Who is the most famous satirist in English literature?
A
Alexander Pope
B
Jonathan Swift
C
William Wordsworth
D
Bulter
উত্তরের বিবরণ
Jonathan Swift (1667–1745)
-
তিনি একজন প্রখ্যাত Anglo-Irish লেখক ও যাজক ছিলেন।
-
ইংরেজি সাহিত্যের ইতিহাসে সর্বাধিক পরিচিত ব্যঙ্গাত্মক (satirical) লেখক হিসেবে তিনি বিশেষভাবে স্মরণীয়।
-
তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন এবং টোরি (Tories) পার্টির পক্ষে বিভিন্ন প্যামফলেট রচনা করতেন।
-
তাঁর লেখায় সামাজিক কটাক্ষ ও বিদ্রুপ বিশেষভাবে লক্ষ্য করা যায়।
ব্যক্তিগত তথ্য:
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
-
স্ত্রী: Abigail Erick (তবে এটি ঐতিহাসিকভাবে বিতর্কিত)
বিখ্যাত রচনাবলি:
-
Gulliver’s Travels (সর্বাধিক জনপ্রিয় ও ব্যঙ্গাত্মক উপন্যাস)
-
A Modest Proposal (কঠোর সামাজিক সমালোচনা)
-
A Tale of a Tub
-
The Battle of the Books
-
Journal to Stella
উৎস: Britannica.com
0
Updated: 5 months ago
Who wrote the poem 'The Revolt of Islam'?
Created: 2 months ago
A
W.B. Yeats
B
T.S. Eliot
C
John Keats
D
P.B. Shelley
• The Revolt of Islam:
- এটি P.B. Shelley রচিত একটি Poem.
- It is a poem in twelve cantos.
- যা 1817 সালে প্রকাশিত হয়।
• P.B. Shelley:
- তিনি একজন English Romantic poet.
- Her passionate search for personal love and social justice was gradually channeled from overt actions into poems that rank with the greatest in the English language.
Best works:
Poem:
- Ode to the West Wind,
- Queen Mab,
- Alastor,
- Adonais,
- Ozymandias,
- To a Skylark.
Drama:
- Prometheus Unbound,
- The Cenci.
0
Updated: 2 months ago
Swain is a _______ gender.
Created: 2 months ago
A
masculine
B
feminine
C
common
D
neuter
Swain
-
Gender: Masculine
-
Bangla meaning: গ্রাম্য যুবক
-
Feminine form: Nymph (রূপসী নারী)
Source: Accessible Dictionary
0
Updated: 2 months ago
Which of the following is a synonym of “motley”?
Created: 1 month ago
A
Single
B
Mixed
C
Affluent
D
Terminate
Motley হলো একটি বিশেষণ বা বিশেষ্য, যা বোঝায় বিভিন্ন রকম বা প্রকারভেদের সমন্বয়ে গঠিত কিছু যা একত্রে সামঞ্জস্যপূর্ণ মনে হয় না।
-
English Meaning: Consisting of many different types of people or things that do not seem to belong together
-
Bangla Meaning: বহুবর্ণ; চিত্রবিচিত্র; বিচিত্র; বিভিন্ন বর্ণধারী; বিবিধ; পূর্বে নানা রঙের পোশাক ভাঁড়েরা পরত
-
Synonyms: Colorful (রঙিন), Miscellaneous (বিবিধ), Varied, Mixed (বৈচিত্র্যময়), Blended (মিশ্রিত)
-
Antonyms: Colorless (বর্ণহীন), Identical (অভিন্ন), Single (বৈচিত্র্যহীন), Monochrome, Unicolor (একরঙা)
-
Other Forms: Motleyness (noun)
-
Other Options:
-
Affluent – বৈভবশালী; বিত্তবান; অঢেল; সুপ্রচুর
-
Terminate – ইতি টানা; সমাপ্ত করা; শেষ করা
-
-
Example Sentence:
-
She had a motley group of friends at college.
-
A great motley of cars was on display.
-
0
Updated: 1 month ago