A
To show her strength
B
To finish work faster
C
To meet Satan
D
To pray alone
উত্তরের বিবরণ
ইভ ভাবে একসাথে কাজ করলে সময় বেশি লাগবে। তাই সে প্রস্তাব করে আলাদা হয়ে কাজ করলে কাজ দ্রুত শেষ হবে। কিন্তু এই সিদ্ধান্তই বিপদের কারণ হয়। একা থাকার সুযোগে শয়তান তাকে প্রলুব্ধ করে। এখানেই ইভের সরলতা ও অদূরদর্শিতা বোঝা যায়।

1
Updated: 1 week ago
Who delivers the punishment to Adam and Eve after the Fall?
Created: 1 week ago
A
God the Father
B
The Son of God
C
Gabriel
D
Raphael
পতনের পর ঈশ্বর নিজে নয়, বরং তাঁর পুত্র শাস্তি ঘোষণা করেন। তিনি শ্রম, দুঃখ ও মৃত্যুর শাস্তি দেন। তবে একইসাথে ভবিষ্যতে খ্রিস্টের মাধ্যমে মুক্তির প্রতিশ্রুতিও দেন।

1
Updated: 1 week ago
What argument does Satan use to convince Eve to eat the fruit?
Created: 1 week ago
A
The fruit is delicious
B
The fruit will give beauty
C
The fruit will give knowledge and make her like God
D
The fruit will make her immortal in love
শয়তান ইভকে বোঝায় যে, ফল খেলে সে ঈশ্বরের মতো জ্ঞানী হবে। এই মিথ্যা প্রতিশ্রুতিই তাকে প্রলোভনে ফেলে। (Book 9)

0
Updated: 1 week ago
How does Satan deceive his fellow fallen angels after the temptation?
Created: 1 week ago
A
He admits his failure
B
He tells them they are still in danger
C
He boasts of victory over humankind
D
He asks for forgiveness
শয়তান তার সঙ্গীদের সামনে অহংকার করে বলে যে, সে মানবকে পতিত করতে পেরেছে। তার চোখে এটা এক বিরাট জয়। কিন্তু পরে দেখা যায়, তাদের উল্লাস বৃথা। কারণ এই পাপ তাদের নিজের ভাগ্যও চিরকালের জন্য বন্ধ করে দেয়।

0
Updated: 1 week ago