What role does Beelzebub play in Paradise Lost, Book One?
A
He builds Pandemonium
B
He supports Satan’s ideas
C
He opposes Satan directly
D
He remains silent
উত্তরের বিবরণ
Beelzebub শয়তানের প্রধান সহযোগী। তিনি শয়তানের পরিকল্পনা সমর্থন করেন—মানুষকে প্রলুব্ধ করে ঈশ্বরের সৃষ্টি নষ্ট করার ষড়যন্ত্রে তিনি তার সঙ্গী হয়। এটি দানবদের একতা ও কূটনীতির প্রতীক।

0
Updated: 1 month ago
Adam finally allows Eve to go because he trusts her:
Created: 3 weeks ago
A
Strength
B
Innocence
C
Free will
D
Promise to return
John Milton-এর Paradise Lost-এর Book IX-এ Adam প্রথমে Eve-এর প্রস্তাব মেনে নেন না যে তারা আলাদা হয়ে কাজ করবে। তার আশঙ্কা ছিল Eve একা থাকলে সে সহজেই শত্রুর (the malicious Foe) আক্রমণের শিকার হতে পারে।
কিন্তু দীর্ঘ বিতর্কের পর Adam অবশেষে সম্মতি দেন। এখানে তিনি Eve-এর strength বা innocence-এর উপর ভরসা করেন না; বরং Eve-এর free will বা স্বাধীন ইচ্ছাকে শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নেন।
-
Adam তার চূড়ান্ত বক্তব্যে Eve-কে স্মরণ করিয়ে দেন যে ঈশ্বর তাদেরকে freedom to choose দিয়েছেন। তিনি বলেন: “But God left free the Will, for what obeys / Reason, is free; and Reason he made right” (Book IX, lines 351-352)।
-
তার মতে, যদি Eve-কে জোর করে থামানো হয়, তবে সেটা প্রকৃত obedience হবে না। কারণ true obedience তখনই হয় যখন তা নিজের ইচ্ছায় করা হয়।
-
তিনি আরও উল্লেখ করেন, যদি Eve জোরপূর্বক থাকে তবে তার মন অন্যত্র থাকবে এবং সেটা শারীরিক উপস্থিতির চেয়েও ভয়ংকর অনুপস্থিতি: “Go; for thy stay, not free, absents thee more” (Book IX, line 372)।
-
তাই Adam তাকে যেতে দেন এবং দায়িত্ব তার উপরেই ন্যস্ত করেন—যাতে সে তার God-given free will এবং virtue দিয়ে প্রলোভনকে প্রতিরোধ করে।
-
এর মাধ্যমে দেখা যায় যে Adam-এর সিদ্ধান্ত Eve-এর autonomy বা ব্যক্তিগত স্বাধীনতার প্রতি এক প্রকার সম্মান, যা Paradise-এর জীবনযাপনের একটি মৌলিক নীতি।

0
Updated: 3 weeks ago
How does Eve feel after eating the fruit?
Created: 1 month ago
A
Sleepy and weak
B
Angry at Adam
C
Sad and guilty immediately
D
Empowered and divine
ইভ ফল খাওয়ার পর নিজেকে শক্তিশালী ও দেবতুল্য মনে করে। তার চোখ খুলে যায় এবং সে ভাবে জ্ঞানে সে উন্নত হয়েছে। যদিও এই আনন্দ সাময়িক, তবু প্রথম প্রতিক্রিয়া ছিল অহংকার ও শক্তির অনুভূতি। পরবর্তীতে সেই আনন্দ লজ্জা ও অপরাধবোধে রূপ নেয়।

4
Updated: 1 month ago
In which Book does Satan first rally the fallen angels in Hell?
Created: 1 month ago
A
Book 9
B
Book 8
C
Book 1
D
Book 5
Book 1-এই শয়তান পতিত দানবদের সমবেত করে এবং Pandemonium গড়ে তোলে।

0
Updated: 1 month ago