“Was she thy God, that her thou didst obey?” Who said this?
A
God
B
Satan
C
Michael
D
Raphael
উত্তরের বিবরণ
ঈশ্বর আদমকে প্রশ্ন করেন, কেন সে ইভের কথায় প্রলুব্ধ হল। এটি পতনের গুরুতর দিক প্রকাশ করে। (Book 10)

2
Updated: 1 month ago
Why does Adam choose to eat the forbidden fruit after Eve in Book 9?
Created: 2 weeks ago
A
He is equally deceived by Satan’s reasoning.
B
He values companionship with Eve over obedience to God.
C
He misunderstands God’s command due to Eve’s influence.
D
He seeks to prove his equality with heavenly beings.
আদম প্রথমে নিষিদ্ধ ফল খাওয়া থেকে বিরত ছিল। কিন্তু হাওয়া খাওয়ার পর তার সামনে এক জটিল পরিস্থিতি তৈরি হয়। আদম জানে, হাওয়া এখন ঈশ্বরের শাস্তির মুখোমুখি।
তাই সে ভাবে, যদি হাওয়া ধ্বংস হয়, তবে তার একাকিত্ব অসহনীয় হবে। সে বিশ্বাস করে, হাওয়ার সঙ্গে তার সম্পর্ক ঈশ্বরের আনুগত্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
এখানে মিলটন মানুষের আবেগীয় দুর্বলতাকে ফুটিয়ে তুলেছেন। আদম বুদ্ধি দিয়ে জানে যে ফল খাওয়া উচিত নয়, কিন্তু হৃদয় তাকে টেনে নিয়ে যায় হাওয়ার দিকে। সে ঈশ্বরের প্রতি দায়িত্ব ভুলে, প্রেমের টানে পতনের দিকে এগিয়ে যায়। এর মধ্যে মানব প্রকৃতির এক গভীর দিক প্রকাশিত হয়—ভালোবাসা ও আবেগ প্রায়ই যুক্তি ও নৈতিকতার উপর প্রাধান্য পায়।
ফলে দেখা যায়, আদম প্রতারিত হয়নি যেমন হাওয়া হয়েছিল, বরং সে সচেতনভাবেই ঈশ্বরের নির্দেশ ভঙ্গ করে। তার পতন মূলত আবেগ ও সম্পর্কের কারণে। এই মুহূর্তে মিলটন দেখিয়েছেন, মানব প্রকৃতি একই সঙ্গে প্রেমময় ও দুর্বল।

4
Updated: 2 weeks ago
In Book 9 of Paradise Lost, why does Satan choose the serpent as his medium of temptation?
Created: 2 weeks ago
A
Because the serpent was the most beautiful among beasts and thus easily persuasive.
B
Since it symbolised cunning and deceit more than any other creature in Eden.
C
Because Eve had already admired the serpent’s movements in the garden.
D
As it was the only animal allowed near the Tree of Knowledge.
মিলটনের Paradise Lost এর নবম খণ্ডে শয়তান নিজের প্রতারণার পরিকল্পনায় সাপকে বেছে নেয়। এ সিদ্ধান্ত মোটেও আকস্মিক নয়। সাপ প্রাচীন প্রতীকে চতুরতা, প্রতারণা এবং ধূর্ততার প্রতীক।
বাইবেলীয় কাহিনি অনুসারে শয়তান মানুষের পতন ঘটাতে চাইলে এমন এক বাহন দরকার হয় যেটি মানুষের সন্দেহ কম জাগাবে কিন্তু প্রভাব ফেলবে গভীরভাবে।
সাপ ছিল ইডেন উদ্যানে একটি স্বাভাবিক প্রাণী, যা আদম ও হাওয়ার চোখে বিশেষ ভয় জাগায়নি। এ কারণে শয়তান বুঝেছিল যে, সাপের রূপ ধারণ করলে তার প্রবেশ সহজ হবে।
এছাড়া মিলটনের কাব্যে সাপকে বেছে নেওয়ার কারণ হলো প্রতীকী ব্যঞ্জনা। সাপ ধূর্ততার প্রতিনিধি, যা যুক্তির ফাঁদে ফেলে সহজেই মানুষকে বিভ্রান্ত করতে পারে।
শয়তান জানত, শক্তি বা ভয়ের দ্বারা নয়, বরং মধুর যুক্তি, প্রতারণা এবং বিভ্রান্তিকর শব্দের দ্বারা হাওয়াকে প্রলুব্ধ করতে হবে। তাই সাপ ছিল সবচেয়ে উপযুক্ত বাহন।
সাপকে বেছে নেওয়ার মাধ্যমে মিলটন দেখিয়েছেন যে মন্দ সবসময় সরাসরি নয়, বরং আকর্ষণীয় এবং চতুর আকারে আসে। এই প্রতীকী সিদ্ধান্ত পরবর্তীতে মানুষের পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়।

2
Updated: 2 weeks ago
How did Satan sneak back into Eden?
Created: 3 weeks ago
A
As a bird
B
Through the main gate
C
As a mist rising from a river
D
By digging a tunnel
Milton-এর Paradise Lost এর Book IX এর শুরুতে দেখা যায় যে, Satan আবারও স্বর্গোদ্যান বা Eden-এ প্রবেশ করার চেষ্টা করছে।
Book IV-তে সে বহিষ্কৃত হওয়ার পর সাত দিন ধরে পৃথিবী ঘুরে বেড়ায় এবং শেষে এক চতুর উপায়ে Garden-এ প্রবেশের সুযোগ খুঁজে পায়। এখানে Milton তার গোপন প্রবেশপথের বর্ণনা দেন।
-
Satan বুঝতে পারে যে তাকে এমন একটি method of entry বের করতে হবে যা angelic guards এর নজরে পড়বে না।
-
সে দেখে যে একটি নদী Eden থেকে বের হয়ে underground চলে যায় এবং পরে অন্যত্র এসে আবার ভেসে ওঠে।
-
ঠিক এই জায়গাতেই সে সুযোগ নেয়; নদীতে প্রবেশ করে তার স্রোতের সঙ্গে ভেসে গিয়ে সে আবার Garden-এর ভেতরে প্রবেশ করে।
-
Milton লিখেছেন: “in with the river sunk, and with it rose / Satan, involved in rising mist.”
-
এর মাধ্যমে বোঝানো হয়েছে যে, নদীর সঙ্গে ডুবে গিয়ে আবার কুয়াশার আকারে সে উঠে আসে, যা দেখতে পুরোপুরি natural landscape-এর অংশ মনে হয়।
-
এই কৌশলে completely unseen থেকে সে Garden-এ প্রবেশ করতে সক্ষম হয়।
-
ভেতরে ঢোকার পর, কুয়াশায় আচ্ছাদিত অবস্থায়, সে অবাধে serpent খুঁজতে থাকে, যাকে সে অধিকার করে Eve-কে প্রলুব্ধ করার পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়।

1
Updated: 3 weeks ago