A
Sleepy and weak
B
Angry at Adam
C
Sad and guilty immediately
D
Empowered and divine
উত্তরের বিবরণ
ইভ ফল খাওয়ার পর নিজেকে শক্তিশালী ও দেবতুল্য মনে করে। তার চোখ খুলে যায় এবং সে ভাবে জ্ঞানে সে উন্নত হয়েছে। যদিও এই আনন্দ সাময়িক, তবু প্রথম প্রতিক্রিয়া ছিল অহংকার ও শক্তির অনুভূতি। পরবর্তীতে সেই আনন্দ লজ্জা ও অপরাধবোধে রূপ নেয়।

2
Updated: 1 week ago
In which Book does Satan first rally the fallen angels in Hell?
Created: 1 week ago
A
Book 9
B
Book 8
C
Book 1
D
Book 5
Book 1-এই শয়তান পতিত দানবদের সমবেত করে এবং Pandemonium গড়ে তোলে।

0
Updated: 1 week ago
Which epic poem contains the famous line:
"Better to reign in Hell than serve in Heaven"?
Created: 2 weeks ago
A
Paradise Lost
B
Paradise Regained
C
The Odyssey
D
Aeneid
“Better to reign in Hell than serve in Heaven” — এই বিখ্যাত উক্তিটি পাওয়া যায় Paradise Lost-এ।
-
Paradise Lost
-
রচিত John Milton দ্বারা।
-
এটি ইংরেজি সাহিত্যের সর্বকালের মহানতম এপিক কবিতাগুলোর মধ্যে একটি।
-
মূল বিষয়বস্তু: “To justify the ways of God to man”।
-
কবিতাটি মোট ১২টি বই বা অংশে বিভক্ত।
-
-
প্রধান চরিত্রসমূহ
-
Adam
-
Eve
-
Satan
-
Beelzebub
-
Mammon
-
-
John Milton (1608–1674)
-
একজন ইংরেজ কবি, pamphleteer এবং ইতিহাসবিদ।
-
Shakespeare-এর পর তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংরেজ লেখক হিসেবে বিবেচিত।
-
সর্বাধিক পরিচিত Paradise Lost রচনার জন্য।
-
-
প্রধান সাহিত্যকর্মসমূহ
-
Paradise Lost (1667) – সর্বশ্রেষ্ঠ এপিক
-
Paradise Regained (1671) – চারটি বইয়ে বিভক্ত
-
Samson Agonistes (1671) – নাট্যকাব্য
-
Lycidas – elegy
-
On his Blindness – Sonnet
-
-
বিখ্যাত উক্তি
-
“Better to reign in Hell than serve in Heaven.” (Paradise Lost)
-
“Childhood shows the man, as morning shows the days.” (Paradise Regained)
-
“Death is the golden key that opens the place of eternity.” (Paradise Lost)
-
-
অন্যান্য উল্লেখযোগ্য তথ্য
-
Paradise Regained – John Milton রচিত
-
The Odyssey – Homer রচিত
-
Aeneid – Virgil রচিত
-
সূত্র: An ABC of English Literature (Dr. M Mofizar Rahman), Britannica

0
Updated: 2 weeks ago
What curse does God place on Eve specifically?
Created: 1 week ago
A
Eternal silence
B
Loss of beauty
C
Pain in childbirth and submission to husband
D
Shortened life span
ঈশ্বর ইভকে প্রসব যন্ত্রণার শাস্তি দেন এবং বলে দেন যে তাকে স্বামী আদমের অধীনে থাকতে হবে। এটি মানব ইতিহাসে লিঙ্গভিত্তিক শ্রম ও কষ্টের সূচনা। মিল্টন দেখাতে চান, পাপ শুধু আধ্যাত্মিক নয়, দৈনন্দিন জীবনেও গভীর প্রভাব ফেলে।

0
Updated: 1 week ago