যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করছে -
A
বাবেল মান্দেব প্রণালী
B
বেরিং প্রণালী
C
ডোভার প্রণালি
D
জিব্রাল্টার প্রণালী
উত্তরের বিবরণ
ডোভার প্রণালী
-
ইংরেজি নাম: Strait of Dover।
-
অবস্থান: ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে, ডোভার (যুক্তরাজ্য) ও কালে (ফ্রান্স) শহরের মাঝখানে।
-
পৃথক করেছে: ফ্রান্স ও যুক্তরাজ্য, একইসাথে ইউরোপ মহাদেশ ও ব্রিটিশ দ্বীপপুঞ্জ।
-
বৈশিষ্ট্য: ইউরোপ–যুক্তরাজ্যের মধ্যে সবচেয়ে ছোট জলপথ।
-
সংযোগ: ইংলিশ চ্যানেল → উত্তর সাগর।
-
গুরুত্ব:
-
বিশ্বের অন্যতম ব্যস্ততম নৌপথ।
-
নিচ দিয়ে চ্যানেল টানেল (রেল সংযোগ) নির্মিত।
-
ইতিহাসে বহু নৌযুদ্ধ সংঘটিত হয়েছে।
-

0
Updated: 1 month ago
মরমর সাগর ও কৃষ্ণ সাগরকে সংযুক্ত করেছে-
Created: 1 month ago
A
ফ্লোরিডা প্রণালী
B
বেরিং প্রণালী
C
হরমুজ প্রণালী
D
বসফরাস প্রণালী
• বসফরাস প্রণালী:
- পৃথক করেছে: এশিয়া ও ইউরোপ।
- সংযুক্ত করেছে: কৃষ্ণ সাগর ও মরমর সাগর।
- বসফরাস প্রণালী ১৯ মাইল দীর্ঘ এবং এর সর্বোচ্চ প্রস্থ উত্তর প্রান্তে ২.৩ মাইল।
অপরদিকে,
- বেরিং প্রণালী: আমেরিকা-এশিয়া পৃথক করেছে।
- হরমুজ প্রণালী: ইরান-আরব আমিরাত পৃথক করেছে।
- ফ্লোরিডা প্রণালী: কিউবা-ফ্লোরিডা পৃথক করেছে।

0
Updated: 1 month ago
'পক প্রণালী' কোন দুটি সাগর বা উপসাগরকে যুক্ত করেছে?
Created: 3 weeks ago
A
ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগর
B
লোহিত সাগর ও আরব সাগর
C
বঙ্গোপসাগর ও মান্নার উপসাগর
D
আরব সাগর ও পারস্য উপসাগর
পক প্রণালী হলো ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, যা বঙ্গোপসাগর ও মান্নার উপসাগরকে সংযুক্ত করে।
-
অবস্থান: ভারতীয় রাজ্য তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী এলাকা।
-
দৈর্ঘ্য: প্রায় ৮৫ মাইল।
-
সংযোগ: প্রণালীটি বঙ্গোপসাগর ও মান্নার উপসাগরকে একত্রিত করে।
-
প্রান্তস্থল: তামিলনাড়ুর রামেশ্বরম দ্বীপ এবং শ্রীলঙ্কার মান্নার দ্বীপের মধ্যে অবস্থিত।
-
নামকরণ: ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর রবার্ট পক-এর নামে নামকরণ করা হয়েছে।
-
পক প্রণালী নৌপরিবহন ও সামুদ্রিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সরাসরি জলপথে সংযোগ সরবরাহ করে।
-
প্রণালীটি ভূগোলিকভাবে নিরাপদ এবং গভীরতা পর্যাপ্ত, যা বড় জাহাজ চলাচলের জন্য উপযুক্ত।

0
Updated: 3 weeks ago
পক প্রণালী পৃথক করেছে কোন
দুটি দেশকে?
Created: 1 month ago
A
ভারত
ও বাংলাদেশ
B
শ্রীলঙ্কা
ও মালদ্বীপ
C
ভারত
ও শ্রীলঙ্কা
D
মিয়ানমার
ও থাইল্যান্ড
পক প্রণালী (Palk Strait)
-
অবস্থান: ভারত মহাসাগরের মধ্যে
-
সংযোগ: আরব উপসাগর ও বঙ্গোপসাগর
-
পৃথককরণ: শ্রীলঙ্কার মান্নার জেলা এবং ভারতের তামিলনাড়ু
-
ভূমিকা: শ্রীলঙ্কা ও ভারতকে পৃথক করেছে
গুরুত্বপূর্ণ প্রণালী
-
মোজাম্বিক প্রণালী – ভারত মহাসাগরকে যুক্ত করে, মাদাগাস্কার ও মোজাম্বিক পৃথক
-
বসফরাস প্রণালী – এশিয়া ও ইউরোপ পৃথক
-
দার্দানিলিস প্রণালী – মর্মর সাগর ও ইজিয়ান সাগর যুক্ত

0
Updated: 1 month ago