A
Raphael
B
Michael
C
God the Father
D
The Son
উত্তরের বিবরণ
মানবের পতনের পর ঈশ্বরের পুত্র বিচার ঘোষণা করেন। তিনি আদম ও ইভকে শাস্তি দেন—ইভকে প্রসব বেদনার অভিশাপ, আর আদমকে কঠিন পরিশ্রমে জীবিকা নির্বাহের অভিশাপ। এর মাধ্যমে দেখা যায়, ঈশ্বর ন্যায়পরায়ণ হলেও করুণাময়। এই শাস্তির মধ্য দিয়েই মানবজাতির ইতিহাস শুরু হয়।

0
Updated: 1 week ago
What argument does Eve use to persuade Adam to eat the fruit?
Created: 1 week ago
A
She says it tastes sweet
B
She says it gives strength
C
She says it gives wisdom and makes them equal
D
She says Satan advised it
ইভ ফল খাওয়ার পর আদমকে বোঝায় যে এতে তারা দেবদূত বা ঈশ্বরের মতো জ্ঞানী হবে এবং একে অপরের সমান মর্যাদা পাবে। এটি মানবের অহংকার, সমতার আকাঙ্ক্ষা এবং সীমা অতিক্রমের প্রতীক।

0
Updated: 1 week ago
What do Adam and Eve use to cover their nakedness?
Created: 1 week ago
A
Animal skins
B
Fig leaves
C
Flowers
D
Grass
আদম ও ইভ তাদের নগ্নতা ঢাকতে ডুমুরপাতা ব্যবহার করে। এটি প্রতীক যে, পাপ মানুষকে আত্মসচেতন ও লজ্জিত করে তোলে। আগে তারা নির্দোষভাবে মুক্ত ছিল, কিন্তু পাপের পর তারা নিজেদের অস্বস্তিকর অবস্থায় দেখতে পায়। এভাবেই পাপ মানুষের স্বাভাবিক জীবনে পরিবর্তন আনে।

1
Updated: 1 week ago
Who builds Pandemonium?
Created: 1 week ago
A
Beelzebub
B
Mammon
C
Mulciber
D
Belial
Pandemonium নির্মাণ করেছিলেন Mulciber, যিনি একসময় স্বর্গে দেবদূতদের কারিগর ছিলেন। পতনের পর তিনি নরকে দানবদের প্রাসাদ তৈরি করেন। এই প্রাসাদেই দানবরা সভা করে এবং ঈশ্বরের বিরুদ্ধে ষড়যন্ত্র চালায়।

2
Updated: 1 week ago