How does Satan deceive his fellow fallen angels after the temptation?
A
He admits his failure
B
He tells them they are still in danger
C
He boasts of victory over humankind
D
He asks for forgiveness
উত্তরের বিবরণ
শয়তান তার সঙ্গীদের সামনে অহংকার করে বলে যে, সে মানবকে পতিত করতে পেরেছে। তার চোখে এটা এক বিরাট জয়। কিন্তু পরে দেখা যায়, তাদের উল্লাস বৃথা। কারণ এই পাপ তাদের নিজের ভাগ্যও চিরকালের জন্য বন্ধ করে দেয়।

0
Updated: 1 month ago
Who builds Pandemonium?
Created: 1 month ago
A
Beelzebub
B
Mammon
C
Mulciber
D
Belial
Pandemonium নির্মাণ করেছিলেন Mulciber, যিনি একসময় স্বর্গে দেবদূতদের কারিগর ছিলেন। পতনের পর তিনি নরকে দানবদের প্রাসাদ তৈরি করেন। এই প্রাসাদেই দানবরা সভা করে এবং ঈশ্বরের বিরুদ্ধে ষড়যন্ত্র চালায়।

4
Updated: 1 month ago
What is the first thing that shocks Eve about the serpent?
Created: 3 weeks ago
A
Its size
B
Its ability to speak
C
Its color
D
Its speed
জন মিল্টনের Paradise Lost-এ ইভ প্রথমে বিস্মিত হন সাপের কথা বলার ক্ষমতা দেখে। Book IX-এ শয়তান যখন সাপের দেহে প্রবেশ করে ইভের কাছে আসে, তখন সে প্রথমেই তাকে চাটুকারিতা করতে শুরু করে।
ইভ হতবাক হয়ে যান এই ভেবে যে, “Language of man pronounced / By tongue of brute, and human sense expressed?”—অর্থাৎ, একটি নির্বাক প্রাণী কীভাবে মানুষের মতো ভাষা ও জ্ঞান প্রকাশ করতে পারে।
-
ইভ জানতেন যে, ইডেন উদ্যানের প্রাণীরা নির্বাক, তাই সাপের মুখে মানুষের ভাষা শোনা ছিল তার কাছে এক অভূতপূর্ব ও বিস্ময়কর ঘটনা।
-
তার বিস্ময় ফুটে ওঠে যখন তিনি প্রশ্ন করেন, “cam’st thou speakable of mute?”—মানে, তুমি কীভাবে নির্বাক থেকে কথা বলার যোগ্য হয়ে উঠলে?
-
এই অলৌকিক ক্ষমতাই প্রথমে ইভের দৃষ্টি আকর্ষণ করে এবং তার কৌতূহল জাগায়।
-
সাপ ব্যাখ্যা করে যে, একটি বিশেষ ফল খেয়ে সে ভাষা ও বুদ্ধির ক্ষমতা অর্জন করেছে।
-
এই দাবি ইভকে ধীরে ধীরে Tree of Knowledge-এর দিকে টেনে নিয়ে যায় এবং তাকে প্রলোভনের জন্য প্রস্তুত করে।

0
Updated: 3 weeks ago
In which Book does God send His Son to judge Adam and Eve?
Created: 1 month ago
A
Book 9
B
Book 10
C
Book 1
D
Book 12

1
Updated: 1 month ago