What new punishments are given to the serpent in Book Ten?
A
To lose wings
B
To crawl on belly and eat dust
C
To lose speech
D
To die in fire
উত্তরের বিবরণ
সাপকে শাস্তি হিসেবে পেটের ওপর ভর দিয়ে হামাগুড়ি দিতে এবং আজীবন ধুলো খেতে বলা হয়। এটি প্রতারণার প্রতীক হিসেবে সাপের স্থায়ী অভিশাপ।

1
Updated: 1 month ago
Who leads the rebel angels in Paradise Lost?
Created: 2 months ago
A
Satan
B
Michael
C
Gabriel
D
Beelzebub

0
Updated: 2 months ago
“Awake, arise, or be forever fallen!” Who said this?
Created: 1 month ago
A
God
B
Adam
C
Satan
D
Eve
শয়তান ঈশ্বরকে অস্বীকার করে মন্দকেই নিজের কল্যাণ হিসেবে গ্রহণ করে। এটি তার বিদ্রোহের চূড়ান্ত প্রকাশ। (Book 4, তবে Book 1–10 এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত)

1
Updated: 1 month ago
In Book 9, what symbolic meaning does Eve’s decision to eat the fruit first carry?
Created: 2 weeks ago
A
It represents the assertion of independence against Adam’s authority.
B
It reflects her natural curiosity for beauty and taste.
C
It demonstrates her role as the weaker vessel in Milton’s theology.
D
It symbolizes the universal human tendency to prioritize self-interest.
হাওয়া যখন প্রথম ফল খাওয়ার সিদ্ধান্ত নেয়, সেটি কেবল তার কৌতূহল বা লোভের প্রতীক নয়। বরং এটি এক ধরনের স্বাধীনতার দাবি। সে চায়, আদমের ছায়া হয়ে না থেকে নিজে আলাদা সিদ্ধান্ত নিতে।
মিলটনের কাব্যে নারীকে অপেক্ষাকৃত দুর্বল বলা হলেও এখানে হাওয়া দেখিয়েছে, সে স্বাধীনভাবে চিন্তা করতে পারে এবং নিজের সিদ্ধান্তে কাজ করতে চায়।
এই প্রতীকী দিকটি গভীর। এটি শুধু নারীর স্বাধীনতা নয়, বরং মানবজাতির স্বাধীন ইচ্ছার প্রতিফলন। ঈশ্বর মানুষকে free will দিয়েছেন, আর হাওয়া সেটিকে ব্যবহার করেছে, যদিও ভুল পথে। এ সিদ্ধান্ত দেখায়, যখন মানুষ ঈশ্বরের নিয়ম ছেড়ে নিজস্ব ইচ্ছাকে গুরুত্ব দেয়, তখন পতন অবশ্যম্ভাবী।
অতএব, হাওয়ার ফল খাওয়া মানুষের আত্মগরিমা ও স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতীক। এর মাধ্যমে মিলটন মানুষের প্রকৃতিকে ব্যাখ্যা করেছেন, যেখানে স্বাধীনতা শক্তি দিলেও ভুল পথে গেলে ধ্বংস ডেকে আনে।

2
Updated: 2 weeks ago