A
She becomes silent
B
She pleads for forgiveness
C
She curses the serpent
D
She decides to leave Eden alone
উত্তরের বিবরণ
ইভ ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তার অনুতাপ সত্যিকারের আবেগ প্রকাশ করে। সে আদমকেও শান্ত করে এবং বলে ভবিষ্যতে তারা একসঙ্গে কষ্ট সহ্য করবে। এখানে ইভের চরিত্রে পরিবর্তন আসে—অহংকার ও কৌতূহলের জায়গায় অনুশোচনা ও বিনয় জন্ম নেয়।

0
Updated: 1 week ago
In which Book does God pronounce punishment on Adam, Eve, and the Serpent?
Created: 1 week ago
A
Book 10
B
Book 5
C
Book 9
D
Book 1
Book 10-এ ঈশ্বর সাপ, ইভ ও আদমের জন্য অভিশাপ ঘোষণা করেন।

1
Updated: 1 week ago
What hope does Adam finally realize after despair?
Created: 1 week ago
A
Eternal punishment only
B
Satan’s final victory
C
Promise of a future redeemer
D
Rebirth as angels
অবশেষে আদম উপলব্ধি করে যে ঈশ্বর মানবকে পুরোপুরি ধ্বংস করবেন না। একদিন একজন “উদ্ধারকর্তা” আসবেন, যিনি পাপ ধ্বংস করবেন। এটি খ্রিস্টের ভবিষ্যৎ আগমনের ইঙ্গিত। তাই যদিও তারা ইডেন হারায়, তবু মুক্তির আশা টিকে থাকে। এটাই খ্রিস্টীয় ধর্মতত্ত্বের মূল ভিত্তি।

0
Updated: 1 week ago
“Better to reign in Hell, than serve in Heav'n.'' --Who wrote this?
Created: 1 month ago
A
Geoffrey Chaucer
B
Christopher Marlowe
C
John Milton
D
P. B. Shelley
"Better to reign in Hell, than to serve in Heaven."
-
এই বিখ্যাত উক্তিটি John Milton-এর লেখা মহাকাব্য Paradise Lost থেকে নেওয়া।
-
এটি কাব্যের প্রধান চরিত্র Satan এর মুখ থেকে বলা হয়েছে।
-
যখন ঈশ্বর তাকে ও তার সঙ্গীদের স্বর্গ থেকে নরকে ফেলে দেন, তখন সে তাদের উজ্জীবিত করার জন্য এই কথা বলে।
-
এই উক্তির মাধ্যমে সে বোঝাতে চায়, নরকে রাজত্ব করাও স্বর্গে দাসত্ব করার চেয়ে ভালো।
Paradise Lost
-
Paradise Lost হচ্ছে John Milton রচিত একটি ইংরেজি মহাকাব্য।
-
এটি ঈশ্বরের বিচার ও পরিকল্পনা মানুষকে বোঝানোর চেষ্টা করে – অর্থাৎ “Justify the ways of God to men”.
-
এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য হিসেবে বিবেচিত।
-
কাব্যটি ১৬৬৭ সালে প্রকাশিত হয় এবং মোট ১২টি ভাগে (book) বিভক্ত।
-
পুরো কবিতা Blank Verse (অমিত্রাক্ষর ছন্দ) এ লেখা হয়েছে।
-
কাহিনীতে মূলত Adam ও Eve এর স্বর্গ থেকে পতনের কাহিনী বলা হয়েছে, যেটি খ্রিস্টীয় ধর্মমতের ওপর ভিত্তি করে লেখা।
কাহিনীর প্রধান অংশ
Paradise Lost কাব্যটি মূলত দুটি ভাগে বিভক্ত:
-
শয়তানের বিদ্রোহ ও পতন:
ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করায় শয়তান ও তার সঙ্গীদের স্বর্গ থেকে বিতাড়িত করা হয়। -
মানবজাতির পতন:
শয়তান প্রতিশোধ নিতে মানুষের (Adam ও Eve) বিরুদ্ধে পরিকল্পনা করে। সে ইভকে নিষিদ্ধ ফল খাওয়ার জন্য প্রলুব্ধ করে, পরে আদমও তা খায়। এর ফলে তারা দুজনকেই স্বর্গ থেকে বিতাড়িত করা হয়।
-
কাব্যে পাপ, স্বাধীন ইচ্ছা, অনুশোচনা ও মুক্তির মত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে।
-
ঈশ্বরের মহত্ত্ব, ন্যায়বিচার ও মানুষের দায়িত্ববোধের প্রতিফলন দেখা যায়।
কাব্যের কিছু বিখ্যাত উক্তি
-
"Of Man's First Disobedience..." (প্রথম লাইন)
-
"The mind is its own place, and in itself can make a heaven of hell, a hell of heaven."
-
"Solitude sometimes is the best society."
-
"Awake, arise or be forever fall’n."
-
"Death is the golden key that opens the place of eternity."
-
"So farewell hope, and with hope farewell fear."
উল্লেখযোগ্য চরিত্রসমূহ
-
Adam
-
Eve
-
Satan
-
Beelzebub
-
Raphael
-
Michael
-
Gabriel
-
Mammon
-
Belial
John Milton (1608–1674)
-
জন্ম: 1608 সালে, লন্ডনে।
-
তিনি একজন বিখ্যাত English কবি, প্রাবন্ধিক ও ইতিহাসবিদ ছিলেন।
-
Shakespeare-এর পর ইংরেজি সাহিত্যে অন্যতম গুরুত্বপূর্ণ লেখক হিসেবে বিবেচিত।
-
Blank Verse লেখার ক্ষেত্রে তিনি একজন বিশ্বজোড়া স্বীকৃত কবি এবং তাঁকে “Epic Poet” বলা হয়।
-
রাজনীতি, ধর্ম ও শিক্ষার ওপরেও তাঁর অসাধারণ লেখনী ছিল।
তাঁর গুরুত্বপূর্ণ রচনাবলি
-
Paradise Lost (Epic)
-
Paradise Regained (Epic)
-
Lycidas (Elegy)
-
Comus (মাস্ক/নাট্যকবিতা)
-
Samson Agonistes
-
Of Education (Prose)
-
Areopagitica (Freedom of speech নিয়ে প্রবন্ধ)
-
L'Allegro এবং Il Penseroso
-
On Shakespeare (প্রথম প্রকাশিত কবিতা)
Source: Live MCQ Lecture and Britannica.

0
Updated: 1 month ago