A
মাইক্রোস্কোপ
B
টেলিস্কোপ
C
পেরিমিটার
D
পেরিস্কোপ
উত্তরের বিবরণ
পেরিস্কোপ (Periscope)
-
সংজ্ঞা: পেরিস্কোপ হলো কোনো লুক্কায়িত বা অবরুদ্ধ স্থান থেকে পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত যন্ত্র।
-
গঠন: সরলতম আকারে একটি নল, যার দুই প্রান্তে ৪৫ ডিগ্রী কোণে সমান্তরালভাবে স্থাপিত দর্পণ থাকে।
-
কার্যনীতি: আলোর প্রতিফলন এবং ব্যতিচার নীতির উপর কাজ করে।
-
প্রাথমিক ব্যবহার:
-
প্রথম বিশ্বযুদ্ধের সময় পর্যবেক্ষণের উদ্দেশ্যে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত।
-
বিশেষত সাবমেরিন বা ডুবজাহাজে বাইরে দৃশ্য দেখার জন্য।
-
-
প্রধান উদ্ভাবক: মারি-ডেভি (Marie-Davy) তার নৌ-পেরিস্কোপ উদ্ভাবন করেন।
-
ব্যবহার:
-
নাবিক বা ব্যবহারকারী সাবমেরিন বা অন্যান্য যানবাহনের উপরিভাগ দেখতে পারে।
-
গবেষণা, অভিযান ও অনুসন্ধানেও ব্যাপকভাবে ব্যবহৃত।
-
উৎস:
i) Britannica
ii) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ওয়েবসাইট

0
Updated: 1 week ago