মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-
A
ইউসুফ জুলেখা
B
রসুল বিজয়
C
নূরনামা
D
শবে মেরাজ
উত্তরের বিবরণ
• মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য ইউসুফ জোলেখা।
- এটি রচনা করেন শাহ মুহম্মদ সগীর।
• ইউসুফ-জোলেখা কাব্য:
• ইউসুফ-জোলেখা’ শাহ মুহম্মদ সগীর রচিত কাহিনি কাব্যগ্রন্থ যা রোম্যান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কাব্য।
• গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে এ কাব্যর রচনা হয়েছিল বলে প্রমাণ মিলেছে।
• বাইবেল ও কোরানে ইউসুফ-জোলেখার কাহিনি বর্ণিত আছে। ইরানের কবি ফেরদৌসিও এই নামে কাব্য রচনা করেছেন। সগীর বাইবেল পড়েন নি। তিনি কোরান ও ফেরদৌসির কাছে থেকেই কাহিনিসূত্র গ্রহণ করে ইউসুফ ও জোলেখার প্রণয়কাহিনি লেখেন।
• পরবর্তীতে মধ্যযুগের আরো অনেক কবি ইউসুফ জোলেখা নাম দিয়ে কাব্য রচনা করেছেন। যেমন- ইউসুফ জোলেখা নিয়ে কাব্য রচনা করেন আব্দুল হাকিম এবং শাহ মুহম্মদ গরীবুল্লাহ। তকে এই কাব্য শাহ মুহাম্মদ সগীরই প্রথম লেখেন।’
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়িা।

0
Updated: 3 months ago
কোনটি বন্দে আলী মিয়া রচিত কাব্যগ্রন্থ?
Created: 4 weeks ago
A
অরণ্য গোধূলি
B
রূপকথা
C
ময়নামতির চর
D
বসন্ত জাগ্রত দ্বারে
বন্দে আলী মিয়া
-
তিনি একজন সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর ছিলেন।
-
জন্ম: ১৯০৬ সালের ১৫ ডিসেম্বর, পাবনা জেলার রাধানগর গ্রামে।
-
পাবনার মজুমদার একাডেমি থেকে এন্ট্রান্স (১৯২৩) পাশ করে কলকাতার ইন্ডিয়ান আর্ট একাডেমিতে চিত্রবিদ্যায় (১৯২৭) শিক্ষালাভ করেন।
তাঁর রচিত কাব্যগ্রন্থ
-
ময়নামতির চর
-
অনুরাগ
-
পদ্মানদীর চর
-
মধুমতীর চর
-
ধরিত্রী
তাঁর রচিত উপন্যাস
-
বসন্ত জাগ্রত দ্বারে
-
শেষ লগ্ন
-
অরণ্য গোধূলি
-
নীড়ভ্রষ্ট
তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ
-
চোর জামাই
-
মৃগপরী
-
ডাইনী বউ
-
রূপকথা
-
কুঁচবরণ কন্যা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 4 weeks ago
’গোরক্ষবিজয়’ কাব্যগ্রন্থের লেখক কে?
Created: 4 weeks ago
A
সৈয়দ হামজা
B
গোঁজলা গুই
C
আলাওল
D
শেখ ফয়জুল্লাহ
শেখ ফয়জুল্লাহ
-
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবি (১৬শ শতক)
-
জন্মস্থান: বিভিন্ন মতানুসারে পশ্চিমবঙ্গের বারাসত, দক্ষিণ রাঢ় বা কুমিল্লা
-
প্রধান কাব্যগ্রন্থ:
-
সত্যপীরবিজয়
-
গোরক্ষবিজয়
-
গাজীবিজয়
-
-
অন্যান্য রচনা: জয়নবের চৌতিশা, সুলতান জমজমা, রাগমালা, পদাবলী

0
Updated: 4 weeks ago
'বনি আদম' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Created: 3 months ago
A
গোলাম মোস্তফা
B
হুমায়ুন আজাদ
C
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
D
হুমায়ুন কবির
কাব্যগ্রন্থ:
-
রক্তরাগ
-
খোশরোজ
-
কাব্যকাহিনী
-
গীতি সঞ্চয়ন
-
সাহারা
-
হাসনাহেনা
-
বুলবুলিস্তান
-
বনি আদম ইত্যাদি
অনুবাদকাব্য:
-
মুসাদ্দাস-ই-হালী
-
কালামে ইকবাল
-
শিকওয়া ও জওয়াব-ই-শিকওয়া (১৯৬০)
গদ্যগ্রন্থ:
-
বিশ্বনবী
-
ইসলাম ও জেহাদ
-
ইসলাম ও কমিউনিজম
-
আমার চিন্তাধারা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 months ago