Who is the author of the novel "A Thousand Splendid Suns"?
A
Arundhati Roy
B
Khaled Hosseini
C
Charles Dickens
D
Alfred Lord Tennyson
উত্তরের বিবরণ
A Thousand Splendid Suns
-
লেখক: Khaled Hosseini
-
প্রকাশের বছর: ২০০৭
-
গঠন: চারটি খন্ডে বিভক্ত
-
কাহিনী:
-
দুই নারী Mariam ও Laila-এর সম্পর্কের মাধ্যমে আফগানিস্তানের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন তুলে ধরা হয়েছে।
-
গল্পের সময়কাল: ১৯৭৯ (সোভিয়েত আগ্রাসন) → ১৯৯০-এর দশক (তালেবান দখল) → ২০০১ (যুক্তরাষ্ট্রের আগ্রাসন)।
-
-
বিশেষত্ব: যুক্তরাষ্ট্রে বেস্টসেলার; আফগানিস্তানের সামাজিক ও রাজনৈতিক জীবন চিত্রায়ন।
Khaled Hosseini
-
জন্ম: ১৯৬৫, কাবুল, আফগানিস্তান
-
জাতীয়তা: আফগান বংশোদ্ভূত আমেরিকান
-
বিশেষত্ব: আফগানিস্তানের জীবন, সামাজিক অবস্থা ও মানবিক দৃষ্টিকোণকে উপন্যাসে প্রাণবন্তভাবে উপস্থাপন করা
-
প্রধান কীর্তি:
-
The Kite Runner (২০০৩)
-
A Thousand Splendid Suns (২০০৭)
-
And the Mountains Echoed
-
Sea Prayer (short story)
-
Source: Britannica

0
Updated: 1 month ago
A Farewell to Arms is a/an -
Created: 1 month ago
A
epic
B
novel
C
play
D
short story
A Farewell to Arms
-
Author: Ernest Hemingway
-
এটি তাঁর তৃতীয় novel।
-
প্রকাশিত: 1929
-
উপন্যাসে আত্মজৈবনিক অনেক উপাদান দেখা যায়। এখানে arms শব্দটি একই সাথে অস্ত্র এবং প্রেমিকার হাত বোঝানো হয়েছে।
-
পটভূমি: প্রথম বিশ্বযুদ্ধ (World War I)
Summary:
-
কেন্দ্রীয় চরিত্র: Americn Lieutenant Frederic Henry এবং English nurse Catherine Barkley
-
যুদ্ধের ঘটনায় তাদের পরিচয় হয় ইটালিতে।
-
Catherine সদ্য বিধবা ছিলেন, এবং তাদের মধ্যে প্রেম ও সহানুভূতির সম্পর্ক গড়ে ওঠে।
-
Frederic গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হলে Catherine তার সেবা করে।
-
তারা একে অপরের আরো কাছাকাছি আসে এবং Catherine গর্ভবতী হয়।
-
Fredericকে যুদ্ধক্ষেত্রে যেতে হয়। যুদ্ধের পর ফিরে এসে দেখেন Catherine অন্য শহরে বদলী হয়ে গেছে।
-
Frederic তাকে খুঁজে বের করে এবং তারা পালিয়ে সুইজারল্যান্ডে চলে যায়।
-
Catherine বাচ্চার জন্ম দিতে গিয়ে মারা যায়।
উৎস:
Answer: novel

0
Updated: 1 month ago
"For God’s sake, hold your tongue and let me love” occurs in a novel by -
Created: 2 months ago
A
Jane Austin
B
Syed Waliullah
C
Somerset Maugham
D
Rabindranath Tagore
‘‘দোহাই তোদের, একটুকু চুপ কর্।
ভালোবাসিবারে দে আমারে অবসর।’’
-
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর উপন্যাস ‘শেষের কবিতা’-তে এই লাইন দুটি ব্যবহার করেছেন।
-
উপন্যাসে চরিত্র অমিত, লাবণ্যকে এই কথাগুলো বলে।
-
এই লাইনটি মূলত অনুপ্রাণিত John Donne-এর বিখ্যাত কবিতা The Canonization থেকে।
-
সেখানে কবিতার প্রথম লাইনে বলা হয়েছে:
“For God’s sake hold your tongue, and let me love.”
(অর্থাৎ, “ঈশ্বরের দোহাই, চুপ করো — আমাকে ভালোবাসতে দাও।”)
• The Canonization কবিতা
-
John Donne এই কবিতাটি লেখেন প্রায় ১৫৯০ সালে, আর এটি প্রকাশিত হয় ১৬৩৩ সালে।
-
এটি তাঁর Songs and Sonnets সংকলনের অন্তর্ভুক্ত।
-
কবিতাটিতে প্রেমকে ধর্মীয় রূপ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে — যেন প্রেম একটা পবিত্র সাধনা।
কবিতার কিছু বিখ্যাত লাইন
-
“For God's sake hold your tongue, and let me love”
-
“As well a well-wrought urn becomes
The greatest ashes, as half-acre tombs.”
John Donne
-
John Donne (১৫৭২–১৬৩১) ছিলেন ইংরেজ রেনেসাঁস যুগের একজন বিখ্যাত কবি।
-
তাঁকে Metaphysical poetry-এর জনক বলা হয়।
তিনি গভীর ভাবসম্পন্ন, যুক্তিনির্ভর ও আধ্যাত্মিক কবিতা লিখতেন। -
এজন্য তিনি পরিচিত "Father of Metaphysical Poetry" এবং "Poet of Love and Religion" নামে।
-
রবীন্দ্রনাথ ঠাকুরও তাঁর কবিতায় প্রভাবিত হয়েছিলেন।
John Donne-এর বিখ্যাত কবিতাগুলো
-
The Good Morrow
-
The Canonization
-
The Flea
-
The Sun Rising
-
A Valediction: Forbidding Mourning
তথ্যসূত্র: Encyclopedia Britannica

0
Updated: 2 months ago
Who wrote the novel 'Oliver Twist'?
Created: 3 weeks ago
A
Charles Dickens
B
G.B. Shaw
C
Ernest Hemingway
D
William Shakespeare
Oliver Twist
-
লেখক: Charles Dickens
-
উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ১৮৩৭ থেকে ১৮৩৯ পর্যন্ত।
-
কাহিনীটি অনাথ শিশু Oliver Twist-এর জীবনকে কেন্দ্র করে।
-
লেখক তৎকালীন লন্ডন শহরের দুরবস্থা এবং দারিদ্র্যের ফলে মানুষের অপরাধমূলক পথ বেছে নেওয়ার প্রভাব সফলভাবে তুলে ধরেছেন।
উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
-
Oliver Twist
-
Fagin
-
Bill Sikes
-
Nancy
-
Agnes Fleming
-
Charley Bates
Charles Dickens (1812–1870):
-
ইংরেজি ঔপন্যাসিক, ভিক্টোরিয়ান যুগের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক।
-
তার কাজ সাধারণ মানুষ থেকে রাজবংশীয় সকল শ্রেণির পাঠকের কাছে আকর্ষণীয়।
-
প্রযুক্তিগত উন্নতি এবং চিত্রায়ন দক্ষতার কারণে তার খ্যাতি দ্রুত বৃদ্ধি পেয়েছিল।
প্রধান কাজসমূহ:
-
Oliver Twist
-
A Christmas Carol
-
A Tale of Two Cities
-
David Copperfield
-
Great Expectations
-
Dombey and Son
-
Hard Times
অ-উপন্যাসধর্মী কাজ:
-
American Notes
উৎস:

0
Updated: 3 weeks ago