A
Professor Abul Kashem
B
Professor ASM Nurul Haque Bhuiyan
C
Kazi Motahar Hossain
D
Abul Mansoor Ahmad
উত্তরের বিবরণ
ভাষা আন্দোলন (প্রথম পর্যায়)
-
তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠা:
-
১৯৪৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাসেম সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
-
-
পুস্তিকা প্রকাশ:
-
১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে একটি পুস্তিকা প্রকাশ করা হয়।
-
পুস্তিকার নাম: “পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু”।
-
-
ভূমিকা:
-
তমদ্দুন মজলিশ ছাত্র-শিক্ষক মহলে বাংলাভাষা বিষয়ে সচেতনতা সৃষ্টি করে।
-
একই বছরের মধ্যেই বহু প্রখ্যাত ও অখ্যাত লেখক বাংলা রাষ্ট্রভাষার প্রতি সমর্থন জানান।
-
-
বঞ্চনা:
-
পাকিস্তানের পাবলিক সার্ভিস কমিশনের বিষয়তালিকা থেকে বাংলা বাদ দেওয়া হয়।
-
নৌ ও অন্যান্য বিভাগের নিয়োগ পরীক্ষায়ও বাংলা বাদ দেওয়া হয়।
-
পাকিস্তানের গণপরিষদের সরকারি ভাষা হিসেবে কেবল ইংরেজি ও উর্দু নির্বাচিত হয়।
-
-
পরিণতি:
-
এসব ঘটনায় বাঙালিরা বিক্ষুব্ধ হয়ে ওঠে, যা পরবর্তীতে ভাষা আন্দোলনের রূপ নেয়।
-

0
Updated: 1 week ago
What is 'Tiger Lightning 2025'?
Created: 1 week ago
A
Air force exercise of Bangladesh
B
Joint military exercise between Bangladesh and the United States
C
Bilateral maritime exercise between Bangladesh and India
D
Naval exercise of the Bangladesh Navy
Exercise Tiger Lightning 2025
-
ধরণ: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া।
-
স্থান: সিলেটের জালালাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড সদর দপ্তরে।
-
তত্ত্বাবধান:
-
বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড
-
যুক্তরাষ্ট্র আর্মি প্যাসিফিক কমান্ড এর নেভাডা ন্যাশনাল গার্ড
-
-
অংশগ্রহণকারী সদস্য:
-
বাংলাদেশ সেনাবাহিনী → ১০০ জন (প্যারা কমান্ডো ব্রিগেড)
-
যুক্তরাষ্ট্র নেভাডা ন্যাশনাল গার্ড → ৬৬ জন
-
-
সময়কাল: ২৫ জুলাই – ৩০ জুলাই, ২০২৫ (মোট ৬ দিন)
-
লক্ষ্য ও উদ্দেশ্য:
-
বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি
-
যৌথ আভিযানিক সক্ষমতা ও কৌশলগত সমন্বয় উন্নয়ন
-
প্রস্তুতি জোরদার করা
-

0
Updated: 1 week ago
পুলিশী সাহায্য পাওয়ার শর্টকোড কোনটি?
Created: 3 months ago
A
১০৬
B
৩৩৩
C
৯৯৯
D
১২১
বাংলাদেশের বিভিন্ন জাতীয় জরুরি সেবা নম্বরঃ ৯৯৯। জাতীয় তথ্যবাতায়ন কল সেবাঃ ৩৩৩। দুদকঃ ১০৬। নারী ও শিশুঃ ১০৯।
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 3 months ago
Where was the first “July Martyrs’ Memorial” in Bangladesh unveiled?
Created: 1 week ago
A
Dhaka
B
Narayanganj
C
Mymensingh
D
Khulna
জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ
-
অবস্থান: হাজীগঞ্জ, সদর উপজেলা, নারায়ণগঞ্জ।
-
উদ্বোধন: ১৩ জুলাই ২০২৫।
-
উদ্বোধক: অন্তবর্তী সরকারের পাঁচ উপদেষ্টা।
-
নির্মাণ: সরকারি উদ্যোগে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহায়তায়।
-
বৈশিষ্ট্য: দেশের প্রথম “জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ”।
-
শহিদ সংখ্যা: ফলকে ২১ জন শহিদের নাম লিপিবদ্ধ।

0
Updated: 1 week ago