What does Adam say after deciding to eat the fruit?
A
“This fruit is sweeter than life.”
B
“God will forgive us surely.”
C
“Better to die with Eve than live alone.”
D
"I with thee have fixed my lot, / Certain to undergo like doom."
উত্তরের বিবরণ
আদম বলে, ইভ ছাড়া বেঁচে থাকা অর্থহীন। তাই সে মৃত্যুকেও বেছে নেয় যদি ইভের সঙ্গে থাকতে পারে। এই উক্তি তার গভীর প্রেমের প্রমাণ, তবে একই সঙ্গে এটি ঈশ্বরের প্রতি অবাধ্যতা। আদম প্রেমকে কর্তব্যের ঊর্ধ্বে রাখে, যা তার পতনের কারণ হয়ে দাঁড়ায়।

0
Updated: 1 month ago
What hope does Adam finally realize after despair?
Created: 1 month ago
A
Eternal punishment only
B
Satan’s final victory
C
Promise of a future redeemer
D
Rebirth as angels
অবশেষে আদম উপলব্ধি করে যে ঈশ্বর মানবকে পুরোপুরি ধ্বংস করবেন না। একদিন একজন “উদ্ধারকর্তা” আসবেন, যিনি পাপ ধ্বংস করবেন। এটি খ্রিস্টের ভবিষ্যৎ আগমনের ইঙ্গিত। তাই যদিও তারা ইডেন হারায়, তবু মুক্তির আশা টিকে থাকে। এটাই খ্রিস্টীয় ধর্মতত্ত্বের মূল ভিত্তি।

0
Updated: 1 month ago
The garland of flowers Adam makes is a symbol of:
Created: 3 weeks ago
A
His power over nature
B
Their innocent love
C
A crown for Eve
D
A gift for God
জন মিল্টনের Paradise Lost-এর Book IX-এ আদম যে ফুলের মালা বোনেন, তা এক গভীর প্রতীকী তাৎপর্য বহন করে। এটি তাদের পতনের পূর্বে ইডেনে বিদ্যমান পবিত্র, অকলুষ প্রেম ও নিখুঁত জীবনের প্রতীক।
-
আদম এই মালাটি ইভের জন্য এক ভালোবাসাপূর্ণ চমক হিসেবে প্রস্তুত করছিলেন। এটি ছিল যত্ন ও স্নেহের এক সৃজনশীল কাজ, যেখানে ইডেনের সুন্দর ও নিখুঁত উপাদান ব্যবহার করা হয়েছে।
-
কিন্তু ট্র্যাজেডির মুহূর্তে এর প্রতীকী অর্থ স্পষ্ট হয়ে ওঠে। ইভ যখন ফিরে এসে স্বীকার করে যে সে নিষিদ্ধ ফল খেয়েছে, আদম আতঙ্কে স্তম্ভিত হয়ে যায়।
-
তার তৎক্ষণাৎ ও অনিচ্ছাকৃত প্রতিক্রিয়া ছিল—“From his slack hand the Garland wreath’d for EVE / Down drop’d, and all the faded Roses shed.”
-
এই মালা হাত থেকে পড়ে যাওয়ার ঘটনাই প্রতীকীভাবে বোঝায় যে, তাদের নির্দোষ প্রেম ও স্নিগ্ধ সাদৃশ্য মুহূর্তেই ভেঙে গেছে।
-
কিছুক্ষণ আগেও যে ফুলগুলো ছিল প্রাণবন্ত ও সুন্দর, পতনের সঙ্গে সঙ্গেই তা হয়ে যায় “faded”—যা বোঝায়, পাপ ইডেনে মৃত্যু ও ক্ষয় নিয়ে এসেছে, আর তা শুধু তাদের জগৎ নয়, তাদের সম্পর্ককেও কলুষিত করেছে।

0
Updated: 3 weeks ago
“Awake, arise, or be forever fallen!” Who said this?
Created: 1 month ago
A
God
B
Adam
C
Satan
D
Eve
শয়তান ঈশ্বরকে অস্বীকার করে মন্দকেই নিজের কল্যাণ হিসেবে গ্রহণ করে। এটি তার বিদ্রোহের চূড়ান্ত প্রকাশ। (Book 4, তবে Book 1–10 এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত)

1
Updated: 1 month ago