A
ইউসুফ জুলেখা
B
রসুল বিজয়
C
নূরনামা
D
শবে মেরাজ
উত্তরের বিবরণ
• মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য ইউসুফ জোলেখা।
- এটি রচনা করেন শাহ মুহম্মদ সগীর।
• ইউসুফ-জোলেখা কাব্য:
• ইউসুফ-জোলেখা’ শাহ মুহম্মদ সগীর রচিত কাহিনি কাব্যগ্রন্থ যা রোম্যান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কাব্য।
• গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে এ কাব্যর রচনা হয়েছিল বলে প্রমাণ মিলেছে।
• বাইবেল ও কোরানে ইউসুফ-জোলেখার কাহিনি বর্ণিত আছে। ইরানের কবি ফেরদৌসিও এই নামে কাব্য রচনা করেছেন। সগীর বাইবেল পড়েন নি। তিনি কোরান ও ফেরদৌসির কাছে থেকেই কাহিনিসূত্র গ্রহণ করে ইউসুফ ও জোলেখার প্রণয়কাহিনি লেখেন।
• পরবর্তীতে মধ্যযুগের আরো অনেক কবি ইউসুফ জোলেখা নাম দিয়ে কাব্য রচনা করেছেন। যেমন- ইউসুফ জোলেখা নিয়ে কাব্য রচনা করেন আব্দুল হাকিম এবং শাহ মুহম্মদ গরীবুল্লাহ। তকে এই কাব্য শাহ মুহাম্মদ সগীরই প্রথম লেখেন।’
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়িা।

0
Updated: 2 months ago
'সোনালী কাবিন' এর রচয়িতা কে?
Created: 2 months ago
A
হাসান হাফিজুর রহমান
B
আল মাহমুদ
C
হুমায়ুন আজাদ
D
শক্তি চট্টোপাধ্যায়
আল মাহমুদ রচিত অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ‘সোনালী কাবিন’, যা প্রথম প্রকাশিত হয় ১৯৭৩ সালে। এ গ্রন্থে বিভিন্ন শিরোনামের কবিতার পাশাপাশি ‘সোনালী কাবিন’ শিরোনামের চৌদ্দটি সনেট নিয়ে গঠিত একটি দীর্ঘ কবিতাও অন্তর্ভুক্ত আছে, যা একে একপ্রকার ক্ষুদ্র কাব্যগ্রন্থ হিসেবেও চিহ্নিত করে।
আল মাহমুদ
আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি আল মাহমুদ জন্মগ্রহণ করেন ১১ জুলাই ১৯৩৬, ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে। তাঁর প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। তিনি কেবল একজন প্রথিতযশা কবিই নন, স্বাধীনতা-পরবর্তী সময়ে ‘দৈনিক গণকণ্ঠ’ পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
তাঁর রচিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হিসেবে ‘সোনালী কাবিন’ (১৯৭৩) বিশেষভাবে স্বীকৃত।
আল মাহমুদ রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ:
লোক লোকান্তর
-
কালের কলস
-
সোনালী কাবিন
-
পাখির কাছে ফুলের কাছে
-
অদৃষ্টবাদীদের রান্নাবান্না
আল মাহমুদ রচিত উপন্যাস
ডাহুকী
-
উপমহাদেশ
-
আগুনের মেয়ে
-
চেহারার চতুরঙ্গ
-
কাবিলের বোন
আল মাহমুদ রচিত গল্পগ্রন্থ
পানকৌড়ির রক্ত
-
সৌরভের কাছে পরাজিত
-
গন্ধবণিক
-
ময়ূরীর মুখ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
কোনটি কাব্যগ্রন্থ?
Created: 4 weeks ago
A
শেষ প্রশ্ন
B
শেষ লেখা
C
শেষের কবিতা
D
শেষের পরিচয়
‘শেষলেখা’ রবীন্দ্রনাথ ঠাকুরের শেষজীবনের এক গভীর আত্মস্মরণ ও দার্শনিক বোধের কাব্যগ্রন্থ। এই গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৪১ সালে, কবির মৃত্যুর পর। জীবনের অন্তিম প্রহরে রচিত এই কবিতাগুলি যেন তাঁর অন্তরের নীরব প্রতিধ্বনি।
বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ এই কারণে যে, এই গ্রন্থের নাম ‘শেষলেখা’ কবি নিজে নির্ধারণ করে যেতে পারেননি। তাঁর মৃত্যুর পর এই নামকরণ করা হয়।
এখানে অন্তর্ভুক্ত অধিকাংশ কবিতা তিনি লিখেছেন মৃত্যুর মাত্র কয়েকদিন আগে, আর কিছু কবিতা রচিত হয়েছিল মুখে মুখে—যার সাক্ষী ছিলেন তাঁর সেবক ও সঙ্গীরা।
এই কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ লিখেছিলেন:
"রূপ-নারায়ণের কূলে,
জেগে উঠিলাম;
জানিলাম এ জগৎ
স্বপ্ন নয়।"
এই কয়েকটি চরণ যেন তাঁর চেতন ও অবচেতন জগতের মিলনবিন্দু, যা তাঁকে জীবনের শেষ মুহূর্তেও আলোর পথে এগিয়ে রাখে।
রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মে 'শেষ' শব্দটি বহুভাবে ব্যবহৃত হয়েছে। যেমন:
-
‘শেষ কথা’ — একটি প্রখ্যাত ছোটগল্প, যেখানে সম্পর্ক, সমাজ ও মানবিক দ্বন্দ্ব চিত্রিত হয়েছে।
-
‘শেষের কবিতা’ — একটি দর্শনভিত্তিক উপন্যাস, যেখানে প্রেম, বুদ্ধিবৃত্তি ও আত্মনিরীক্ষার মোহজাল তুলে ধরা হয়েছে।
অন্যদিকে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ‘শেষ’ শব্দ ব্যবহার করে লিখেছেন দুটি বিখ্যাত উপন্যাস:
-
‘শেষ প্রশ্ন’ — যেখানে ব্যক্তিগত ও সামাজিক প্রশ্নে টানাপোড়েন তুলে ধরা হয়েছে।
-
‘শেষের পরিচয়’ — একটি সম্পর্কের শেষ ধাপে গঠিত জটিলতার প্রতিচ্ছবি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 4 weeks ago
জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয় কোনটি?
Created: 2 months ago
A
ঝরা পালক
B
বেলা অবেলা কালবেলা
C
বাংলার রূপ
D
মহাপৃথিবী
জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তাঁর মাতা কুসুমকুমারী দাশ ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে’ কবিতার জন্য আজও সমাদৃত, যা শিশুদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত।
জীবনানন্দ দাশ ১৯৫৫ সালে কলকাতায় ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং পরে, ২২ অক্টোবর, মৃত্যুবরণ করেন। তিনি ‘ব্রহ্মবাদী’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক।
প্রধান কাব্যগ্রন্থসমূহ:
-
ঝরা পালক
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
বেলা অবেলা কালবেলা (মরণোত্তর প্রকাশিত)
-
রূপসী বাংলা (মরণোত্তর প্রকাশিত)
উল্লেখযোগ্য তথ্য:
জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ বাংলার রূপ নয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর.

0
Updated: 2 months ago