Fill in the blanks 'Give my ____ to him.'
A
Warm compliment
B
Compliments
C
Best compliment
D
Heartiest compliment
উত্তরের বিবরণ
Complete Sentence:
Give my compliments to him.
Bangla Meaning: তাকে আমার অভিনন্দন দিন।
Note:
The plural form of “compliment” is “compliments”, which is commonly used in expressions of courtesy.
English Meaning: A polite expression of praise or admiration.
Bangla Meaning: প্রশংসাসূচক, শ্রদ্ধাসূচক বা সৌজন্যসূচক কথা।
✅ In this context, “compliments” is the correct word to use in the sentence.
Sources:
-
Oxford Learner's Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy
0
Updated: 5 months ago
Fill in the blanks 'What is the time - your watch?'
Created: 5 months ago
A
by
B
in
C
at
D
with
• Preposition 'by' এর অর্থ হলো according to.
- তোমার ঘড়িতে অর্থ বুঝাতে ‘by your watch’ phrase টি ব্যবহৃত হয়।
- অতএব, শূন্যস্থানে সঠিক উত্তর হিসেবে 'by' বসবে।
- Complete Sentence: What is the time by your watch?
0
Updated: 5 months ago
The speaker failed to make the audience ______ to him patiently. -Which of the following is the correct verb form in the blank above?
Created: 5 months ago
A
to listen
B
listening
C
listened
D
listen
শূন্যস্থানে সঠিক শব্দ হবে — listen।
-
পূর্ণ বাক্য: The speaker failed to make the audience listen to him patiently.
-
এখানে 'make' causative verb হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এর পর verb-এর base form, অর্থাৎ 'listen' আসবে।
Causative Verb হিসেবে 'Make' এর ব্যবহার:
-
যখন 'make' এর পর কোনো ব্যক্তি বা বস্তু থাকে, তখন ক্রিয়া (verb) এর base form ব্যবহার করা হয়।
-
উদাহরণ: He made me laugh.
Causative Verb অর্থ ও ব্যবহার:
-
যখন কোনো ব্যক্তি নিজে কাজ না করে অন্য কাউকে কাজ করায়, তখন causative verb ব্যবহার করা হয়।
-
বহুল ব্যবহৃত causative verbs এর মধ্যে রয়েছে: Help, Get, Have, Let, Make।
-
বিশেষ করে Make, Have, এবং Get এর মাধ্যমে অনেক verb কে causative verb হিসেবে ব্যবহার করা সম্ভব।
0
Updated: 5 months ago
Paradise Lost was written in -
Created: 1 month ago
A
Rhymed couplets
B
Free verse
C
Blank verse
D
Sonnet form
Paradise Lost হলো John Milton রচিত একটি epic poem, যা Neo-classical period-এর একজন সাহিত্যিকের সৃষ্টি। এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ)-এ লেখা হয়েছে এবং খ্রিষ্টীয় ধর্মীয় মতবাদকে প্রাধান্য দিয়ে আদি মানব ও মানবী Adam ও Eve-এর স্বর্গ থেকে মর্ত্যে পতনের কাহিনী বর্ণনা করে। কবিতার মূল উদ্দেশ্য হলো মানুষের কাছে ঈশ্বরের পথের ব্যাখ্যা দেওয়া।
-
লেখক: John Milton
-
ধরণ: Epic Poem
-
ছন্দ: Blank verse
-
প্রকাশকাল: ১৬৬৭
-
সংখ্যা: ১২ খণ্ড
-
প্রসঙ্গ: আদি মানব ও মানবীর পতন, শয়তান ও তার প্রতিশোধ, ঈশ্বরের পথে মানুষের ব্যাখ্যা
কাহিনির সংক্ষিপ্ত বিবরণ:
-
শয়তান ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তি হিসেবে স্বর্গ থেকে বের হয়ে আসে।
-
পরাজয় মেনে নিতে না পেরে শয়তান মানবজাতিকে ঈশ্বরের পথে বিদ্রোহ করতে প্ররোচনা দেয়।
-
ইডেন বাগানে এসে শয়তান আদি মানবী ইভকে নিষিদ্ধ ফল খেতে প্ররোচনা দেয়।
-
ইভ এবং আদম উভয়ই ফল ভক্ষণ করে এবং পরে তাদের অপরাধের কারণে স্বর্গ থেকে বহিষ্কৃত হন।
0
Updated: 1 month ago