্তর-পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে থাকে।
- প্রাচীনকালে পরিচালিত বাণিজ্য জাহাজগুলো এ বায়ুপ্রবাহের দিক অনুসরণে যাতায়াত করত বলে এগুলোকে অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু বলে।
- উত্তর গোলার্ধে এটি উত্তর-পূর্ব অয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু নামে পরিচিত।
উল্লেখ্য,
- নিয়ত বায়ু পৃথিবীর চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বছরের সকল সময় একই দিকে প্রবাহিত হয়।
- এই বায়ু তিন প্রকারের। যথা- অয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু।

0
Updated: 2 weeks ago