A
Raphael
B
Satan
C
Michael
D
God
উত্তরের বিবরণ

2
Updated: 1 week ago
Why does Eve want to work separately from Adam?
Created: 1 week ago
A
To show her strength
B
To finish work faster
C
To meet Satan
D
To pray alone
ইভ ভাবে একসাথে কাজ করলে সময় বেশি লাগবে। তাই সে প্রস্তাব করে আলাদা হয়ে কাজ করলে কাজ দ্রুত শেষ হবে। কিন্তু এই সিদ্ধান্তই বিপদের কারণ হয়। একা থাকার সুযোগে শয়তান তাকে প্রলুব্ধ করে। এখানেই ইভের সরলতা ও অদূরদর্শিতা বোঝা যায়।

1
Updated: 1 week ago
Who builds Pandemonium?
Created: 1 week ago
A
Beelzebub
B
Mammon
C
Mulciber
D
Belial
Pandemonium নির্মাণ করেছিলেন Mulciber, যিনি একসময় স্বর্গে দেবদূতদের কারিগর ছিলেন। পতনের পর তিনি নরকে দানবদের প্রাসাদ তৈরি করেন। এই প্রাসাদেই দানবরা সভা করে এবং ঈশ্বরের বিরুদ্ধে ষড়যন্ত্র চালায়।

2
Updated: 1 week ago
What punishment is given to the serpent (Satan’s disguise)?
Created: 1 week ago
A
Eternal blindness
B
To crawl on its belly and eat dust
C
To lose its voice
D
To be cast into fire immediately
সাপকে শাস্তি দেওয়া হয় মাটিতে পেট ঘষে হামাগুড়ি দেওয়া এবং আজীবন ধূলা খাওয়ার অভিশাপে। এটি শুধু প্রাণীর উপর শাস্তি নয়, বরং শয়তানের লাঞ্ছনাও। প্রতীকীভাবে বোঝায়, পাপ মানুষকে সর্বদা নিচে নামিয়ে আনে। এখানে সাপ মানবপতনের চিরন্তন প্রতীক হয়ে দাঁড়ায়।

0
Updated: 1 week ago