How does Adam react after hearing God’s judgment?
A
He accepts with humility
B
He blames Eve again
C
He asks to die immediately
D
He challenges God
উত্তরের বিবরণ
আদম বিচার শোনার পর মৃত্যু কামনা করে। সে ভাবে মৃত্যুই পাপের মুক্তি দিতে পারে। কিন্তু ঈশ্বর তাকে দীর্ঘ জীবন দেন, যাতে সে পরিশ্রম ও দুঃখের মধ্যে বাঁচে। এটি বোঝায় যে, পাপের ফল ভোগ করতে হয়, তবে মানবের জন্য এখনও মুক্তির আশা রয়ে গেছে।

1
Updated: 1 month ago
In Paradise Lost, Book IX, what is Adam’s initial reaction when Eve offers him the forbidden fruit?
Created: 3 weeks ago
A
He refuses
B
He rebukes Eve
C
He accepts and eats it
D
He remains silent
Paradise Lost-এর Book IX-এ, যখন ইভ নিষিদ্ধ ফল খেয়ে আদমের কাছে ফিরে আসে এবং উত্তেজিতভাবে তার কর্মকাণ্ড জানায়, আদমের প্রাথমিক প্রতিক্রিয়া হলো আতঙ্ক ও বিস্ময়।
-
শারীরিক প্রতিক্রিয়া:
-
ইভকে উপহার দেওয়ার জন্য তৈরি করা গারল্যান্ডটি তার হাত থেকে পড়ে যায়, যা তার হতবাক হওয়া ও দুঃখ প্রকাশ করে।
-
-
প্রথম কথোপকথন:
-
তার প্রথম কথাগুলো তীব্র নিন্দা ও খণ্ডনমূলক।
-
তিনি বলছেন:
“How art thou lost, how on a sudden lost, / Defac't, deflow'r'd, and now to Death devote?” -
এটি প্রকাশ করে তার অবাধ্যতার ফলাফল এবং পতিত অবস্থার প্রতি বিস্ময় ও আতঙ্ক।
-
-
পরবর্তী ভাবনা ও কর্ম:
-
এই প্রাথমিক নিন্দার পর, তার ভালবাসার প্রবলতা তাকে আচ্ছন্ন করে।
-
সে উপলব্ধি করে যে ইভ ছাড়া তার জীবন অসম্পূর্ণ এবং সিদ্ধান্ত নেয় তার পতনের ভাগীদার হতে, ফলে সে নিজেও ফল খায়।
-
-
উপসংহার:
-
আদমের প্রথম মৌখিক প্রতিক্রিয়া হলো ইভকে তার কর্মের জন্য নিন্দা করা, যদিও পরবর্তীতে ভালবাসা তাকে একই পথে পরিচালিত করে।
-

0
Updated: 3 weeks ago
“Death is the golden key that opens the place of eternity” is a famous quotation by-
Created: 1 month ago
A
John Donne
B
John Milton
C
Thomas Gray
D
William Shakespeare
• “Death is the golden key that opens the place of eternity” is a famous quotation by John Milton.
- উক্তিটি তাঁর বিখ্যাত epic poem 'Paradise lost' হতে উধৃত।
• Paradise Lost (1667):
- John Milton রচিত একটি epic.
- The theme of Paradise Lost is to Justify the ways of God to men.
- তার লেখা Paradise lost কে the great Epic in English হিসাবে বিবেচনা করা হয়।
- ১৬৬৭ সালে প্রকাশিত এই বইটি মোট বারো খন্ডে বিভক্ত।
- এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ)- এ রচিত।
• Important characters:
- Adam,
- Eve,
- Satan,
- Beelzebub,
- Raphael,
- Michael,
- Mamoon,
- Belial,
- Gabriel, etc.
• John Milton (1608-1674):
- He was born in London, England in 1608.
- তিনি ছিলেন একজন English poet, pamphleteer এবং historian.
- তিনি William Shakespeare এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত।
- মূলত: কবি হিসেবে প্রসিদ্ধ হলেও মিল্টন কিছু উচ্চমানের রাজনৈতিক প্রবন্ধও লিখেছিলেন।
- তাকে বলা হয় the Epic Poet. এছাড়া great master of Blank Verse ও বলা হয়।
• Other notable quotations of John Milton:
- Better to reign in Hell than serve in Heaven. (Paradise lost)
- Childhood shows the man, as morning shows the days. ( Paradise regained)
- Death is the golden key that opens the place of eternity.( Paradise lost)
- Solitude sometimes is the best society.”
- Awake, arise or be forever fallen.
• Notable works:
- Paradise Lost (Epic);
- Paradise Regained (Epic);
- Of Education (Prose);
- Lycidas (Elegy);
- On Shakespeare (First published poem).

0
Updated: 1 month ago
How does God respond to Adam and Eve’s sin in Book 10?
Created: 2 weeks ago
A
He immediately destroys them and creates a new pair of humans.
B
He sends the Son to pronounce judgment but with mercy.
C
He forgives them entirely and restores them to their former state.
D
He banishes Satan at once and ends his influence on earth.
দশম খণ্ডে ঈশ্বর সরাসরি আদম ও হাওয়াকে শাস্তি দেন না। বরং তিনি তাঁর পুত্রকে পাঠান বিচার ঘোষণার জন্য। এটি এক গভীর ধর্মীয় দৃষ্টান্ত বহন করে। ঈশ্বর ন্যায়পরায়ণ, তাই পাপকে উপেক্ষা করতে পারেন না। আবার তিনি করুণাময়, তাই মানুষকে সম্পূর্ণ ধ্বংসও করতে চান না।
পুত্র এসে আদম ও হাওয়ার উপর শাস্তি ঘোষণা করেন। তারা ইডেন উদ্যানে আর থাকতে পারবে না। তাদের জীবন হবে কষ্টময়, শ্রমসাধ্য, এবং মৃত্যু অনিবার্য। কিন্তু এর সঙ্গে তিনি আশা দেন—মানবজাতি শেষ পর্যন্ত মুক্তি পাবে ঈশ্বরের পরিকল্পনায়। এটি আসলে খ্রিস্টীয় মুক্তির পূর্বাভাস, যেখানে খ্রিস্টের আত্মদান মানবজাতিকে আবার ঈশ্বরের কাছে ফিরিয়ে নেবে।
এই দ্বৈত দিক—শাস্তি ও করুণা—মিলটনের ধর্মতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে। ঈশ্বর পাপকে সহ্য করেন না, কিন্তু তিনি ভালোবাসার মাধ্যমে মানুষের জন্য নতুন পথ তৈরি করেন। ফলে দেখা যায়, পাপ মানব ইতিহাসে পতন ঘটালেও মুক্তির সম্ভাবনা রয়ে গেল।

0
Updated: 2 weeks ago