Choose the correct sentence-
A
Let he and you be witnesses
B
Let you and him be witnesses
C
Let you and he be witnesses
D
Let you and he be witness
উত্তরের বিবরণ
১. যদি কোনো বাক্যে একাধিক Pronoun থাকে, তাহলে সাধারণত এগুলো Second Person → Third Person → First Person (সংক্ষেপে '231' নিয়মে) সাজানো হয়। যেমন:
You, he and I are responsible.
এক্ষেত্রে verb সর্বদা plural হয়।
২. তবে, যখন অপরাধ বা দোষ স্বীকার করার বিষয় থাকে, তখন pronoun-এর ক্রম হয় First Person → Second Person → Third Person (যেমন '123' বা '132')। যেমন:
I, you and he committed the crime.
৩. Let-এর পর সবসময় Objective Pronoun ব্যবহৃত হয়।
উদাহরণ: Let you and him be witnesses.
এখানে you এবং him — উভয়ই Objective Pronoun।
অন্যদিকে, you and he হলো এর Subjective form, যা Let-এর পরে ব্যবহারযোগ্য নয়।

0
Updated: 3 months ago
Choose the appropriate meaning of the idiom 'swan song.'
Created: 2 months ago
A
First work
B
Last work
C
Middle work
D
Early work
• Swan Song অর্থ হচ্ছে - last work.
• Swan song:
English Meaning: the final performance or activity of a person's career / last work.
Bangla Meaning: শেষ কর্ম / রচনা।
Ex. Sentence: ‘The Tempest' is known as Shakespeare's Swan song.
Bangla Meaning: ‘দ্যা টেম্পেস্ট’ কে শেক্সপিয়ারের শেষ কীর্তি/রচনা বলা হয়।
Source: Live MCQ Lecture.

0
Updated: 2 months ago
Choose the correct sentence.
Created: 4 months ago
A
I asked Javed had he passed.
B
I asked Javed if he had passed.
C
I asked Javed if you had passed.
D
I asked Javed that had he passed.
• Correct sentence: I asked Javed if he had passed.
- Interrogative sentence এর direct narration কে indirect narration এ পরিবর্তন করার সময় reported speech এর পূর্বে if বা whether বসে।
ক) I asked Javed had he passed.
- বাক্যটি ভুল।
- Because it lacks the conjunction "if" or "whether" to introduce the reported question. In English, when forming reported questions, the word order changes, and the subject follows the verb, but in this case, "had he passed" is in the wrong order.
খ) I asked Javed if he had passed
- বাক্যটি সঠিক।
- The conjunction "if" introduces the reported question, and the word order follows the correct structure for reported speech: subject + auxiliary verb + subject + main verb.
গ) I asked Javed if you had passed
- বাক্যটি ভুল।
- কারণ এখানে "he" এর জায়গায় "you" এর ব্যবহার হয়েছে।
- বাক্যের subject এর সাথে pronoun এর মিল থাকতে হবে যা হলো "Javed."
ঘ) I asked Javed that had he passed
- বাক্যটি ভুল।
- Because it uses "that" instead of "if" to introduce the reported question. In reported speech, we typically use "if" or "whether" to introduce a reported question, not "that."

0
Updated: 4 months ago
Which sentence is correct?
Created: 1 month ago
A
This is an unique case
B
This is a unique case
C
This is a very unique case
D
This is the most unique case
• Article:
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
• Article এর নিয়মানুযায়ী,
- সাধারণত noun - এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে।
- যেমন - He is an MA.
- কিন্তু noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় ( যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে।
• Unique শব্দে U মূলত you এর মত উচ্চারিত হয়, তাই এর পূর্বে a বসবে।
Correct sentence: This is a unique case.
সেই হিসেবে উল্লিখিত অন্য অপশন গুলো ভুল।

0
Updated: 1 month ago