What do Adam and Eve do immediately after eating the fruit?
A
They sing a hymn
B
They quarrel and accuse each other
C
They run to God
D
They hide in the forest
উত্তরের বিবরণ
ফল খাওয়ার পর আদম-ইভ আনন্দ নয়, বরং লজ্জা ও দোষারোপ শুরু করে। তারা একে অপরকে দোষ দেয়। এই কলহ দেখায় যে পাপ তাদের সম্পর্ককে ভেঙে দিয়েছে। ভালোবাসার জায়গায় সন্দেহ ও দোষারোপ এসেছে। এটাই পতনের প্রথম সামাজিক প্রভাব।

0
Updated: 1 month ago
What curse does God place on Eve specifically?
Created: 1 month ago
A
Eternal silence
B
Loss of beauty
C
Pain in childbirth and submission to husband
D
Shortened life span
ঈশ্বর ইভকে প্রসব যন্ত্রণার শাস্তি দেন এবং বলে দেন যে তাকে স্বামী আদমের অধীনে থাকতে হবে। এটি মানব ইতিহাসে লিঙ্গভিত্তিক শ্রম ও কষ্টের সূচনা। মিল্টন দেখাতে চান, পাপ শুধু আধ্যাত্মিক নয়, দৈনন্দিন জীবনেও গভীর প্রভাব ফেলে।

0
Updated: 1 month ago
What punishment is given to the serpent (Satan’s disguise)?
Created: 1 month ago
A
Eternal blindness
B
To crawl on its belly and eat dust
C
To lose its voice
D
To be cast into fire immediately
সাপকে শাস্তি দেওয়া হয় মাটিতে পেট ঘষে হামাগুড়ি দেওয়া এবং আজীবন ধূলা খাওয়ার অভিশাপে। এটি শুধু প্রাণীর উপর শাস্তি নয়, বরং শয়তানের লাঞ্ছনাও। প্রতীকীভাবে বোঝায়, পাপ মানুষকে সর্বদা নিচে নামিয়ে আনে। এখানে সাপ মানবপতনের চিরন্তন প্রতীক হয়ে দাঁড়ায়।

0
Updated: 1 month ago
In Book 10, how does Satan react after returning to Hell, expecting glory for his success?
Created: 2 weeks ago
A
He receives immediate praise and worship from his followers.
B
He is transformed along with his followers into serpents as punishment.
C
He builds a throne and claims victory over Heaven.
D
He is abandoned by all the fallen angels out of fear.
দশম খণ্ডে শয়তান পতনের পর বিজয়ের আনন্দ নিয়ে নরকে ফিরে আসে। সে ভাবে, অন্য দানবেরা তাকে প্রশংসা করবে এবং তার কৃতিত্বে গৌরবান্বিত হবে। কিন্তু ঈশ্বরের শাস্তি সেখানে প্রকাশিত হয়। শয়তান এবং তার অনুসারীরা সাপের রূপে পরিবর্তিত হয়।
এ শাস্তি প্রতীকী। তারা যেভাবে সাপের মাধ্যমে প্রতারণা করেছে, ঈশ্বর তাদেরও সাপ বানিয়ে দেন। ফলে তারা প্রতিদিন ভুগতে থাকে এক ভয়াবহ শাস্তিতে—মায়ার মতো ফল খেতে গিয়ে সেটি বালিতে মিলিয়ে যায়। এই প্রতীক দেখায়, মন্দ যতই বিজয়ী মনে হোক, শেষ পর্যন্ত তা ধ্বংসের দিকেই যায়।
অতএব, শয়তানের অহংকার তাকে মুহূর্তের জন্য আনন্দ দিলেও ঈশ্বরের বিচার তাকে অপমানিত ও শাস্তিপ্রাপ্ত করে তোলে। এটি নৈতিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ।

1
Updated: 2 weeks ago