A
Ctrl + B
B
Ctrl + C
C
Ctrl + X
D
Ctrl + Y
উত্তরের বিবরণ
MS PowerPoint – গুরুত্বপূর্ণ Shortcut Keys
-
Ctrl + A → সব কিছু সিলেক্ট করা (Select All)
-
Ctrl + B → নির্বাচিত টেক্সট Bold করা
-
Ctrl + C → কপি করা (Copy)
-
Ctrl + D → নির্বাচিত স্লাইড ডুপ্লিকেট করা (Font Dialog নয়, PowerPoint-এ মূল কাজ Duplicate Slide)
-
Ctrl + E → টেক্সট Center alignment করা
-
Ctrl + F → শব্দ/টেক্সট খোঁজা (Find)
-
Ctrl + G → নির্দিষ্ট স্লাইডে যাওয়া (Go To)
-
Ctrl + H → Replace ডায়ালগ বক্স খোলা
-
Ctrl + I → Italic (টেক্সট বাঁকা করা)
-
Ctrl + J → টেক্সট Justify alignment করা
-
Ctrl + K → Hyperlink তৈরি করা
-
Ctrl + L → টেক্সট Left alignment করা
-
Ctrl + M → নতুন স্লাইড ইনসার্ট করা
-
Ctrl + N → নতুন Presentation খোলা
-
Ctrl + O → পুরোনো ফাইল খোলা (Open)
-
Ctrl + P → প্রিন্ট করা (Print)
-
Ctrl + Q → প্যারাগ্রাফ ফরম্যাট মুছে ফেলা (Remove Paragraph Formatting)
-
Ctrl + R → টেক্সট Right alignment করা
-
Ctrl + S → Save করা (পুরোনো বা নতুন ফাইল)
-
Ctrl + T → হ্যাংগিং ইনডেন্ট তৈরি করা (Hanging Indent)
-
Ctrl + U → টেক্সট আন্ডারলাইন করা
-
Ctrl + V → Paste করা
-
Ctrl + W → ফাইল বন্ধ করা (Close)
-
Ctrl + X → Cut করা
-
Ctrl + Y → Redo (শেষ কাজ পুনরায় করা)
-
Ctrl + Z → Undo (পূর্বাবস্থায় ফিরিয়ে আনা)
উৎস: Microsoft Support

0
Updated: 1 week ago
প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় সংরক্ষিত থাকে?
Created: 3 months ago
A
হার্ডডিস্ক
B
RAM
C
ক্লিপবোর্ড
D
RO
কোন ফাইলের কোন নির্দিষ্ট অংশ কাট বা কপি করলে তা অস্থায়ীভাবে ক্লিপবোর্ডে সংরক্ষিত থাকে। উল্লেখ্য, RAM কম্পিউটারের অস্থায়ী মেমোরি এবং ROM স্থায়ী মেমোরি।

0
Updated: 3 months ago
"কম্পিউটার" শব্দের অর্থ কী?
Created: 3 months ago
A
হিসাবকারী যন্ত্র
B
গণনাকারী যন্ত্র
C
পরীক্ষার যন্ত্র
D
বিমান চালানোর যন্ত্র
কম্পিউটার (Computer) শব্দটি গ্রিক "কম্পিউট" (compute) শব্দ থেকে এসেছে। Compute শব্দের অর্থ হিসাব বা গণনা করা। আর "কম্পিউটার" শব্দের মূল অর্থ হলো "গণনাকারী যন্ত্র"।

0
Updated: 3 months ago