In which Book does Satan enter the Garden of Eden in disguise?
A
Book 1
B
Book 9
C
Book 10
D
Book 12
উত্তরের বিবরণ
Book 9-এই শয়তান সাপের রূপ ধরে ইভকে প্রলোভন দেয়।

1
Updated: 1 month ago
What is Adam’s reaction immediately after eating the fruit in Book 9?
Created: 2 weeks ago
A
He experiences immediate fear and guilt that overwhelms him.
B
He loses memory of God’s command and becomes confused.
C
He feels sudden joy and a burst of passion towards Eve.
D
He tries to hide from Eve, sensing shame in her eyes.
আদম যখন ফল খায়, তখনই তার মধ্যে অপরাধবোধ জাগে না। বরং প্রথমে সে আনন্দ ও উচ্ছ্বাস অনুভব করে। হাওয়ার প্রতি তার ভালোবাসা আরও তীব্র হয়, এবং তারা উগ্র আবেগ ও কামনায় নিমগ্ন হয়। এটি প্রতীকী কারণ, পাপ প্রায়ই শুরুতে আনন্দ দেয়, কিন্তু পরিণতি হয় ধ্বংসাত্মক।
এই মুহূর্তে মিলটন দেখিয়েছেন, মানুষ পাপ করলে প্রথমে এক ধরনের মিথ্যা সুখ অনুভব করে। আদম মনে করে সে হাওয়ার সঙ্গে একাত্ম হয়েছে এবং তার সিদ্ধান্তকে ভাগ করেছে। কিন্তু পরে তারা দ্রুত বুঝতে পারে যে এটি ভুল ছিল। আনন্দের জায়গায় আসে ভয়, লজ্জা এবং অনুশোচনা।
অতএব, আদমের প্রথম প্রতিক্রিয়া আসলে মানব প্রকৃতির বাস্তব দিক। পাপ প্রথমে আনন্দময় মনে হলেও তা স্থায়ী নয়। এই পর্বটি মানুষের আধ্যাত্মিক পতনের সূচনা নির্দেশ করে।

3
Updated: 2 weeks ago
The garland of flowers Adam makes is a symbol of:
Created: 3 weeks ago
A
His power over nature
B
Their innocent love
C
A crown for Eve
D
A gift for God
জন মিল্টনের Paradise Lost-এর Book IX-এ আদম যে ফুলের মালা বোনেন, তা এক গভীর প্রতীকী তাৎপর্য বহন করে। এটি তাদের পতনের পূর্বে ইডেনে বিদ্যমান পবিত্র, অকলুষ প্রেম ও নিখুঁত জীবনের প্রতীক।
-
আদম এই মালাটি ইভের জন্য এক ভালোবাসাপূর্ণ চমক হিসেবে প্রস্তুত করছিলেন। এটি ছিল যত্ন ও স্নেহের এক সৃজনশীল কাজ, যেখানে ইডেনের সুন্দর ও নিখুঁত উপাদান ব্যবহার করা হয়েছে।
-
কিন্তু ট্র্যাজেডির মুহূর্তে এর প্রতীকী অর্থ স্পষ্ট হয়ে ওঠে। ইভ যখন ফিরে এসে স্বীকার করে যে সে নিষিদ্ধ ফল খেয়েছে, আদম আতঙ্কে স্তম্ভিত হয়ে যায়।
-
তার তৎক্ষণাৎ ও অনিচ্ছাকৃত প্রতিক্রিয়া ছিল—“From his slack hand the Garland wreath’d for EVE / Down drop’d, and all the faded Roses shed.”
-
এই মালা হাত থেকে পড়ে যাওয়ার ঘটনাই প্রতীকীভাবে বোঝায় যে, তাদের নির্দোষ প্রেম ও স্নিগ্ধ সাদৃশ্য মুহূর্তেই ভেঙে গেছে।
-
কিছুক্ষণ আগেও যে ফুলগুলো ছিল প্রাণবন্ত ও সুন্দর, পতনের সঙ্গে সঙ্গেই তা হয়ে যায় “faded”—যা বোঝায়, পাপ ইডেনে মৃত্যু ও ক্ষয় নিয়ে এসেছে, আর তা শুধু তাদের জগৎ নয়, তাদের সম্পর্ককেও কলুষিত করেছে।

0
Updated: 3 weeks ago
What inner conflict does Adam feel before eating the fruit?
Created: 1 month ago
A
Between fear and love
B
Between pride and humility
C
Between wisdom and ignorance
D
Between justice and mercy
আদম বুঝেছিল ফল খেলে মৃত্যু নিশ্চিত। তার মনে ভয় জন্ম নেয়। কিন্তু সে ইভকে ছেড়ে বাঁচতে চায়নি। তার প্রেম এত শক্তিশালী ছিল যে ভয়কে জয় করে। এই দ্বন্দ্ব—ভয় ও প্রেমের সংঘাত—তার সিদ্ধান্তকে নির্ধারণ করে এবং মানবজাতিকে পতনের দিকে ঠেলে দেয়।

0
Updated: 1 month ago