A
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
B
সিপাহী হামিদুর রহমান
C
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
D
সিপাহী মোস্তফা কামাল
উত্তরের বিবরণ
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
-
মর্যাদা: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা ও অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ “বীরশ্রেষ্ঠ” উপাধি প্রাপ্ত সাতজন বীরের একজন।
-
১৯৭১ সালের ঘটনা:
-
নিয়মিত কাজের আড়ালে তিনি একটি বিমান ছিনতাই করে মুক্তিযুদ্ধে যোগদানের পরিকল্পনা করেন।
-
২০ আগস্ট ১৯৭১ সকাল ১১:১৫ মিনিটে টি-৩৩ প্রশিক্ষণ বিমান (কল সাইন Blue-Bird-166) ছিনতাই করে ভারত অভিমুখে উড্ডয়ন করেন।
-
বিমানে কন্ট্রোলের ধস্তাধস্তির সময় সিন্ধুর বেদিনে বিমান বিধ্বস্ত হয়, এবং উভয়ই শাহাদত বরণ করেন।
-
-
প্রাথমিক সমাধিস্থল: পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা তার লাশ উদ্ধার করে করাচির মাসরুর বিমান ঘাটির ৪র্থ শ্রেণীর কবরস্তানে দাফন করেন।
-
পুনঃসমাহিতকরণ: ২৪ জুন ২০০৬, মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দেহাবশেষ পুনঃসমাহিত করা হয়।
অন্যান্য বীরশ্রেষ্ঠদের সমাধিস্থল
-
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর: চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গণে।
-
সিপাহী হামিদুর রহমান:
-
প্রাথমিক সমাধিস্থল: ভারতের ত্রিপুরা রাজ্যের হাতিমেরছড়া গ্রামের পারিবারিক গোরস্থান।
-
পরে, ১১ ডিসেম্বর ২০০৭, দেহাবশেষ বাংলাদেশে এনে ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে পুনঃদাফন।
-
-
সিপাহী মোস্তফা কামাল: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরুইন গ্রামে।
উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

0
Updated: 1 week ago
১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ”চরমপত্র” পাঠ করতেন কে?
Created: 1 week ago
A
সিকান্দার আবু জাফর
B
মাহবুবুল আলম
C
এম. আর. আখতার মুকুল
D
গাজী মাজহারুল ইসলাম
সাধারণ জ্ঞান
১৯৭১ সালে মার্চের ঘটনাপ্রবাহ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
মুক্তিযুদ্ধের রণকৌশল
No subjects available.
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
-
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই প্রবাসী সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বেতার সম্প্রচার কেন্দ্র।
-
এর প্রাথমিক যাত্রা শুরু হয় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। এই কেন্দ্র থেকেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়।
-
১৯৭১-এর ৩০ মার্চ, পাকিস্তান বিমান বাহিনী কালুরঘাট বেতার কেন্দ্র লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণ চালায়, ফলে এটি অচল হয়ে যায়।
-
২৫ মে কেন্দ্রটি কলকাতায় স্থানান্তরিত করা হয় এবং একই দিনে সেখানে কার্যক্রম শুরু হয়।
-
স্বাধীন বাংলা বেতারের অত্যন্ত জনপ্রিয় দুটি অনুষ্ঠান ছিল:
-
চরমপত্র – পরিকল্পনা করেন আবদুল মান্নান; উপস্থাপক ছিলেন এম.আর. আখতার মুকুল।
-
জল্লাদের দরবার – জেনারেল ইয়াহিয়া খানের অমানবিক চরিত্র ও পাশবিক আচরণকে তুলে ধরা হতো।
-
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
বীরশ্রেষ্ঠদের মধ্যে নৌবাহিনী সদস্য ছিলেন কে?
Created: 1 week ago
A
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান
B
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর
C
বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন
D
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল
বীরশ্রেষ্ঠ ও তাদের কর্মস্থল
বীরশ্রেষ্ঠ | কর্মস্থল |
---|---|
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর | সেনাবাহিনী |
সিপাহী মোস্তফা কামাল | সেনাবাহিনী |
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান | বিমান বাহিনী |
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ | সাবেক ই. পি. আর. |
ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ | সাবেক ই. পি. আর. |
সিপাহী হামিদুর রহমান | সেনাবাহিনী |
ইঞ্জিনরুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন | নৌবাহিনী |
উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট

0
Updated: 1 week ago
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরকে কোথায় সমাহিত করা হয়?
Created: 1 week ago
A
মৌলভীবাজার
B
চাঁপাইনবাবগঞ্জ
C
যশোর
D
ব্রাহ্মণবাড়িয়া
সাধারণ জ্ঞান
১৯৭১ সালের ডিসেম্বর মাসের ঘটনাবলি
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
No subjects available.
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
-
জন্ম: ১৯৪৯, বরিশাল জেলা
-
সেনা: মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত
-
সেক্টর: ৭ নং সেক্টর
-
শহীদ: ১৪ ডিসেম্বর, ১৯৭১, বিজয়ের মাত্র দুই দিন আগে; বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ
-
সমাধি: চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনমসজিদ প্রাঙ্গণ
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago