Who is the current President of the Bangladesh Cricket Board? (August 2025)
A
Nizam Uddin Chowdhury
B
Nazmul Abedeen Fahim
C
Kazi Inam Ahmed
D
Aminul Islam Bulbul
উত্তরের বিবরণ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB / বিসিবি)
-
পূর্ণরূপ: Bangladesh Cricket Board
-
প্রতিষ্ঠা: ১৯৭২
-
সদর দপ্তর: ঢাকা
-
আন্তর্জাতিক সদস্যপদ:
-
১৯৭৭: ICC সহযোগী সদস্য
-
২৬ জুন, ২০০০: ICC পূর্ণ সদস্য
-
-
বর্তমান সভাপতি: আমিনুল ইসলাম বুলবুল (আগস্ট, ২০২৫)
-
দায়িত্ব: বাংলাদেশে ক্রিকেটের সর্বোচ্চ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা

0
Updated: 1 month ago
দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার?
Created: 5 months ago
A
২.৪৫
B
৩.৩২
C
৩.৪০
D
৩.৪৩
কর্ণফুলী নদীর তলদেশে অবস্থিত, দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য ৩.৩২ (২.০৬ মাইল) কিলোমিটার। পুরো নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, সংক্ষেপে কর্ণফুলী টানেল। প্রস্থঃ১০.৮ মি। টানেলটি নদীর মধ্যভাগে ১৫০ ফুট গভীরে অবস্থিত। ২৮ অক্টোবর ২০২৩ এটি উদ্বোধন করা হয়।

0
Updated: 5 months ago
বৈশ্বিক উদ্ভাবনী সূচক, ২০২৫-এ বাংলাদেশের অবস্থান কততম? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 2 weeks ago
A
৯৮তম
B
১০০তম
C
১০৩তম
D
১০৬তম
বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৫ অনুযায়ী, দেশের উদ্ভাবন ক্ষমতা নিরূপণে সাতটি মূল সূচক ব্যবহার করা হয়, যা প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি, এবং সৃজনশীলতা। ১৬ সেপ্টেম্বর ২০২৫ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন (WIPO) এই সূচক প্রকাশ করে।
-
শীর্ষ দেশ: সুইজারল্যান্ড, ১০০-এর মধ্যে ৬৬ পয়েন্ট।
-
দ্বিতীয় ও তৃতীয় স্থান: সুইডেন এবং যুক্তরাষ্ট্র।
-
বাংলাদেশের অবস্থান: ১৩৯টি দেশের মধ্যে ১০৬তম।
-
বাংলাদেশের আঞ্চলিক ও আয় ভিত্তিক অবস্থান: ২১ পয়েন্ট নিয়ে নিম্ন-মধ্যম আয়ের ৩৭ দেশের মধ্যে ১৯তম এবং মধ্য ও দক্ষিণ এশিয়ার ১০ দেশের মধ্যে অষ্টম।

0
Updated: 2 weeks ago
পুলিশী সাহায্য পাওয়ার শর্টকোড কোনটি?
Created: 5 months ago
A
১০৬
B
৩৩৩
C
৯৯৯
D
১২১
বাংলাদেশের বিভিন্ন জাতীয় জরুরি সেবা নম্বরঃ ৯৯৯। জাতীয় তথ্যবাতায়ন কল সেবাঃ ৩৩৩। দুদকঃ ১০৬। নারী ও শিশুঃ ১০৯।
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 5 months ago