A
“This fruit is sweeter than life.”
B
“God will forgive us surely.”
C
“Better to die with Eve than live alone.”
D
"I with thee have fixed my lot, / Certain to undergo like doom."
উত্তরের বিবরণ
আদম বলে, ইভ ছাড়া বেঁচে থাকা অর্থহীন। তাই সে মৃত্যুকেও বেছে নেয় যদি ইভের সঙ্গে থাকতে পারে। এই উক্তি তার গভীর প্রেমের প্রমাণ, তবে একই সঙ্গে এটি ঈশ্বরের প্রতি অবাধ্যতা। আদম প্রেমকে কর্তব্যের ঊর্ধ্বে রাখে, যা তার পতনের কারণ হয়ে দাঁড়ায়।

0
Updated: 1 week ago
What hope does Adam finally realize after despair?
Created: 1 week ago
A
Eternal punishment only
B
Satan’s final victory
C
Promise of a future redeemer
D
Rebirth as angels
অবশেষে আদম উপলব্ধি করে যে ঈশ্বর মানবকে পুরোপুরি ধ্বংস করবেন না। একদিন একজন “উদ্ধারকর্তা” আসবেন, যিনি পাপ ধ্বংস করবেন। এটি খ্রিস্টের ভবিষ্যৎ আগমনের ইঙ্গিত। তাই যদিও তারা ইডেন হারায়, তবু মুক্তির আশা টিকে থাকে। এটাই খ্রিস্টীয় ধর্মতত্ত্বের মূল ভিত্তি।

0
Updated: 1 week ago
Who delivers the punishment to Adam and Eve after the Fall?
Created: 1 week ago
A
God the Father
B
The Son of God
C
Gabriel
D
Raphael
পতনের পর ঈশ্বর নিজে নয়, বরং তাঁর পুত্র শাস্তি ঘোষণা করেন। তিনি শ্রম, দুঃখ ও মৃত্যুর শাস্তি দেন। তবে একইসাথে ভবিষ্যতে খ্রিস্টের মাধ্যমে মুক্তির প্রতিশ্রুতিও দেন।

1
Updated: 1 week ago
In Paradise Lost, Milton mostly uses which meter?
Created: 4 weeks ago
A
Trochaic tetrameter
B
Unrhymed iambic pentameter (blank verse)
C
Anapestic trimeter
D
Dactylic dimeter

0
Updated: 4 weeks ago