A
Eternal punishment only
B
Satan’s final victory
C
Promise of a future redeemer
D
Rebirth as angels
উত্তরের বিবরণ
অবশেষে আদম উপলব্ধি করে যে ঈশ্বর মানবকে পুরোপুরি ধ্বংস করবেন না। একদিন একজন “উদ্ধারকর্তা” আসবেন, যিনি পাপ ধ্বংস করবেন। এটি খ্রিস্টের ভবিষ্যৎ আগমনের ইঙ্গিত। তাই যদিও তারা ইডেন হারায়, তবু মুক্তির আশা টিকে থাকে। এটাই খ্রিস্টীয় ধর্মতত্ত্বের মূল ভিত্তি।

0
Updated: 1 week ago
“Was she thy God, that her thou didst obey?” Who said this?
Created: 1 week ago
A
God
B
Satan
C
Michael
D
Raphael
ঈশ্বর আদমকে প্রশ্ন করেন, কেন সে ইভের কথায় প্রলুব্ধ হল। এটি পতনের গুরুতর দিক প্রকাশ করে। (Book 10)

1
Updated: 1 week ago
What argument does Satan use to convince Eve to eat the fruit?
Created: 1 week ago
A
The fruit is delicious
B
The fruit will give beauty
C
The fruit will give knowledge and make her like God
D
The fruit will make her immortal in love
শয়তান ইভকে বোঝায় যে, ফল খেলে সে ঈশ্বরের মতো জ্ঞানী হবে। এই মিথ্যা প্রতিশ্রুতিই তাকে প্রলোভনে ফেলে। (Book 9)

0
Updated: 1 week ago
What do Adam and Eve use to cover their nakedness?
Created: 1 week ago
A
Animal skins
B
Fig leaves
C
Flowers
D
Grass
আদম ও ইভ তাদের নগ্নতা ঢাকতে ডুমুরপাতা ব্যবহার করে। এটি প্রতীক যে, পাপ মানুষকে আত্মসচেতন ও লজ্জিত করে তোলে। আগে তারা নির্দোষভাবে মুক্ত ছিল, কিন্তু পাপের পর তারা নিজেদের অস্বস্তিকর অবস্থায় দেখতে পায়। এভাবেই পাপ মানুষের স্বাভাবিক জীবনে পরিবর্তন আনে।

1
Updated: 1 week ago