A
Nizam Uddin Chowdhury
B
Nazmul Abedeen Fahim
C
Kazi Inam Ahmed
D
Aminul Islam Bulbul
উত্তরের বিবরণ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB / বিসিবি)
-
পূর্ণরূপ: Bangladesh Cricket Board
-
প্রতিষ্ঠা: ১৯৭২
-
সদর দপ্তর: ঢাকা
-
আন্তর্জাতিক সদস্যপদ:
-
১৯৭৭: ICC সহযোগী সদস্য
-
২৬ জুন, ২০০০: ICC পূর্ণ সদস্য
-
-
বর্তমান সভাপতি: আমিনুল ইসলাম বুলবুল (আগস্ট, ২০২৫)
-
দায়িত্ব: বাংলাদেশে ক্রিকেটের সর্বোচ্চ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা

0
Updated: 1 week ago
'Subarnachar Island' is located in -
Created: 1 week ago
A
Noakhali
B
Rajshahi
C
Bhola
D
Laxmipur
মুকড়ি, চর নিউটন, চর নিজাম প্রভৃতি।
-
নোয়াখালী জেলা: ভাসান চর, সুবর্ণ চর, চর শ্রীজনী, চর শাহাবানী প্রভৃতি।
-
ফেনী জেলা: মুহুরীর চর।
-
রাজশাহী জেলা: নির্মল চর।
-
সুন্দরবন অঞ্চল: দুবলার চর, পাটনি চর।

0
Updated: 1 week ago
Who founded the Tamaddun Majlish?
Created: 1 week ago
A
Professor Abul Kashem
B
Professor ASM Nurul Haque Bhuiyan
C
Kazi Motahar Hossain
D
Abul Mansoor Ahmad
ভাষা আন্দোলন (প্রথম পর্যায়)
-
তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠা:
-
১৯৪৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাসেম সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
-
-
পুস্তিকা প্রকাশ:
-
১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে একটি পুস্তিকা প্রকাশ করা হয়।
-
পুস্তিকার নাম: “পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু”।
-
-
ভূমিকা:
-
তমদ্দুন মজলিশ ছাত্র-শিক্ষক মহলে বাংলাভাষা বিষয়ে সচেতনতা সৃষ্টি করে।
-
একই বছরের মধ্যেই বহু প্রখ্যাত ও অখ্যাত লেখক বাংলা রাষ্ট্রভাষার প্রতি সমর্থন জানান।
-
-
বঞ্চনা:
-
পাকিস্তানের পাবলিক সার্ভিস কমিশনের বিষয়তালিকা থেকে বাংলা বাদ দেওয়া হয়।
-
নৌ ও অন্যান্য বিভাগের নিয়োগ পরীক্ষায়ও বাংলা বাদ দেওয়া হয়।
-
পাকিস্তানের গণপরিষদের সরকারি ভাষা হিসেবে কেবল ইংরেজি ও উর্দু নির্বাচিত হয়।
-
-
পরিণতি:
-
এসব ঘটনায় বাঙালিরা বিক্ষুব্ধ হয়ে ওঠে, যা পরবর্তীতে ভাষা আন্দোলনের রূপ নেয়।
-

0
Updated: 1 week ago
Which is the easternmost district of Bangladesh?
Created: 1 week ago
A
Bandarban
B
Rangamati
C
Khagrachari
D
Feni
সর্ব উত্তর:
- বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী স্থান বাংলাবান্ধা।
- বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া।
- বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়।
সর্ব পূর্ব:
- বাংলাদেশের সর্ব পূর্বের স্থান আখাইনঠং।
- বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা থানচি।
- দেশের সর্ব পূর্বের জেলা বান্দরবান।
সর্ব পশ্চিম:
- বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান মনকশা।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা শিবগঞ্জ।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ।
সর্ব দক্ষিণ:
- বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান ছেড়াদ্বীপ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার

0
Updated: 1 week ago