In which Book does Satan declare revenge against God?
A
Book 9
B
Book 1
C
Book 10
D
Book 4
উত্তরের বিবরণ
Book 1-এই শয়তান ঘোষণা করে যে সে ঈশ্বরের বিরুদ্ধে প্রতিশোধ নেবে এবং মানুষের পতন ঘটাবে।

1
Updated: 1 month ago
Why does Eve want to work separately from Adam?
Created: 1 month ago
A
To show her strength
B
To finish work faster
C
To meet Satan
D
To pray alone
ইভ ভাবে একসাথে কাজ করলে সময় বেশি লাগবে। তাই সে প্রস্তাব করে আলাদা হয়ে কাজ করলে কাজ দ্রুত শেষ হবে। কিন্তু এই সিদ্ধান্তই বিপদের কারণ হয়। একা থাকার সুযোগে শয়তান তাকে প্রলুব্ধ করে। এখানেই ইভের সরলতা ও অদূরদর্শিতা বোঝা যায়।

1
Updated: 1 month ago
In Book 10, what is the primary consequence of Adam and Eve’s sin upon the natural world?
Created: 2 weeks ago
A
The animals start fighting and show hostility towards each other.
B
The heavenly bodies alter their course, bringing imbalance to seasons.
C
The earth begins to decay, producing thorns, thistles, and disorder.
D
The rivers dry up and mountains collapse into the sea.
দশম খণ্ডে মিলটন দেখান, আদম-হাওয়ার পতন কেবল তাদের জন্য নয়, সমগ্র প্রকৃতির জন্যও ভয়াবহ ফল বয়ে আনে। পূর্বে প্রকৃতি ছিল সুষম, সৌন্দর্যময় এবং শান্তিপূর্ণ। কিন্তু তাদের পাপের পর পৃথিবী পরিবর্তিত হয়। বৃক্ষরাজি আর সুগন্ধি ফল উৎপন্ন করে না, বরং কাঁটা, আগাছা এবং বিষাক্ত উদ্ভিদ জন্মায়।
এটি মূলত প্রতীকী অর্থ বহন করে। মানুষ ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ভেঙে ফেললে প্রকৃতির সঙ্গেও তার সম্পর্ক ভেঙে যায়। পূর্বে মানুষ প্রকৃতির রক্ষক ছিল, কিন্তু এখন সে প্রকৃতির উপর বোঝা হয়ে দাঁড়ায়। পৃথিবীর সৌন্দর্য হারিয়ে যায়, এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
এছাড়া মিলটন দেখিয়েছেন, প্রকৃতির এই বিশৃঙ্খলা মানুষের অভ্যন্তরীণ নৈতিক পতনের প্রতিফলন। যেমন মানুষের মনে অশান্তি ও ভয় জন্মেছে, তেমনি প্রকৃতির ভেতরও অশান্তি এসেছে। ফলে পাপের প্রভাব শুধু আধ্যাত্মিক নয়, বরং ভৌত জগতেও ছড়িয়ে পড়ে।

0
Updated: 2 weeks ago
What argument does Satan use to convince Eve to eat the fruit?
Created: 1 month ago
A
The fruit is delicious
B
The fruit will give beauty
C
The fruit will give knowledge and make her like God
D
The fruit will make her immortal in love
শয়তান ইভকে বোঝায় যে, ফল খেলে সে ঈশ্বরের মতো জ্ঞানী হবে। এই মিথ্যা প্রতিশ্রুতিই তাকে প্রলোভনে ফেলে। (Book 9)

0
Updated: 1 month ago