What do Adam and Eve use to cover their nakedness?
A
Animal skins
B
Fig leaves
C
Flowers
D
Grass
উত্তরের বিবরণ
আদম ও ইভ তাদের নগ্নতা ঢাকতে ডুমুরপাতা ব্যবহার করে। এটি প্রতীক যে, পাপ মানুষকে আত্মসচেতন ও লজ্জিত করে তোলে। আগে তারা নির্দোষভাবে মুক্ত ছিল, কিন্তু পাপের পর তারা নিজেদের অস্বস্তিকর অবস্থায় দেখতে পায়। এভাবেই পাপ মানুষের স্বাভাবিক জীবনে পরিবর্তন আনে।

1
Updated: 1 month ago
In Book IX of Paradise Lost, what form does Satan take to tempt Eve?
Created: 1 month ago
A
A shining angel
B
A serpent
C
A lion
D
A dove
Paradise Lost–এর নবম খণ্ডে শয়তান সাপের রূপ নিয়ে ইভকে প্রলুব্ধ করে। সে বলে নিষিদ্ধ ফল খেলে দেবত্ব ও জ্ঞান লাভ করা যাবে। ইভ প্রথমে দ্বিধা করলেও শেষে প্রলুব্ধ হয়ে ফল খায়। এই ঘটনাই মানবজাতির পতনের সূচনা। সাপের রূপ প্রতীকী—এটি চতুরতা, প্রতারণা ও পাপের প্রলোভনকে বোঝায়। মিল্টন এখানে বাইবেলের কাহিনীকে মহাকাব্যিক রূপ দেন, যেখানে ইভের দুর্বলতা এবং মানুষের স্বাধীন ইচ্ছাই পতনের কারণ হিসেবে ফুটে ওঠে।

0
Updated: 1 month ago
Who composed 'Paradise Lost'?
Created: 2 months ago
A
John Donne
B
John Keats
C
John Dryden
D
John Milton
Paradise Lost
-
এটি ইংরেজি সাহিত্যের বিখ্যাত মহাকাব্য, যেটি লিখেছেন জন মিল্টন, যিনি নিও-ক্লাসিক্যাল যুগের একজন প্রসিদ্ধ সাহিত্যিক।
-
১৬৬৭ সালে প্রকাশিত এই বইটি মোট বারোটি অংশে বিভক্ত।
-
বইটি লেখা হয়েছে Blank Verse অর্থাৎ অমিত্রাক্ষর ছন্দে।
-
মূল গল্পটি খ্রিস্টীয় ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে, যেখানে আদম ও ইভের স্বর্গ থেকে পৃথিবীতে পতনের কথা বর্ণিত হয়েছে।
গল্পের মূল বিষয়
-
শয়তান ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করায় তাকে এবং তার অনুসারীদের স্বর্গ থেকে বিতাড়িত করা হয়।
-
শয়তান পরাজয় মানতে না পেরে মানুষের মধ্যে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ ছড়াতে চায়।
-
ইডেন গার্ডেনে এসে সে আদম ও ইভকে নিষিদ্ধ গাছের ফল খেতে প্ররোচনা দেয়।
-
ইভ ও আদম উভয়ই সেই ফল খেয়ে ফেলেন এবং পরে তাদের অপরাধ বুঝে তারা স্বর্গ থেকে নির্বাসিত হন।
জন মিল্টন
-
জন মিল্টন ১৬০৮ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন।
-
তিনি একজন ইংরেজি কবি, প্রবন্ধকার এবং ইতিহাসবিদ ছিলেন।
-
শেক্সপিয়ারের পর ইংরেজি সাহিত্যের অন্যতম প্রধান লেখক হিসেবে তাকে গোনা হয়।
-
কবি হিসেবে সবচেয়ে বেশি পরিচিত হলেও, তিনি রাজনৈতিক প্রবন্ধও লিখেছেন।
-
তাকে “Epic Poet” এবং “Blank Verse-এর মহান শিক্ষক” বলা হয়।
জন মিল্টনের উল্লেখযোগ্য কাজ
-
Paradise Lost (মহাকাব্য)
-
Paradise Regained (মহাকাব্য)
-
Of Education (গদ্য)
-
Lycidas (শোককাব্য)
সূত্র: Live MCQ Lecture ও Britannica।

0
Updated: 2 months ago
What inner conflict does Adam feel before eating the fruit?
Created: 1 month ago
A
Between fear and love
B
Between pride and humility
C
Between wisdom and ignorance
D
Between justice and mercy
আদম বুঝেছিল ফল খেলে মৃত্যু নিশ্চিত। তার মনে ভয় জন্ম নেয়। কিন্তু সে ইভকে ছেড়ে বাঁচতে চায়নি। তার প্রেম এত শক্তিশালী ছিল যে ভয়কে জয় করে। এই দ্বন্দ্ব—ভয় ও প্রেমের সংঘাত—তার সিদ্ধান্তকে নির্ধারণ করে এবং মানবজাতিকে পতনের দিকে ঠেলে দেয়।

0
Updated: 1 month ago