A
Book 9
B
Book 1
C
Book 10
D
Book 4
উত্তরের বিবরণ
Book 1-এই শয়তান ঘোষণা করে যে সে ঈশ্বরের বিরুদ্ধে প্রতিশোধ নেবে এবং মানুষের পতন ঘটাবে।

0
Updated: 1 week ago
How does Eve feel after eating the fruit?
Created: 1 week ago
A
Sleepy and weak
B
Angry at Adam
C
Sad and guilty immediately
D
Empowered and divine
ইভ ফল খাওয়ার পর নিজেকে শক্তিশালী ও দেবতুল্য মনে করে। তার চোখ খুলে যায় এবং সে ভাবে জ্ঞানে সে উন্নত হয়েছে। যদিও এই আনন্দ সাময়িক, তবু প্রথম প্রতিক্রিয়া ছিল অহংকার ও শক্তির অনুভূতি। পরবর্তীতে সেই আনন্দ লজ্জা ও অপরাধবোধে রূপ নেয়।

2
Updated: 1 week ago
Why does Eve want to work separately from Adam?
Created: 1 week ago
A
To show her strength
B
To finish work faster
C
To meet Satan
D
To pray alone
ইভ ভাবে একসাথে কাজ করলে সময় বেশি লাগবে। তাই সে প্রস্তাব করে আলাদা হয়ে কাজ করলে কাজ দ্রুত শেষ হবে। কিন্তু এই সিদ্ধান্তই বিপদের কারণ হয়। একা থাকার সুযোগে শয়তান তাকে প্রলুব্ধ করে। এখানেই ইভের সরলতা ও অদূরদর্শিতা বোঝা যায়।

1
Updated: 1 week ago
What inner conflict does Adam feel before eating the fruit?
Created: 1 week ago
A
Between fear and love
B
Between pride and humility
C
Between wisdom and ignorance
D
Between justice and mercy
আদম বুঝেছিল ফল খেলে মৃত্যু নিশ্চিত। তার মনে ভয় জন্ম নেয়। কিন্তু সে ইভকে ছেড়ে বাঁচতে চায়নি। তার প্রেম এত শক্তিশালী ছিল যে ভয়কে জয় করে। এই দ্বন্দ্ব—ভয় ও প্রেমের সংঘাত—তার সিদ্ধান্তকে নির্ধারণ করে এবং মানবজাতিকে পতনের দিকে ঠেলে দেয়।

0
Updated: 1 week ago