A
Animal skins
B
Fig leaves
C
Flowers
D
Grass
উত্তরের বিবরণ
আদম ও ইভ তাদের নগ্নতা ঢাকতে ডুমুরপাতা ব্যবহার করে। এটি প্রতীক যে, পাপ মানুষকে আত্মসচেতন ও লজ্জিত করে তোলে। আগে তারা নির্দোষভাবে মুক্ত ছিল, কিন্তু পাপের পর তারা নিজেদের অস্বস্তিকর অবস্থায় দেখতে পায়। এভাবেই পাপ মানুষের স্বাভাবিক জীবনে পরিবর্তন আনে।

1
Updated: 1 week ago
Why does Eve want to work separately from Adam?
Created: 1 week ago
A
To show her strength
B
To finish work faster
C
To meet Satan
D
To pray alone
ইভ ভাবে একসাথে কাজ করলে সময় বেশি লাগবে। তাই সে প্রস্তাব করে আলাদা হয়ে কাজ করলে কাজ দ্রুত শেষ হবে। কিন্তু এই সিদ্ধান্তই বিপদের কারণ হয়। একা থাকার সুযোগে শয়তান তাকে প্রলুব্ধ করে। এখানেই ইভের সরলতা ও অদূরদর্শিতা বোঝা যায়।

1
Updated: 1 week ago
What new punishments are given to the serpent in Book Ten?
Created: 1 week ago
A
To lose wings
B
To crawl on belly and eat dust
C
To lose speech
D
To die in fire
সাপকে শাস্তি হিসেবে পেটের ওপর ভর দিয়ে হামাগুড়ি দিতে এবং আজীবন ধুলো খেতে বলা হয়। এটি প্রতারণার প্রতীক হিসেবে সাপের স্থায়ী অভিশাপ।

1
Updated: 1 week ago
What argument does Satan use to convince Eve to eat the fruit?
Created: 1 week ago
A
The fruit is delicious
B
The fruit will give beauty
C
The fruit will give knowledge and make her like God
D
The fruit will make her immortal in love
শয়তান ইভকে বোঝায় যে, ফল খেলে সে ঈশ্বরের মতো জ্ঞানী হবে। এই মিথ্যা প্রতিশ্রুতিই তাকে প্রলোভনে ফেলে। (Book 9)

0
Updated: 1 week ago