They ______ the match because of heavy rain.
A
called at
B
called out
C
called off
D
called for
উত্তরের বিবরণ
Call Off
-
Correct Answer: গ) called off
-
Complete Sentence: They called off the match because of heavy rain.
-
Meaning (English): withdraw, cancel
-
Meaning (Bangla): উঠাইয়া নেওয়া, বাতিল করা
-
Common Error: The strike was called at. → Correct: The strike was called off.
Other “Call” Phrases
Phrase | English Meaning | Bangla Meaning | Example Sentence |
---|---|---|---|
Call at | visit | কোন জায়গায় যাওয়া | He called at my office yesterday. |
Call out | shout | চিৎকার করা | He called out me loudly for help. |
Call for | demand | চাওয়া | He called for the teacher to explain. |
Source: Applied English Grammar & Composition, P.C. DAS

0
Updated: 1 month ago
The bird swooped down and caught its prey. The underlined word is used here as a/an-
Created: 2 months ago
A
Adjective
B
Preposition
C
Adverb
D
Verb
• The bird swooped down and caught its prey.
- Here, 'down' is an Adverb.
- পাখিটি হঠাৎ নিচে নেমে এসে তার শিকার ধরে ফেলল।
- 'swooped' verb কে modify করায়, 'down' এখানে adverb হবে।
• Down (Adverb)
- English Meaning: toward or in a lower physical position
- Bangla Meaning: নিচে; দুর্দশায়।
• Example sentence:
- Don't look down.
- Bangla meaning: নিচের দিকে তাকিও না।
Down শব্দটি বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে।
• Down (Adjective)
Example sentence:
- The window shades were down.
- Bangla meaning: জানালার পর্দাগুলো নামানো ছিল।
• Down (Preposition)
Example sentence:
- She fell down the stairs.
- Bangla meaning: সে সিঁড়ি থেকে পড়ে গেল।
• Down (Verb)
Example sentence:
- The storm downed power lines throughout the city.
- Bangla meaning: ঝড়ের কারণে শহরজুড়ে বিদ্যুতের লাইন পড়ে গেছে।
Source: merriam-webster, Cambridge Dictionary.

0
Updated: 2 months ago
Do you know __ he will be there?
Created: 1 month ago
A
as
B
too
C
if
D
is
বাক্যটি হলো Do you know if he will be there?, যেখানে “if he will be there” একটি noun clause। এটি জানার উদ্দেশ্যে ব্যবহৃত একটি indirect question, অর্থাৎ কেউ জানতে চাচ্ছে কোনো বিষয় সত্যি কি না। ইংরেজিতে এমন ক্ষেত্রে “if” বা “whether” ব্যবহার করা হয়। এখানে “if” ব্যবহার করা হয়েছে, যা বাক্যের অর্থ অনুযায়ী সঠিক: “তুমি কি জানো সে আসবে কিনা?”
-
বাক্য বিশ্লেষণ:
-
Do you know → মূল clause
-
if he will be there → noun clause, যা subject বা object হিসেবে কাজ করছে
-
-
কারণ: indirect question-এ সরাসরি question form (“is he…”) ব্যবহার করা যায় না।
Other options:
-
ক) as: “যেহেতু” বা “যেমন”, প্রশ্নের জন্য প্রাসঙ্গিক নয়।
-
খ) too: “অতিও” বা “তারপরও”, এখানে প্রাসঙ্গিক নয়।
-
ঘ) is: verb, কিন্তু subject + verb clause দরকার, সরাসরি এখানে বসবে না।

0
Updated: 1 month ago
Identify the misspelled word. If all are correctly spelled, choose option E.
Created: 1 month ago
A
Acquitance
B
Dispassionate
C
Collaborate
D
Brilliant
• The misspelled word is — ক) Acquitance
-
The correct spelling is Acquittance.
• Acquittance (Noun)
-
English meaning: A document evidencing a discharge from an obligation, especially a receipt in full
-
Bangla meaning: ফারখতি; ছাড়পত্র সম্বন্ধীয়; পূর্ণ প্রাপ্তি রশিদ
• Other options:
-
খ) Dispassionate (Adjective) — আবেগমুক্ত; নিরাবেগ; পক্ষপাতহীন; শান্ত
-
গ) Collaborate (Verb) — সহযোগীরূপে কাজ করা; (বিশেষত সাহিত্য বা শিল্পকর্মে)
-
ঘ) Brilliant (Adjective) — অতি উজ্জ্বল; দীপ্তিময়; চমৎকার; অতি উৎকৃষ্ট; সুদক্ষ; অতিশয় চতুর; মেধাবী; প্রতিভাবান
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago