A
360
B
720
C
1260
D
3600
উত্তরের বিবরণ
প্রশ্ন: SCIENCE শব্দটির বর্ণগুলোকে কত উপায়ে সাজানো যায়?
সমাধান:
SCIENCE শব্দটিতে মোট বর্ণসংখ্যা = 7 টি
এর মধ্যে C আছে 2 টি এবং E আছে 2 টি। বাকি বর্ণগুলো একটি করে আছে।
∴ মোট বিন্যাস সংখ্যা = 7!/(2! × 2!)
= (7 × 6 × 5 × 4 × 3 × 2)/(2 × 2)
= 1260

0
Updated: 1 week ago