Who was the Sector Commander of Sector No. 11 during the Liberation War?
A
Rafiqul Islam
B
Khaled Mosharraf
C
M. Abu Taher
D
K.M. Shafiullah
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধের সেক্টরসমূহ ও সেক্টর কমান্ডার
১ নং সেক্টর
-
এলাকা: চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর জিয়াউর রহমান
-
পরে মেজর রফিকুল ইসলাম
-
২ নং সেক্টর
-
এলাকা: ঢাকা, কুমিল্লা, ফরিদপুর, নোয়াখালী
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর খালেদ মোশাররফ
-
পরে মেজর এ.টি.এম হায়দার
-
৩ নং সেক্টর
-
এলাকা: বৃহত্তর সিলেট
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর কে.এম শফিউল্লাহ
-
পরে মেজর এ.এন.এম নূরুজ্জামান
-
৪ নং সেক্টর
-
এলাকা: ময়মনসিংহের কিছু অংশ, চট্টগ্রাম দক্ষিণ
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর চিত্তরঞ্জন দত্ত (সি.আর. দত্ত)
-
পরে ক্যাপ্টেন এ. রব
-
৫ নং সেক্টর
-
এলাকা: রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী
-
সেক্টর কমান্ডার: মেজর মীর শওকত আলী
৬ নং সেক্টর
-
এলাকা: বৃহত্তর কুষ্টিয়া ও যশোর
-
সেক্টর কমান্ডার: উইং কমান্ডার এম খাদেমুল বাশার
৭ নং সেক্টর
-
এলাকা: ময়মনসিংহের কিছু অংশ, টাঙ্গাইল
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর নাজমুল হক
-
পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান
-
৮ নং সেক্টর
-
এলাকা: কুষ্টিয়া, যশোর, খুলনা
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর আবু ওসমান চৌধুরী
-
পরে মেজর এম.এ মঞ্জুর
-
৯ নং সেক্টর
-
এলাকা: বরিশাল, পটুয়াখালী, খুলনার কিছু অংশ
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর এম.এ জলিল
-
পরে মেজর এম.এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন
-
১০ নং সেক্টর
-
এলাকা: সমুদ্রভিত্তিক অভিযান
-
বৈশিষ্ট্য: নৌ-কমান্ডো বাহিনী নিয়ে গঠিত, স্থায়ী সেক্টর কমান্ডার ছিলেন না।
১১ নং সেক্টর
-
এলাকা: সমগ্র ময়মনসিংহ জেলা (টাঙ্গাইল জেলা ও কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত)
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর এম. আবু তাহের
-
তিনি গুরুতর আহত হলে দায়িত্ব পান স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহ
-
-
হেডকোয়ার্টার: মহেন্দ্রগঞ্জ

0
Updated: 1 month ago
ভালো-মন্দ কোন ধরনের মূল্যবোধ?
Created: 1 month ago
A
সামাজিক
B
রাজনৈতিক
C
অর্থনৈতিক
D
নৈতিক
মূল্যবোধ (Values) সংক্ষেপ:
-
সংজ্ঞা:
মূল্যবোধ হলো মানুষের কর্মকান্ডের ভালো-মন্দ বিচার করার ভিত্তি। এটি মানুষের আচার-ব্যবহার, চিন্তাভাবনা ও চাল-চলন নিয়ন্ত্রণের মাপকাঠি হিসেবে কাজ করে। মূল্যবোধ একজন মানুষের নৈতিকতা, বিবেক, সামাজিক সংস্কৃতি ও সামাজিকীকরণের প্রক্রিয়ার মাধ্যমে গড়ে ওঠে।
মূল্যবোধের বৈশিষ্ট্য:
-
নৈতিক প্রাধান্য:
-
মূল্যবোধ নৈতিকতার উপর নির্ভরশীল। নীতি-নৈতিকতা ছাড়া সাধারণত মূল্যবোধসম্পন্ন হওয়া সম্ভব নয়।
-
-
নির্দিষ্টতা:
-
কিছু মূল্যবোধ ব্যক্তিগত হতে পারে, যেমন মায়ের প্রতি সম্মান। আবার সাধারণ মূল্যবোধও হতে পারে, যেমন প্রতিবেশীকে ভালোবাসা।
-
-
বিভিন্নতা:
-
সংস্কৃতি ও সমাজ অনুযায়ী মূল্যবোধের ধরণ ভিন্ন হতে পারে। উদাহরণ: খাদ্যাভ্যাস, পোশাক ইত্যাদি।
-
-
আপেক্ষিকতা:
-
মূল্যবোধ স্থান, কাল ও পরিস্থিতি অনুসারে ভিন্ন হতে পারে।
-
-
সামাজিক মানদন্ড:
-
একটি সমাজের পরিবেশ, সংস্কৃতি ও চিন্তাভাবনার মান নির্ধারণ করতে মূল্যবোধ ব্যবহৃত হয়।
-
-
পরিবর্তনশীলতা:
-
অভ্যাস ও চর্চার মাধ্যমে মূল্যবোধ পরিবর্তিত হতে পারে। উদাহরণ: দীর্ঘদিন বিদেশে বসবাস করলে ব্যক্তির মূল্যবোধে পরিবর্তন দেখা যায়।
-
-
সম্পর্কের সেতু:
-
একই মূল্যবোধের মানুষ একে অপরের সঙ্গে সহজেই আত্মিক সম্পর্ক গড়ে তুলতে পারে। উদাহরণ: বিদেশে বাংলাদেশিদের মধ্যে সহজে সখ্যতা গড়ে ওঠা।
-
উপসংহার:
মূল্যবোধ হলো ভালো-মন্দ বিচার করার নৈতিক ভিত্তি। এটি ব্যক্তিগত, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে গড়ে ওঠে এবং মানুষের আচরণ ও চিন্তাকে পরিচালিত করে।

0
Updated: 1 month ago
পুলিশী সাহায্য পাওয়ার শর্টকোড কোনটি?
Created: 5 months ago
A
১০৬
B
৩৩৩
C
৯৯৯
D
১২১
বাংলাদেশের বিভিন্ন জাতীয় জরুরি সেবা নম্বরঃ ৯৯৯। জাতীয় তথ্যবাতায়ন কল সেবাঃ ৩৩৩। দুদকঃ ১০৬। নারী ও শিশুঃ ১০৯।
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 5 months ago
দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার?
Created: 5 months ago
A
২.৪৫
B
৩.৩২
C
৩.৪০
D
৩.৪৩
কর্ণফুলী নদীর তলদেশে অবস্থিত, দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য ৩.৩২ (২.০৬ মাইল) কিলোমিটার। পুরো নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, সংক্ষেপে কর্ণফুলী টানেল। প্রস্থঃ১০.৮ মি। টানেলটি নদীর মধ্যভাগে ১৫০ ফুট গভীরে অবস্থিত। ২৮ অক্টোবর ২০২৩ এটি উদ্বোধন করা হয়।

0
Updated: 5 months ago