A view of a wide area of land is called -
A
Panorama
B
Portrait
C
Polyglot
D
Panacea
উত্তরের বিবরণ
Panorama
-
English Meaning: a view of a wide area of land
-
Bangla Meaning: বিস্তৃত অবাধ দৃশ্যপট
Other Options
Word | English Meaning | Bangla Meaning |
---|---|---|
Portrait | a pictorial representation of a person usually showing the face | প্রতিকৃতি, প্রতিমূর্তি |
Polyglot | one who speaks or writes several languages | বহুভাষিক |
Panacea | a remedy for all diseases or difficulties | সব ধরনের রোগ নিরাময়কারী ওষুধ |
Sources:
-
Merriam Webster
-
Accessible Dictionary
-
Oxford Learners Dictionaries

0
Updated: 1 month ago
'Emulate' is a/an:
Created: 4 weeks ago
A
Noun
B
Adjective
C
Verb
D
Adverb
Emulate একটি Verb (Transitive)। এটি বোঝায় কাউকে প্রশংসা করে তার মতো দক্ষতা অর্জনের চেষ্টা করা বা তার কৃতিত্বের সমান করার চেষ্টা করা।
-
বাংলা অর্থ: সমকক্ষ হতে অথবা ছাড়িয়ে যেতে চেষ্টা করা
-
সমার্থক শব্দ: Compete (পাল্লা দেয়া, প্রতিযোগিতা করা), Imitate (অনুসরণ করা), Mimic (নকল করা), Follow (অনুগমন করা), Mirror (প্রতিফলিত করা)
-
বিপরীতার্থক শব্দ: Being original (মৌলিক হওয়া বা করা), Contradict (বিরোধী হওয়া), Neglect (অবজ্ঞা করা), Originate (স্বকীয়তা বজায় রাখা), Differ (আলাদা হওয়া)
-
অন্য রূপ:
-
Emulation (Noun)
-
Emulative (Adjective)
-
-
উদাহরণ বাক্য:
১. She hopes to emulate her sister's sporting achievements.
২. She grew up emulating her sports heroes.

0
Updated: 4 weeks ago
What is the meaning of the word 'scuttle'?
Created: 4 months ago
A
to tease
B
abandon
C
Pile up
D
gossip
Scuttle (off/away)
English meaning: To move quickly.
Bangla meaning: দ্রুত প্রস্থান; অপক্রমণ; কাপুরুষোচিতভাবে বিপদ থেকে পলায়ন; তড়িঘড়ি করে পালানো।
অন্যদিকে, নিচের শব্দগুলোর অর্থ বিবেচনা করলে দেখা যায়—
ক) To tease: ঠাট্টা করা; বিরক্ত করা; প্রশ্ন করে বিব্রত করা।
খ) Abandon: আর ফিরে না-আসার মানসে চলে/ছেড়ে যাওয়া; পরিত্যাগ করা; বাসোপযোগী নয় বলে ত্যাগ করা।
গ) Pile up: জড়ো করা।
ঘ) Gossip: খোশগল্প করা; চুটকি রচনা করা।
উপরের অর্থগুলো পর্যালোচনা করলে বোঝা যায় যে, ‘Scuttle’ শব্দটির অর্থের সঙ্গে ‘Abandon’ শব্দটির অর্থের সবচেয়ে বেশি সাদৃশ্য রয়েছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 4 months ago
Ruminant
Created: 3 months ago
A
Cud-chewing animal
B
Soup
C
Gossip
D
Noise-maker
The word 'Ruminant' means - Cud-chewing animal.
• ‘Ruminant’ শব্দটির অর্থ — জাবর কাটা প্রাণী।
• Ruminant (noun):
-
ইংরেজি অর্থ: এমন একধরনের প্রাণী যারা তাদের খাদ্য গিলে ফেলার পর পুনরায় তা মুখে তুলে চিবিয়ে খায়; যেমন গরু, ছাগল, ভেড়া কিংবা হরিণ।
-
বাংলা অর্থ: রোমন্থনকারী বা জাবর কাটা প্রাণী।
• অপরদিকে:
-
Soup: তরল খাদ্যবিশেষ; ঝোল বা স্যুপ।
-
Gossip: গালগল্প বা ভিত্তিহীন আলোচনা; জল্পনা।
-
Noise-maker: যিনি বা যা গোলমাল সৃষ্টি করে।
তথ্যসূত্র:
১. বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত অ্যাক্সেসিবল ডিকশনারি।
২. কেমব্রিজ ডিকশনারি।

0
Updated: 3 months ago