How does Eve feel after eating the fruit?
A
Sleepy and weak
B
Angry at Adam
C
Sad and guilty immediately
D
Empowered and divine
উত্তরের বিবরণ
ইভ ফল খাওয়ার পর নিজেকে শক্তিশালী ও দেবতুল্য মনে করে। তার চোখ খুলে যায় এবং সে ভাবে জ্ঞানে সে উন্নত হয়েছে। যদিও এই আনন্দ সাময়িক, তবু প্রথম প্রতিক্রিয়া ছিল অহংকার ও শক্তির অনুভূতি। পরবর্তীতে সেই আনন্দ লজ্জা ও অপরাধবোধে রূপ নেয়।

4
Updated: 1 month ago
Who composed 'Paradise Lost'?
Created: 2 months ago
A
John Donne
B
John Keats
C
John Dryden
D
John Milton
Paradise Lost
-
এটি ইংরেজি সাহিত্যের বিখ্যাত মহাকাব্য, যেটি লিখেছেন জন মিল্টন, যিনি নিও-ক্লাসিক্যাল যুগের একজন প্রসিদ্ধ সাহিত্যিক।
-
১৬৬৭ সালে প্রকাশিত এই বইটি মোট বারোটি অংশে বিভক্ত।
-
বইটি লেখা হয়েছে Blank Verse অর্থাৎ অমিত্রাক্ষর ছন্দে।
-
মূল গল্পটি খ্রিস্টীয় ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে, যেখানে আদম ও ইভের স্বর্গ থেকে পৃথিবীতে পতনের কথা বর্ণিত হয়েছে।
গল্পের মূল বিষয়
-
শয়তান ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করায় তাকে এবং তার অনুসারীদের স্বর্গ থেকে বিতাড়িত করা হয়।
-
শয়তান পরাজয় মানতে না পেরে মানুষের মধ্যে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ ছড়াতে চায়।
-
ইডেন গার্ডেনে এসে সে আদম ও ইভকে নিষিদ্ধ গাছের ফল খেতে প্ররোচনা দেয়।
-
ইভ ও আদম উভয়ই সেই ফল খেয়ে ফেলেন এবং পরে তাদের অপরাধ বুঝে তারা স্বর্গ থেকে নির্বাসিত হন।
জন মিল্টন
-
জন মিল্টন ১৬০৮ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন।
-
তিনি একজন ইংরেজি কবি, প্রবন্ধকার এবং ইতিহাসবিদ ছিলেন।
-
শেক্সপিয়ারের পর ইংরেজি সাহিত্যের অন্যতম প্রধান লেখক হিসেবে তাকে গোনা হয়।
-
কবি হিসেবে সবচেয়ে বেশি পরিচিত হলেও, তিনি রাজনৈতিক প্রবন্ধও লিখেছেন।
-
তাকে “Epic Poet” এবং “Blank Verse-এর মহান শিক্ষক” বলা হয়।
জন মিল্টনের উল্লেখযোগ্য কাজ
-
Paradise Lost (মহাকাব্য)
-
Paradise Regained (মহাকাব্য)
-
Of Education (গদ্য)
-
Lycidas (শোককাব্য)
সূত্র: Live MCQ Lecture ও Britannica।

0
Updated: 2 months ago
In Book 10, how does Satan react after returning to Hell, expecting glory for his success?
Created: 2 weeks ago
A
He receives immediate praise and worship from his followers.
B
He is transformed along with his followers into serpents as punishment.
C
He builds a throne and claims victory over Heaven.
D
He is abandoned by all the fallen angels out of fear.
দশম খণ্ডে শয়তান পতনের পর বিজয়ের আনন্দ নিয়ে নরকে ফিরে আসে। সে ভাবে, অন্য দানবেরা তাকে প্রশংসা করবে এবং তার কৃতিত্বে গৌরবান্বিত হবে। কিন্তু ঈশ্বরের শাস্তি সেখানে প্রকাশিত হয়। শয়তান এবং তার অনুসারীরা সাপের রূপে পরিবর্তিত হয়।
এ শাস্তি প্রতীকী। তারা যেভাবে সাপের মাধ্যমে প্রতারণা করেছে, ঈশ্বর তাদেরও সাপ বানিয়ে দেন। ফলে তারা প্রতিদিন ভুগতে থাকে এক ভয়াবহ শাস্তিতে—মায়ার মতো ফল খেতে গিয়ে সেটি বালিতে মিলিয়ে যায়। এই প্রতীক দেখায়, মন্দ যতই বিজয়ী মনে হোক, শেষ পর্যন্ত তা ধ্বংসের দিকেই যায়।
অতএব, শয়তানের অহংকার তাকে মুহূর্তের জন্য আনন্দ দিলেও ঈশ্বরের বিচার তাকে অপমানিত ও শাস্তিপ্রাপ্ত করে তোলে। এটি নৈতিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ।

1
Updated: 2 weeks ago
How does Satan react after Adam and Eve fall in Paradise Lost, Book IX?
Created: 3 weeks ago
A
He is ashamed of his actions
B
He rejoices in their fall
C
He seeks forgiveness from God
D
He flees from Eden.
Paradise Lost-এ শয়তানের লক্ষ্য তার পতনের পর থেকেই ঈশ্বরকে প্রতিশোধ নেওয়া এবং মানবজাতিকে দূষিত করা।
আদম ও ইভের পতন হলো তার মাস্টারপ্ল্যানের সফল সমাপ্তি। তাই তার প্রতিক্রিয়া পশ্চাৎপশ্চাৎবোধ বা লজ্জার নয়, বরং জয়গানের মতো।
-
Book IX থেকে Book X-এ পরিবর্তনের সময় মিল্টন বর্ণনা করেছেন শয়তানের প্রস্থান।
-
সে ভয়ে পালাচ্ছে না, বরং বিজয় উদযাপন করে উদ্যান ত্যাগ করছে।
-
তাকে বলা হয়েছে “th’ exulting Foe”, যে এখন তার পতিত দেবদূত সৈন্যদের কাছে তার সাফল্য রিপোর্ট করতে প্যান্ডেমনিয়ামে ফিরছে।
-
ইডেন থেকে তার প্রস্থান কোনো পশ্চাদপদ নয়, বরং বিজয়ের শুরু।
-
-
Book X-এ প্যান্ডেমনিয়ামে ফেরার পর শয়তান উদযাপন করে।
-
সে তার অনুসারীদের সামনে দাঁড়িয়ে ঈশ্বরের নতুন সৃষ্টিকে ধ্বংস করার কীর্তি গর্বের সঙ্গে বর্ণনা করে।
-
যদিও উদযাপন ইডেন ত্যাগের পরে ঘটে, এটি পতনের তাত্ক্ষণিক ও সরাসরি ফল।
-
-
উপসংহার: শয়তানের প্রতিক্রিয়া হলো দুর্নীতিপূর্ণ আনন্দ ও বিজয়ী প্রতিশোধের উদযাপন, লজ্জা নয়।

0
Updated: 3 weeks ago