A
Noakhali
B
Rajshahi
C
Bhola
D
Laxmipur
উত্তরের বিবরণ
মুকড়ি, চর নিউটন, চর নিজাম প্রভৃতি।
-
নোয়াখালী জেলা: ভাসান চর, সুবর্ণ চর, চর শ্রীজনী, চর শাহাবানী প্রভৃতি।
-
ফেনী জেলা: মুহুরীর চর।
-
রাজশাহী জেলা: নির্মল চর।
-
সুন্দরবন অঞ্চল: দুবলার চর, পাটনি চর।

0
Updated: 1 week ago
Who was the Sector Commander of Sector No. 11 during the Liberation War?
Created: 1 week ago
A
Rafiqul Islam
B
Khaled Mosharraf
C
M. Abu Taher
D
K.M. Shafiullah
মুক্তিযুদ্ধের সেক্টরসমূহ ও সেক্টর কমান্ডার
১ নং সেক্টর
-
এলাকা: চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর জিয়াউর রহমান
-
পরে মেজর রফিকুল ইসলাম
-
২ নং সেক্টর
-
এলাকা: ঢাকা, কুমিল্লা, ফরিদপুর, নোয়াখালী
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর খালেদ মোশাররফ
-
পরে মেজর এ.টি.এম হায়দার
-
৩ নং সেক্টর
-
এলাকা: বৃহত্তর সিলেট
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর কে.এম শফিউল্লাহ
-
পরে মেজর এ.এন.এম নূরুজ্জামান
-
৪ নং সেক্টর
-
এলাকা: ময়মনসিংহের কিছু অংশ, চট্টগ্রাম দক্ষিণ
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর চিত্তরঞ্জন দত্ত (সি.আর. দত্ত)
-
পরে ক্যাপ্টেন এ. রব
-
৫ নং সেক্টর
-
এলাকা: রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী
-
সেক্টর কমান্ডার: মেজর মীর শওকত আলী
৬ নং সেক্টর
-
এলাকা: বৃহত্তর কুষ্টিয়া ও যশোর
-
সেক্টর কমান্ডার: উইং কমান্ডার এম খাদেমুল বাশার
৭ নং সেক্টর
-
এলাকা: ময়মনসিংহের কিছু অংশ, টাঙ্গাইল
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর নাজমুল হক
-
পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান
-
৮ নং সেক্টর
-
এলাকা: কুষ্টিয়া, যশোর, খুলনা
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর আবু ওসমান চৌধুরী
-
পরে মেজর এম.এ মঞ্জুর
-
৯ নং সেক্টর
-
এলাকা: বরিশাল, পটুয়াখালী, খুলনার কিছু অংশ
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর এম.এ জলিল
-
পরে মেজর এম.এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন
-
১০ নং সেক্টর
-
এলাকা: সমুদ্রভিত্তিক অভিযান
-
বৈশিষ্ট্য: নৌ-কমান্ডো বাহিনী নিয়ে গঠিত, স্থায়ী সেক্টর কমান্ডার ছিলেন না।
১১ নং সেক্টর
-
এলাকা: সমগ্র ময়মনসিংহ জেলা (টাঙ্গাইল জেলা ও কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত)
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর এম. আবু তাহের
-
তিনি গুরুতর আহত হলে দায়িত্ব পান স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহ
-
-
হেডকোয়ার্টার: মহেন্দ্রগঞ্জ

0
Updated: 1 week ago
Which bank has published the first independent IFRS report in Bangladesh?
Created: 1 week ago
A
AB Bank PLC
B
IFIC Bank PLC
C
Jamuna Bank PLC
D
BRAC Bank PLC
ব্র্যাক ব্যাংকের আইএফআরএস প্রতিবেদন
-
প্রথম প্রকাশ: ব্র্যাক ব্যাংক, বাংলাদেশে
-
প্রতিবেদনের ধরন: স্বতন্ত্র IFRS ‘S-1’ ও ‘S-2’ রিপোর্ট
-
মানদণ্ড: International Sustainability Standards Board (ISSB) তৈরি জলবায়ু ও টেকসই ঝুঁকি প্রকাশের বৈশ্বিক ফ্রেমওয়ার্ক
-
বিষয়বস্তু:
-
টেকসই ও জলবায়ু-সম্পর্কিত ঝুঁকি এবং সুযোগের এক্সপোজার শনাক্ত, পরিচালনা ও প্রকাশ
-
-
বিশেষত্ব: ব্র্যাক ব্যাংক প্রথম ইনডিপেনডেন্ট রিপোর্ট প্রকাশের মাধ্যমে বাংলাদেশে একমাত্র ব্যাংক যা নতুন IFRS S-1 ও S-2 স্ট্যান্ডার্ড গ্রহণ করেছে
-
প্রবর্তনের বছর: ২০২৩
-
উল্লেখ্য: IFRS S-1 ও S-2 স্ট্যান্ডার্ডস সাসটেইনেবিলিটি ও জলবায়ু-সম্পর্কিত আর্থিক তথ্য প্রকাশে সমন্বিত ও বিনিয়োগকারীকেন্দ্রিক কাঠামো প্রদান করে

0
Updated: 1 week ago
Which is the easternmost district of Bangladesh?
Created: 1 week ago
A
Bandarban
B
Rangamati
C
Khagrachari
D
Feni
সর্ব উত্তর:
- বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী স্থান বাংলাবান্ধা।
- বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া।
- বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়।
সর্ব পূর্ব:
- বাংলাদেশের সর্ব পূর্বের স্থান আখাইনঠং।
- বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা থানচি।
- দেশের সর্ব পূর্বের জেলা বান্দরবান।
সর্ব পশ্চিম:
- বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান মনকশা।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা শিবগঞ্জ।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ।
সর্ব দক্ষিণ:
- বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান ছেড়াদ্বীপ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার

0
Updated: 1 week ago