What curse does God place on Eve specifically?
A
Eternal silence
B
Loss of beauty
C
Pain in childbirth and submission to husband
D
Shortened life span
উত্তরের বিবরণ
ঈশ্বর ইভকে প্রসব যন্ত্রণার শাস্তি দেন এবং বলে দেন যে তাকে স্বামী আদমের অধীনে থাকতে হবে। এটি মানব ইতিহাসে লিঙ্গভিত্তিক শ্রম ও কষ্টের সূচনা। মিল্টন দেখাতে চান, পাপ শুধু আধ্যাত্মিক নয়, দৈনন্দিন জীবনেও গভীর প্রভাব ফেলে।

0
Updated: 1 month ago
In which Book does Satan enter the Garden of Eden in disguise?
Created: 1 month ago
A
Book 1
B
Book 9
C
Book 10
D
Book 12
Book 9-এই শয়তান সাপের রূপ ধরে ইভকে প্রলোভন দেয়।

1
Updated: 1 month ago
Which epic poem contains the famous line:
"Better to reign in Hell than serve in Heaven"?
Created: 2 months ago
A
Paradise Lost
B
Paradise Regained
C
The Odyssey
D
Aeneid
“Better to reign in Hell than serve in Heaven” — এই বিখ্যাত উক্তিটি পাওয়া যায় Paradise Lost-এ।
-
Paradise Lost
-
রচিত John Milton দ্বারা।
-
এটি ইংরেজি সাহিত্যের সর্বকালের মহানতম এপিক কবিতাগুলোর মধ্যে একটি।
-
মূল বিষয়বস্তু: “To justify the ways of God to man”।
-
কবিতাটি মোট ১২টি বই বা অংশে বিভক্ত।
-
-
প্রধান চরিত্রসমূহ
-
Adam
-
Eve
-
Satan
-
Beelzebub
-
Mammon
-
-
John Milton (1608–1674)
-
একজন ইংরেজ কবি, pamphleteer এবং ইতিহাসবিদ।
-
Shakespeare-এর পর তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংরেজ লেখক হিসেবে বিবেচিত।
-
সর্বাধিক পরিচিত Paradise Lost রচনার জন্য।
-
-
প্রধান সাহিত্যকর্মসমূহ
-
Paradise Lost (1667) – সর্বশ্রেষ্ঠ এপিক
-
Paradise Regained (1671) – চারটি বইয়ে বিভক্ত
-
Samson Agonistes (1671) – নাট্যকাব্য
-
Lycidas – elegy
-
On his Blindness – Sonnet
-
-
বিখ্যাত উক্তি
-
“Better to reign in Hell than serve in Heaven.” (Paradise Lost)
-
“Childhood shows the man, as morning shows the days.” (Paradise Regained)
-
“Death is the golden key that opens the place of eternity.” (Paradise Lost)
-
-
অন্যান্য উল্লেখযোগ্য তথ্য
-
Paradise Regained – John Milton রচিত
-
The Odyssey – Homer রচিত
-
Aeneid – Virgil রচিত
-
সূত্র: An ABC of English Literature (Dr. M Mofizar Rahman), Britannica

0
Updated: 2 months ago
What does Eve do after the judgment?
Created: 1 month ago
A
She becomes silent
B
She pleads for forgiveness
C
She curses the serpent
D
She decides to leave Eden alone
ইভ ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তার অনুতাপ সত্যিকারের আবেগ প্রকাশ করে। সে আদমকেও শান্ত করে এবং বলে ভবিষ্যতে তারা একসঙ্গে কষ্ট সহ্য করবে। এখানে ইভের চরিত্রে পরিবর্তন আসে—অহংকার ও কৌতূহলের জায়গায় অনুশোচনা ও বিনয় জন্ম নেয়।

0
Updated: 1 month ago