Where was the first “July Martyrs’ Memorial” in Bangladesh unveiled?
A
Dhaka
B
Narayanganj
C
Mymensingh
D
Khulna
উত্তরের বিবরণ
জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ
-
অবস্থান: হাজীগঞ্জ, সদর উপজেলা, নারায়ণগঞ্জ।
-
উদ্বোধন: ১৩ জুলাই ২০২৫।
-
উদ্বোধক: অন্তবর্তী সরকারের পাঁচ উপদেষ্টা।
-
নির্মাণ: সরকারি উদ্যোগে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহায়তায়।
-
বৈশিষ্ট্য: দেশের প্রথম “জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ”।
-
শহিদ সংখ্যা: ফলকে ২১ জন শহিদের নাম লিপিবদ্ধ।

0
Updated: 1 month ago
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কে ছিলেন?
Created: 3 months ago
A
মেজর জেনারেল জিয়াউর রহমান
B
মেজর জেনারেল মঞ্জুর
C
মেজর জেনারেল কে এম শফিউল্লাহ
D
মেজর জেনারেল এইচ এম এরশাদ
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন মেজর জেনারেল কে এম শফিউল্লাহ।
মেজর জেনারেল কে. এম. শফিউল্লাহ:
- কাজী মোহাম্মদ শফিউল্লাহ বীর উত্তম যিনি কে এম শফিউল্লাহ নামেও পরিচিত।
- তার জন্ম ২ সেপ্টেম্বর ১৯৩৪ তারিখে।
- তিনি একজন অবসরপ্রাপ্ত বাংলাদেশী জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন সেনাপ্রধান এবং সাবেক সংসদ সদস্য।
উল্লেখ্য,
- দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড হিসাবে, তার ব্যাটালিয়ন সহ, তিনি ছিলেন প্রথম বাঙালি অফিসার যিনি ১৯ মার্চ ১৯৭১ সালে বিদ্রোহ করেন এবং ৫৭ বিডিই কমান্ডার-ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন।
- তিনি সিলেটের তেলিয়াপাড়ায় সদর দপ্তর ৩ সেক্টরের সেক্টর কমান্ডার হন।
- তিনি সরাসরি সক্রিয় যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং অন্তত দুটি এই ধরনের যুদ্ধে নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা পান।
- সেপ্টেম্বরের শেষের দিকে তিনি তিনজন ব্রিগেড কমান্ডারের একজন নিযুক্ত হন।
- তিনি স্বাধীনতা যুদ্ধের সময় 'এস-ফোর্স'-এর কমান্ডার ছিলেন।
- শফিউল্লাহ ১৯৭২ সালের এপ্রিল মাসে সেনাপ্রধান হন।
- ১৫ আগস্ট ১৯৭৫ সালের বাংলাদেশ অভ্যুত্থানের পর, রাষ্ট্রপতি খোন্দকার মোশতাক আহমদ তার স্থলাভিষিক্ত হন মেজর জেনারেল জিয়াউর রহমান।
⇒ ১৫ আগস্ট ১৯৭৫:
- ১৫ আগস্ট ১৯৭৫ সালে বাংলাদেশের অভ্যুত্থান হলো মধ্য সারির সশস্ত্র অফিসারদের দ্বারা সংগঠিত একটি সামরিক অভ্যুত্থান।
- খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে একটি পাকিস্তানপন্থি সরকার দিয়ে শেখ মুজিবুর রহমানের সরকারকে অপসারণের পরিকল্পনা করেছিলেন কর্মকর্তারা।
- শেখ মুজিব এবং তার পরিবারের বেশিরভাগ সদস্য এ অভ্যুত্থানে নিহত হন।
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 3 months ago
What is 'Tiger Lightning 2025'?
Created: 1 month ago
A
Air force exercise of Bangladesh
B
Joint military exercise between Bangladesh and the United States
C
Bilateral maritime exercise between Bangladesh and India
D
Naval exercise of the Bangladesh Navy
Exercise Tiger Lightning 2025
-
ধরণ: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া।
-
স্থান: সিলেটের জালালাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড সদর দপ্তরে।
-
তত্ত্বাবধান:
-
বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড
-
যুক্তরাষ্ট্র আর্মি প্যাসিফিক কমান্ড এর নেভাডা ন্যাশনাল গার্ড
-
-
অংশগ্রহণকারী সদস্য:
-
বাংলাদেশ সেনাবাহিনী → ১০০ জন (প্যারা কমান্ডো ব্রিগেড)
-
যুক্তরাষ্ট্র নেভাডা ন্যাশনাল গার্ড → ৬৬ জন
-
-
সময়কাল: ২৫ জুলাই – ৩০ জুলাই, ২০২৫ (মোট ৬ দিন)
-
লক্ষ্য ও উদ্দেশ্য:
-
বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি
-
যৌথ আভিযানিক সক্ষমতা ও কৌশলগত সমন্বয় উন্নয়ন
-
প্রস্তুতি জোরদার করা
-

0
Updated: 1 month ago
'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' হিসেবে পালিত হয় কবে?
Created: 1 month ago
A
১৬ জুলাই
B
৩১ জুলাই
C
৫ আগস্ট
D
৮ আগস্ট
জুলাই গণ-অভ্যুত্থান দিবস:
- ৫ আগস্ট 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' হিসেবে পালিত হয়।
- বর্তমান অন্তর্বর্তী সরকার ৫ আগস্টকে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' ও ১৬ই জুলাইকে 'জুলাই শহীদ দিবস' হিসেবে ঘোষণা করেছে।
- ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
- গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে 'জুলাই শহীদ দিবস' ঘোষণা করা হয়েছে।
- ২৫ জুন, ২০২৫ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
উল্লেখ্য:
- ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস 'ক' শ্রেণিভুক্ত করা হয়েছে।
- ১৬ই জুলাইকে 'জুলাই শহীদ দিবস' 'খ' শ্রেণিভুক্ত করা হয়েছে

0
Updated: 1 month ago