What major change occurs in nature after the fall?
A
Eternal spring continues
B
Animals become hostile
C
The sun grows brighter
D
Rivers dry up
উত্তরের বিবরণ
মানবপতনের পর প্রকৃতিতেও পরিবর্তন আসে। পশুপাখিরা শত্রুভাবাপন্ন হয় এবং পরস্পরের বিরুদ্ধে দাঁড়ায়। শান্তিপূর্ণ ইডেন এক ভয়ংকর জগতে রূপ নেয়। মিল্টন বোঝাতে চান, পাপ কেবল মানুষের নয়, সমগ্র সৃষ্টির মধ্যেই বিরোধ আর অশান্তি ডেকে আনে।

2
Updated: 1 month ago
What does the Tree of Knowledge represent?
Created: 3 weeks ago
A
The boundary of human understanding
B
The one prohibition designed to test obedience
C
The source of all evil
D
A symbol of God's hidden wisdom
In John Milton-এর Paradise Lost-এ, Tree of Knowledge নিজে কোনোভাবেই inherently evil নয়। এটি যে জ্ঞান প্রদান করে, তা স্বয়ংক্রিয়ভাবে sinful নয়। এর প্রধান গুরুত্ব আসে কারণ এটি ঈশ্বরের একমাত্র নিষেধাজ্ঞার বিষয়, যা Adam ও Eve-এর জন্য আরোপ করা হয়েছে। ঈশ্বর তাদেরকে Paradise-এর সবকিছুর উপর আধিপত্য দিয়েছেন এবং যেকোনো গাছের ফল খাওয়ার অনুমতি দিয়েছেন, শুধুমাত্র এই এক ব্যতীত।
-
ঈশ্বরের কর্তৃত্বের প্রতীক: এই নিষেধাজ্ঞা দেখায় ঈশ্বরের অধিকার তার সৃষ্টি নিয়ন্ত্রণ করার এবং তাদের কর্তব্য যে তাকে obey করতে হবে।
-
মুক্ত ইচ্ছার পরীক্ষা: Milton-এর উদ্দেশ্য “justify the ways of God to men” অনুযায়ী, এই গাছ গুরুত্বপূর্ণ। এটি প্রমাণ করে যে পতন predetermined ছিল না, বরং এটি Adam ও Eve-এর সচেতন সিদ্ধান্তে disobey করার ফল। তারা “free to fall” হিসেবে সৃষ্ট।
-
কর্ম, না বস্তু: পাপটি ফলের মধ্যে নয়, বরং ঈশ্বরের স্পষ্ট এবং সরল নির্দেশ অমান্য করার কর্মে। ফল খাওয়া হল তাদের আত্মিক সিদ্ধান্তের physical manifestation, যেখানে তারা তাদের নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার উপরে রাখে।
যদিও অন্য বিকল্পগুলোতে কিছু সত্য আছে—যেমন এটি boundary হিসেবে কাজ করে (A) এবং তারা কিছু ধরণের “wisdom” অর্জন করে (D)—তবে কবিতার theological framework-এ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল obedience-এর পরীক্ষার focal point হিসেবে কাজ করা।

0
Updated: 3 weeks ago
In which language was Paradise Lost originally written?
Created: 1 week ago
A
Greek
B
Latin
C
French
D
English
জন মিলটন (John Milton) তার বিখ্যাত মহাকাব্য "Paradise Lost" ইংরেজি ভাষায় রচনা করেন। এটি ইংরেজি সাহিত্য ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য হিসেবে গণ্য করা হয়।
কবিতাটি Blank Verse বা ছন্দবদ্ধ কিন্তু ছন্দহীন ইংরেজি ছন্দে (unrhymed iambic pentameter) লেখা, যা তার সাহিত্যিক দক্ষতা ও ইংরেজি ভাষার গভীর সৌন্দর্য প্রকাশ করে।
এই মহাকাব্যে মানুষের পাপ, পতন এবং ঈশ্বরের ন্যায়বিচার নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে। মিলটন মূলত ল্যাটিন ও গ্রিক ভাষায় দক্ষ ছিলেন, তবে তিনি তার বার্তা সাধারণ পাঠকের কাছে পৌঁছে দিতে ইংরেজিতেই এটি রচনা করেন।
অতএব, সঠিক উত্তর হলো — English।

0
Updated: 1 week ago
In which Book does Satan declare revenge against God?
Created: 1 month ago
A
Book 9
B
Book 1
C
Book 10
D
Book 4
Book 1-এই শয়তান ঘোষণা করে যে সে ঈশ্বরের বিরুদ্ধে প্রতিশোধ নেবে এবং মানুষের পতন ঘটাবে।

1
Updated: 1 month ago