A
ডেনিস টিটো
B
ইউরি গাগারিন
C
নীল আর্মস্ট্রং
D
বাজ অলড্রিন
উত্তরের বিবরণ
মহাকাশের প্রথম পর্যটক — ডেনিস টিটো
-
বিশ্বের প্রথম মহাকাশ পর্যটক হলেন মার্কিন নাগরিক ডেনিস টিটো।
-
তিনি ২৮ এপ্রিল ২০০১ সালে রাশিয়ার মহাকাশযান Soyuz TM-32–এ চড়ে মহাশূন্যের পথে যাত্রা করেন।
-
এই অভিযানে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) এ গিয়ে প্রায় আট দিন কক্ষপথে অবস্থান করেছিলেন।
-
এ সময় তিনি ISS EP-1 মিশনের ক্রু সদস্য হিসেবে যুক্ত ছিলেন।
-
মহাকাশ ভ্রমণের জন্য তাঁর খরচ হয়েছিল প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলার (২ কোটি ডলার)।
কে পাঠিয়েছিল?
-
প্রথম বেসরকারি নাগরিককে পর্যটক হিসেবে মহাকাশে পাঠানো কোম্পানি হলো Space Adventures, Ltd.।
-
মার্কিন কোম্পানিটি রাশিয়ার ফেডারেল স্পেস এজেন্সির সঙ্গে সহযোগিতায় টিটোকে মহাকাশে পাঠায়।
প্রাসঙ্গিক তথ্য
-
বিশ্বের প্রথম মানুষ হিসেবে মহাকাশে যান সোভিয়েত নভোচারী ইউরি গ্যাগারিন (১৯৬১)।
-
চাঁদের বুকে প্রথম পদার্পণ করেন নীল আর্মস্ট্রং (১৯৬৯)।
-
তাঁর পর বাজ অলড্রিন ছিলেন দ্বিতীয় ব্যক্তি, যিনি আর্মস্ট্রংয়ের সঙ্গে প্রায় ১৯ মিনিট চাঁদে হাঁটেন।
উৎস:
i) EBSCO
ii) BBC
iii) Encyclopedia Britannica

0
Updated: 1 week ago