Who is the greatest modern English dramatist?
A
Virginia Woolf
B
George Bernard Shaw
C
P. B. Shelley
D
S. T. Coleridge
উত্তরের বিবরণ
• G. B. Shaw (1856-1950):
- তার পুরো নাম George Bernard Shaw.
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক
- He is considered to be the greatest modern English dramatist.
-তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।
• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Major Barbara (Social satire),
- Mrs. Warren's Profession;(play),
- Arms and the Man (Romantic comedy),
- Heartbreak House;
- Caesar and Cleopatra; (play/tragedy),
- Man and Superman; (Comedy play),
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue),
- St. Joan of Arc etc.
• অন্যদিকে,
- P. B. Shelley এবং S. T. Coleridge হচ্ছেন Romantic Period এর বিখ্যাত কবি।
- Virginia Woolf modern period এর একজন সুপরিচিত novelist.
Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman; Encyclopedia Britannica
0
Updated: 5 months ago
Who is not a romantic poet?
Created: 3 months ago
A
P. B. Shelley
B
S. T. Coleridge
C
John Keats
D
T. S. Eliot
Of the following - T. S. Eliot is not a Romantic poet.
- তিনি English Modern Period এর একজন সাহিত্যিক।
• অন্যদিকে,
- P. B. Shelley, S. T. Coleridge এবং John Keats - এই তিনজনই Romantic Period এর স্বনামধন্য সাহিত্যিক।
• T. S. Eliot (Thomas Stearns Eliot)
- He was born in September 26, 1888, St. Louis, Missouri, U.S.
- ১৯৬৫ সালের ৪ জানুয়ারি তিনি লন্ডনে মারা যান।
- Eliot কে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিবেচেনা করা হয়।
- তিনি একাধারে American-English poet, playwright, literary critic এবং editor.
- He is a leader of the Modernist movement in poetry in such works as The Waste Land and Four Quartets.
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize পান।
• Best works:
• Poems
- The Waste Land (1922),
- Four Quartets,
- The Hollow Men,
- The Love Song of J. Alfred Prufrock,
- Ash Wednesday (Poem), etc.
• His well known plays:
- The Confidential Clerk,
- Murder in the Cathedral,
- The Cocktail Party,
- The Elder Statesman,
- The Trail of a Judge etc.
Source: Britannica.
0
Updated: 3 months ago
The novel 'We Do Not Part' is written by-
Created: 1 month ago
A
Jon Fosse
B
Han Kang
C
Kazuo Ishiguro
D
J.K. Rowling
“We Do Not Part” একটি সাম্প্রতিক উপন্যাস, যা দক্ষিণ কোরিয়ার নোবেলজয়ী লেখিকা হান কাং রচনা করেছেন। এটি ১৯৪৮ সালের জেজু বিদ্রোহের পটভূমিতে রচিত একটি ঐতিহাসিক কথাসাহিত্য, যেখানে হাজার হাজার সাধারণ মানুষ রাজনৈতিক দমন-পীড়নের শিকার হয়। উপন্যাসটি মূলত ট্র্যাজেডি, স্মৃতি, ভালোবাসা এবং মানবিক ভঙ্গুরতার গল্প, যা ব্যক্তিগত শোককে জাতীয় ইতিহাসের সঙ্গে মিলিয়ে উপস্থাপন করেছে।
-
উপন্যাসের নাম: We Do Not Part
-
মূলত দক্ষিণ কোরীয় ভাষায় Jakbyeolhaji Anneunda নামে ২০২১ সালে প্রকাশিত।
-
ইংরেজিতে প্রকাশিত হয়েছে ২০২৫ সালে We Do Not Part নামে।
-
ধরণ: ঐতিহাসিক কথাসাহিত্য (historical fiction)
-
পটভূমি: ১৯৪৮ সালের জেজু বিদ্রোহ (Jeju Uprising)
-
বিষয়: ট্র্যাজেডি, স্মৃতি, ভালোবাসা এবং মানবিক ভঙ্গুরতা
-
-
লেখক: Han Kang (১৯৭০-)
-
জন্ম: ১৯৭০, গওাংজু, দক্ষিণ কোরিয়া
-
প্রথম দক্ষিণ কোরীয় এবং ১৮তম নারী হিসেবে সাহিত্যে নোবেলজয়ী
-
পরিচিত: পরীক্ষামূলক উপন্যাস রচনা এবং মানবজাতির সহিংসতার প্রবণতা নিয়ে লেখার জন্য
-
-
প্রধান রচনা:
-
Greek Lessons
-
Human Acts
-
The Vegetarian
-
The White Book
-
We Do Not Part
-
0
Updated: 1 month ago
Who is the author of 'A Farewell to Arms'?
Created: 5 months ago
A
T. S. Eliot
B
John Milton
C
Plato
D
Emest Hemingway
A Farewell to Arms – উপন্যাস পরিচিতি
-
লেখক: Ernest Hemingway
-
প্রকাশকাল: ১৯২৯
-
এটি লেখকের তৃতীয় উপন্যাস এবং তার জীবনের অভিজ্ঞতা-নির্ভর একটি আত্মজৈবনিক উপন্যাস।
-
উপন্যাসটির পটভূমি: প্রথম বিশ্বযুদ্ধের ইতালিয়ান ফ্রন্টে ভিত্তি করে লেখা হয়েছে।
-
মূল চরিত্র: Lieutenant Frederic Henry, একজন আমেরিকান যিনি ইতালীয় সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স কর্পসে কর্মরত।
উপন্যাসের শিরোনাম:
-
“A Farewell to Arms” – এখানে "arms" শব্দটি দ্ব্যর্থবোধক; এটি অস্ত্র (war) এবং প্রেমিকার বাহু বা ভালোবাসা (love) – উভয়কেই বোঝায়।
-
শিরোনামটি ১৬শ শতাব্দীর ইংরেজ নাট্যকার George Peele-এর একটি কবিতা থেকে নেওয়া হয়েছে।
প্রধান চরিত্রসমূহ:
-
Lieutenant Frederic Henry (প্রধান চরিত্র)
-
Catherine Barkley (নারী চরিত্র)
-
Lieutenant Rinaldi (Frederic-এর বন্ধু)
-
Helen Ferguson (Catherine-এর বন্ধু)
📝 বিখ্যাত উক্তি:
-
“All thinking men are atheists.” – এটি উপন্যাসের একটি গভীর দার্শনিক উক্তি।
লেখক পরিচিতি – Ernest Hemingway (1899–1961):
-
পূর্ণ নাম: Ernest Miller Hemingway
-
পেশা: আমেরিকান ঔপন্যাসিক ও ছোটগল্প লেখক
-
লেখালেখির বৈশিষ্ট্য: সংক্ষিপ্ত, সহজ ও প্রাঞ্জল গদ্যরীতির জন্য বিখ্যাত।
-
তার লেখনী ২০শ শতকের ইংরেজি সাহিত্যে ব্যাপক প্রভাব ফেলেছে।
-
১৯৫৪ সালে The Old Man and the Sea উপন্যাসের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
তাঁর বিখ্যাত উপন্যাসসমূহ:
-
The Old Man and the Sea
-
A Farewell to Arms
-
The Sun Also Rises (প্রথম উপন্যাস, যা তাঁকে প্রতিষ্ঠিত করে)
-
Green Hills of Africa
তথ্যসূত্র: Britannica.com এবং Live MCQ Lecture
0
Updated: 5 months ago