A
Eternal silence
B
Loss of beauty
C
Pain in childbirth and submission to husband
D
Shortened life span
উত্তরের বিবরণ
ঈশ্বর ইভকে প্রসব যন্ত্রণার শাস্তি দেন এবং বলে দেন যে তাকে স্বামী আদমের অধীনে থাকতে হবে। এটি মানব ইতিহাসে লিঙ্গভিত্তিক শ্রম ও কষ্টের সূচনা। মিল্টন দেখাতে চান, পাপ শুধু আধ্যাত্মিক নয়, দৈনন্দিন জীবনেও গভীর প্রভাব ফেলে।

0
Updated: 1 week ago
What inner conflict does Adam feel before eating the fruit?
Created: 1 week ago
A
Between fear and love
B
Between pride and humility
C
Between wisdom and ignorance
D
Between justice and mercy
আদম বুঝেছিল ফল খেলে মৃত্যু নিশ্চিত। তার মনে ভয় জন্ম নেয়। কিন্তু সে ইভকে ছেড়ে বাঁচতে চায়নি। তার প্রেম এত শক্তিশালী ছিল যে ভয়কে জয় করে। এই দ্বন্দ্ব—ভয় ও প্রেমের সংঘাত—তার সিদ্ধান্তকে নির্ধারণ করে এবং মানবজাতিকে পতনের দিকে ঠেলে দেয়।

0
Updated: 1 week ago
In Book IX of Paradise Lost, what form does Satan take to tempt Eve?
Created: 2 days ago
A
A shining angel
B
A serpent
C
A lion
D
A dove
Paradise Lost–এর নবম খণ্ডে শয়তান সাপের রূপ নিয়ে ইভকে প্রলুব্ধ করে। সে বলে নিষিদ্ধ ফল খেলে দেবত্ব ও জ্ঞান লাভ করা যাবে। ইভ প্রথমে দ্বিধা করলেও শেষে প্রলুব্ধ হয়ে ফল খায়। এই ঘটনাই মানবজাতির পতনের সূচনা। সাপের রূপ প্রতীকী—এটি চতুরতা, প্রতারণা ও পাপের প্রলোভনকে বোঝায়। মিল্টন এখানে বাইবেলের কাহিনীকে মহাকাব্যিক রূপ দেন, যেখানে ইভের দুর্বলতা এবং মানুষের স্বাধীন ইচ্ছাই পতনের কারণ হিসেবে ফুটে ওঠে।

0
Updated: 2 days ago
In Paradise Lost Book IX, who takes the form of a serpent to tempt Eve?
Created: 1 week ago
A
Raphael
B
Satan
C
Michael
D
God

2
Updated: 1 week ago