The synonym of "lucid" is -
A
Gentle
B
Confusing
C
Clear
D
Progress
উত্তরের বিবরণ
Lucid (Adjective)
অর্থ (English):
-
(of speech or writing) Clearly expressed and easy to understand
-
(of a person) Thinking or reasoning clearly
বাংলা অর্থ:
-
স্পষ্ট; সহজবোধ্য (lucid style)
-
মানসিকভাবে সুস্থ
Synonyms (সমার্থক শব্দ)
-
Intelligible – বুদ্ধিগ্রাহ্য; সুবোধ্য
-
Understandable – বোধগম্য
-
Clear – স্বচ্ছ; স্পষ্ট
-
Coherent – সুসঙ্গত
-
Apprehensible – বোধগম্য
Antonyms (বিপরীতার্থক শব্দ)
-
Confusing – বিভ্রান্তিকর
-
Unclear – অস্পষ্ট
-
Ambiguous – অস্পষ্ট
-
Equivocal – দ্ব্যর্থবোধক
-
Baffling – হতবুদ্ধিকর
-
Confounding – বিভ্রান্তিকর
Other Forms (অন্য রূপ)
-
Lucid intervals/moments (noun): উন্মাদগ্রস্ত ব্যক্তির পাগলামির ফাঁকে প্রকৃতিস্থ অবস্থা
-
Lucidly (adverb): স্পষ্টভাবে; প্রাঞ্জলভাবে
-
Lucidity (noun, uncountable): স্বচ্ছতা; সহজবোধ্যতা
Example Sentences
-
It’s written in very concrete language, very lucid, easy to understand.
-
It was a lucid moment in his madness.
অন্যান্য তথ্য
-
Other options: Gentle (অমায়িক; নম্র; মৃদু; শান্ত; সতর্ক), Progress (অগ্রগতি)
Source: Live MCQ Lecture

0
Updated: 1 month ago
Pick the synonym for "Impair":
Created: 2 months ago
A
Enhance
B
Build
C
Restore
D
Mar
• The closest in meaning to "Impair" is – "Mar."
• Impair (verb)
English Meaning: to weaken or damage something, especially in a way that makes it less effective.
Bangla Meaning: ক্ষতিগ্রস্ত করা; দুর্বল করা।
অপশন আলোচনা:
Enhance - উন্নত করা; বাড়ানো।
Build - তৈরি করা; গড়া।
Restore - পুনরুদ্ধার করা; ঠিক করা।
Mar - নষ্ট করা; ক্ষতিগ্রস্ত করা।

0
Updated: 2 months ago
Omnipotent-
Created: 2 months ago
A
Feeble
B
Supreme
C
Impotent
D
Vulnerable
• Omnipotent (adjective)
- সর্বশক্তিমান।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Feeble (adjective)
- দুর্বল; নিস্তেজ; ক্ষীণ।
খ) Supreme (adjective)
- সর্বপ্রধান; সর্বোচ্চ; পরম; পারমিক।
গ) Impotent (adjective)
- অক্ষম, নিবীর্য; অশক্ত; অসমর্থ; (পুরুষ) নপুংসক; ক্লীব; পুরুষত্বহীন; ভগ্নধ্বজ।
ঘ) Vulnerable (adjective)
- ক্ষতিগ্রস্ত হতে পারে এমন; আক্রম্য; অরক্ষিত।
• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Supreme শব্দটি Omnipotent এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
Antonym of 'Rescind' is:
Created: 4 weeks ago
A
Prohibitive
B
Overrule
C
Validate
D
Contentious
সঠিক উত্তর হলো **Validate**।
**Rescind** একটি **Verb (Transitive)**। এটি বোঝায় কোনো আইন, আদেশ বা সিদ্ধান্তকে আর বৈধ বা কার্যকর না করা; অর্থাৎ বাতিল করা।
* **বাংলা অর্থ**: (আইন, চুক্তি ইত্যাদি) বাতিল করা।
* **সমার্থক শব্দ**: Cancel (বাতিল/রদ করা), Overrule (বাতিল বা খারিজ করা), Invalidate (অকার্যকর করা), Abandon (পরিত্যাগ করা), Abort (বাতিল করা)
* **বিপরীতার্থক শব্দ**: Enforce (কার্যকর করা), Enact (আইন পাস করা), Uphold (বহাল রাখা), Validate (যাচাই করা), Implement (বাস্তবায়ন করা)
* **অন্য রূপ**:
* Rescinder (Noun)
* Rescindment (Noun)
* **উদাহরণ বাক্য**:
১. The government eventually rescinded the directive.
২. The navy rescinded its ban on women sailors.

0
Updated: 4 weeks ago