A
Book 9
B
Book 8
C
Book 1
D
Book 5
উত্তরের বিবরণ
Book 1-এই শয়তান পতিত দানবদের সমবেত করে এবং Pandemonium গড়ে তোলে।

0
Updated: 1 week ago
Why does Eve want to work separately from Adam?
Created: 1 week ago
A
To show her strength
B
To finish work faster
C
To meet Satan
D
To pray alone
ইভ ভাবে একসাথে কাজ করলে সময় বেশি লাগবে। তাই সে প্রস্তাব করে আলাদা হয়ে কাজ করলে কাজ দ্রুত শেষ হবে। কিন্তু এই সিদ্ধান্তই বিপদের কারণ হয়। একা থাকার সুযোগে শয়তান তাকে প্রলুব্ধ করে। এখানেই ইভের সরলতা ও অদূরদর্শিতা বোঝা যায়।

1
Updated: 1 week ago
What role does Beelzebub play in Paradise Lost, Book One?
Created: 1 week ago
A
He builds Pandemonium
B
He supports Satan’s ideas
C
He opposes Satan directly
D
He remains silent
Beelzebub শয়তানের প্রধান সহযোগী। তিনি শয়তানের পরিকল্পনা সমর্থন করেন—মানুষকে প্রলুব্ধ করে ঈশ্বরের সৃষ্টি নষ্ট করার ষড়যন্ত্রে তিনি তার সঙ্গী হয়। এটি দানবদের একতা ও কূটনীতির প্রতীক।

0
Updated: 1 week ago
What curse does God place on Eve specifically?
Created: 1 week ago
A
Eternal silence
B
Loss of beauty
C
Pain in childbirth and submission to husband
D
Shortened life span
ঈশ্বর ইভকে প্রসব যন্ত্রণার শাস্তি দেন এবং বলে দেন যে তাকে স্বামী আদমের অধীনে থাকতে হবে। এটি মানব ইতিহাসে লিঙ্গভিত্তিক শ্রম ও কষ্টের সূচনা। মিল্টন দেখাতে চান, পাপ শুধু আধ্যাত্মিক নয়, দৈনন্দিন জীবনেও গভীর প্রভাব ফেলে।

0
Updated: 1 week ago