ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ুপ্রবাহের দিক পরিবর্তিত হয়-
A
অয়ন বায়ু
B
মৌসুমি বায়ু
C
মেরু বায়ু
D
পশ্চিমা বায়ু
উত্তরের বিবরণ
মৌসুমি বায়ু (Monsoon Wind)
-
উৎপত্তি: আরবি মওসুম → ঋতু
-
সংজ্ঞা: ঋতু পরিবর্তনের সাথে দিক পরিবর্তনকারী বায়ুপ্রবাহ
-
কারণ:
-
সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন
-
স্থলভাগ ও জলভাগের তাপের তারতম্য
-
-
গ্রীষ্মকালে (উত্তর গোলার্ধ):
-
সূর্য কর্কটক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়
-
দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তর-পশ্চিম ভারত, মধ্য এশিয়ার স্থলভাগ উত্তপ্ত হয়
-

0
Updated: 1 month ago
ভূমিক্ষয়ের একটি কারণ কোনটি?
Created: 3 weeks ago
A
ঝড়
B
টাইফুন
C
বায়ুপ্রবাহ
D
প্রবল বাতাস
বায়ুপ্রবাহ হলো একটি অনন্য প্রাকৃতিক শক্তি, যা বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস এবং অন্যান্য উপাদানের ঘনত্বের সমন্বয়ে সৃষ্টি হয় এবং পরিবেশ ও মানুষের জীবনযাত্রায় নানা প্রভাব ফেলে।
-
বায়ুপ্রবাহের গতি ও প্রকৃতির কারণে প্রবল বাতাস, ঝড়, হারিকেন, টাইফুন, হাওয়া, বজ্রঝড় ইত্যাদি আবহাওয়ার ঘটনা ঘটে।
-
তাপ, চাপ, আর্দ্রতা, ঘনত্ব ইত্যাদির কারণে বায়ুপ্রবাহ প্রভাবিত হয়।
-
উপকূলীয় অঞ্চলে সমুদ্র হাওয়া ও ভূমির তাপ শোষণের কারণে বায়ুপ্রবাহ ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে।
-
বায়ুপ্রবাহের কারণে নৌযান, আকাশযান, যুদ্ধবিমান, মহাকাশযান চলাচলের গতি নির্ধারিত হয়।
-
বায়ুপ্রবাহের শক্তি বায়ু ঘূর্ণনযন্ত্র চালিত করে, যা পৃথিবীব্যাপী বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়।
-
বায়ুপ্রবাহের কারণে জনপ্রিয় কিছু খেলা যেমন ঘুড়ি ওড়ানো, স্নোকাইটিং, ঘুড়ি সাফিং সারা পৃথিবীতে প্রচলিত।
-
শুষ্ক আবহাওয়ায় ভূমিক্ষয় প্রধানত বায়ুপ্রবাহের কারণে ঘটে; বায়ু দ্বারা ছোট বালুকণা ও ধূলিকণা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়।
তথ্যসূত্র:

0
Updated: 3 weeks ago
সাইমুম' বায়ুপ্রবাহ কোন্ অঞ্চলে দেখা যায়?
Created: 3 days ago
A
রফি পর্বতে
B
সাহারা আরব মরুভূমিতে
C
পশ্চিম আফ্রিকায়
D
হিমালয় পর্বতে
সাইমুম বায়ুপ্রবাহ (Simum Wind) মূলত সাহারা মরুভূমি ও আরব উপদ্বীপের মরুভূমি অঞ্চলে প্রবাহিত হয়। এটি একটি উষ্ণ, শুষ্ক ও ধূলিঝড়যুক্ত স্থানীয় বায়ুপ্রবাহ, যা দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধি করে এবং বায়ুমণ্ডলে ধুলো কণার ঘনত্ব বাড়ায়। এই বায়ুপ্রবাহ সাধারণত গরম মরুভূমি অঞ্চলে গঠিত নিম্নচাপের কারণে সৃষ্টি হয় এবং স্থানীয় জলবায়ুকে অতি শুষ্ক করে তোলে।

0
Updated: 3 days ago
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে বায়ুপ্রবাহের দিক পরিবর্তিত হয় তাকে বলা হয়-
Created: 3 weeks ago
A
মৌসুমি বায়ু
B
অয়ন বায়ু
C
নিয়ত বায়ু
D
স্থলবায়ু
মৌসুমি বায়ু হলো ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ুপ্রবাহের দিক পরিবর্তনের ফলে সৃষ্ট আঞ্চলিক বায়ু, যা বর্ষাকালে বিশেষভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।
-
মৌসুমি শব্দটি এসেছে আরবি ভাষার “মত্তসুম”, যার অর্থ ঋতু।
-
সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন অনুযায়ী শীত ও গ্রীষ্মে স্থলভাগ ও জলভাগের তাপমাত্রার তারতম্য মৌসুমি বায়ু সৃষ্টি করে।
-
মৌসুমি বায়ু প্রধানত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় লক্ষ্য করা যায়, পাশাপাশি কর্কটক্রান্তি অঞ্চলের যুক্তরাষ্ট্র, উত্তর অস্ট্রেলিয়া, আফ্রিকার কিছু অংশ, মধ্য এশিয়া ও উত্তর-পশ্চিম ভারতেও দেখা যায়।
-
উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল:
-
সূর্যকিরণ লম্বভাবে পড়ায় কর্কটক্রান্তিতে বায়ুর চাপ কমে এবং নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হয়।
-
দক্ষিণ গোলার্ধের ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে আগত দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে।
-
এ বায়ু এশিয়া মহাদেশের নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবলবেগে চলে আসে এবং চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম, জাপান, কম্বোডিয়া, লাওস-এ বৃষ্টিপাত ঘটায়।
-
বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়েও বৃষ্টি হয়।
-
-
শীতকালে:
-
সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করে এবং মকরক্রান্তিতে নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হয়।
-
উত্তর গোলার্ধে স্থলভাগ শীতল হওয়ায় উচ্চচাপ বলয় সৃষ্টি হয়।
-
বায়ু উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, যাকে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু বলা হয় এবং এটি শুষ্ক থাকে।
-
মৌসুমি বায়ু যখন নিরক্ষরেখা অতিক্রম করে, ফেরেলের সূত্র অনুযায়ী বাম দিকে বেঁকে যায় এবং উত্তর-পশ্চিমে মৌসুমি বায়ুরূপে উত্তর অস্ট্রেলিয়ার দিকে অগ্রসর হয়ে বৃষ্টিপাত ঘটায়।
-
তথ্যসূত্র:

0
Updated: 3 weeks ago