'Subarnachar Island' is located in -
A
Noakhali
B
Rajshahi
C
Bhola
D
Laxmipur
উত্তরের বিবরণ
মুকড়ি, চর নিউটন, চর নিজাম প্রভৃতি।
-
নোয়াখালী জেলা: ভাসান চর, সুবর্ণ চর, চর শ্রীজনী, চর শাহাবানী প্রভৃতি।
-
ফেনী জেলা: মুহুরীর চর।
-
রাজশাহী জেলা: নির্মল চর।
-
সুন্দরবন অঞ্চল: দুবলার চর, পাটনি চর।

0
Updated: 1 month ago
পুলিশী সাহায্য পাওয়ার শর্টকোড কোনটি?
Created: 5 months ago
A
১০৬
B
৩৩৩
C
৯৯৯
D
১২১
বাংলাদেশের বিভিন্ন জাতীয় জরুরি সেবা নম্বরঃ ৯৯৯। জাতীয় তথ্যবাতায়ন কল সেবাঃ ৩৩৩। দুদকঃ ১০৬। নারী ও শিশুঃ ১০৯।
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 5 months ago
বৈশ্বিক উদ্ভাবনী সূচক, ২০২৫-এ বাংলাদেশের অবস্থান কততম? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 2 weeks ago
A
৯৮তম
B
১০০তম
C
১০৩তম
D
১০৬তম
বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৫ অনুযায়ী, দেশের উদ্ভাবন ক্ষমতা নিরূপণে সাতটি মূল সূচক ব্যবহার করা হয়, যা প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি, এবং সৃজনশীলতা। ১৬ সেপ্টেম্বর ২০২৫ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন (WIPO) এই সূচক প্রকাশ করে।
-
শীর্ষ দেশ: সুইজারল্যান্ড, ১০০-এর মধ্যে ৬৬ পয়েন্ট।
-
দ্বিতীয় ও তৃতীয় স্থান: সুইডেন এবং যুক্তরাষ্ট্র।
-
বাংলাদেশের অবস্থান: ১৩৯টি দেশের মধ্যে ১০৬তম।
-
বাংলাদেশের আঞ্চলিক ও আয় ভিত্তিক অবস্থান: ২১ পয়েন্ট নিয়ে নিম্ন-মধ্যম আয়ের ৩৭ দেশের মধ্যে ১৯তম এবং মধ্য ও দক্ষিণ এশিয়ার ১০ দেশের মধ্যে অষ্টম।

0
Updated: 2 weeks ago
Where was the first “July Martyrs’ Memorial” in Bangladesh unveiled?
Created: 1 month ago
A
Dhaka
B
Narayanganj
C
Mymensingh
D
Khulna
জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ
-
অবস্থান: হাজীগঞ্জ, সদর উপজেলা, নারায়ণগঞ্জ।
-
উদ্বোধন: ১৩ জুলাই ২০২৫।
-
উদ্বোধক: অন্তবর্তী সরকারের পাঁচ উপদেষ্টা।
-
নির্মাণ: সরকারি উদ্যোগে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহায়তায়।
-
বৈশিষ্ট্য: দেশের প্রথম “জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ”।
-
শহিদ সংখ্যা: ফলকে ২১ জন শহিদের নাম লিপিবদ্ধ।

0
Updated: 1 month ago