A
Gentle
B
Confusing
C
Clear
D
Progress
উত্তরের বিবরণ
Lucid (Adjective)
অর্থ (English):
-
(of speech or writing) Clearly expressed and easy to understand
-
(of a person) Thinking or reasoning clearly
বাংলা অর্থ:
-
স্পষ্ট; সহজবোধ্য (lucid style)
-
মানসিকভাবে সুস্থ
Synonyms (সমার্থক শব্দ)
-
Intelligible – বুদ্ধিগ্রাহ্য; সুবোধ্য
-
Understandable – বোধগম্য
-
Clear – স্বচ্ছ; স্পষ্ট
-
Coherent – সুসঙ্গত
-
Apprehensible – বোধগম্য
Antonyms (বিপরীতার্থক শব্দ)
-
Confusing – বিভ্রান্তিকর
-
Unclear – অস্পষ্ট
-
Ambiguous – অস্পষ্ট
-
Equivocal – দ্ব্যর্থবোধক
-
Baffling – হতবুদ্ধিকর
-
Confounding – বিভ্রান্তিকর
Other Forms (অন্য রূপ)
-
Lucid intervals/moments (noun): উন্মাদগ্রস্ত ব্যক্তির পাগলামির ফাঁকে প্রকৃতিস্থ অবস্থা
-
Lucidly (adverb): স্পষ্টভাবে; প্রাঞ্জলভাবে
-
Lucidity (noun, uncountable): স্বচ্ছতা; সহজবোধ্যতা
Example Sentences
-
It’s written in very concrete language, very lucid, easy to understand.
-
It was a lucid moment in his madness.
অন্যান্য তথ্য
-
Other options: Gentle (অমায়িক; নম্র; মৃদু; শান্ত; সতর্ক), Progress (অগ্রগতি)
Source: Live MCQ Lecture

0
Updated: 1 week ago
Select the antonym of "Meticulous".
Created: 4 weeks ago
A
Careful
B
Methodical
C
Punctilious
D
Haphazard
• The opposite of 'Meticulous' is – Haphazard.
• Meticulous (adjective)
English Meaning: showing great attention to detail; very careful and precise.
Bangla Meaning: অতিশয় যত্নশীল; খুঁতখুঁতে; খুব সতর্কভাবে ও নিখুঁতভাবে কাজ করা।
অপশন আলোচনা:
Careful – সতর্ক; মনোযোগসহকারে কাজ করা।
Methodical – পদ্ধতিগত; নিয়ম মেনে কাজ করে এমন।
Punctilious – অতিরিক্ত নিয়ম-কানুন মেনে চলে এমন; খুঁতখুঁতে।
Haphazard – এলোমেলো; পরিকল্পনাহীন; যা নিয়ম না মেনে বা কোনো পরিকল্পনা ছাড়া করা হয়।

0
Updated: 4 weeks ago
The synonym of ‘genesis’ is-
Created: 3 months ago
A
introduction
B
preface
C
beginning
D
foreword
Genesis
English Meaning: The origin or mode of formation of something.
Bangla Meaning: সূচনা; প্রারম্ভিক বিন্দু।
• নিচের অপশনগুলোর অর্থ হলো –
ক) introduction – উপস্থাপনা; প্রস্তাবনা; প্রচলন; পরিচয়সাধন; প্রবর্তন।
খ) preface – মুখবন্ধ; প্রস্তাবনা।
গ) beginning – কোনো কিছুর শুরু/আরম্ভ/সূচনা।
ঘ) foreword – প্রারম্ভিক মন্তব্য; মুখবন্ধ।
• বিশ্লেষণ করলে দেখা যায়, উপরের বিকল্পগুলোর মধ্যে “beginning” শব্দটিই ‘Genesis’ শব্দটির সমার্থক অর্থ প্রকাশ করে।
Source:
-
Oxford Learner's Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 3 months ago
Omnipotent-
Created: 3 weeks ago
A
Feeble
B
Supreme
C
Impotent
D
Vulnerable
• Omnipotent (adjective)
- সর্বশক্তিমান।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Feeble (adjective)
- দুর্বল; নিস্তেজ; ক্ষীণ।
খ) Supreme (adjective)
- সর্বপ্রধান; সর্বোচ্চ; পরম; পারমিক।
গ) Impotent (adjective)
- অক্ষম, নিবীর্য; অশক্ত; অসমর্থ; (পুরুষ) নপুংসক; ক্লীব; পুরুষত্বহীন; ভগ্নধ্বজ।
ঘ) Vulnerable (adjective)
- ক্ষতিগ্রস্ত হতে পারে এমন; আক্রম্য; অরক্ষিত।
• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Supreme শব্দটি Omnipotent এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 3 weeks ago