Who builds Pandemonium?
A
Beelzebub
B
Mammon
C
Mulciber
D
Belial
উত্তরের বিবরণ
Pandemonium নির্মাণ করেছিলেন Mulciber, যিনি একসময় স্বর্গে দেবদূতদের কারিগর ছিলেন। পতনের পর তিনি নরকে দানবদের প্রাসাদ তৈরি করেন। এই প্রাসাদেই দানবরা সভা করে এবং ঈশ্বরের বিরুদ্ধে ষড়যন্ত্র চালায়।

4
Updated: 1 month ago
What new punishments are given to the serpent in Book Ten?
Created: 1 month ago
A
To lose wings
B
To crawl on belly and eat dust
C
To lose speech
D
To die in fire
সাপকে শাস্তি হিসেবে পেটের ওপর ভর দিয়ে হামাগুড়ি দিতে এবং আজীবন ধুলো খেতে বলা হয়। এটি প্রতারণার প্রতীক হিসেবে সাপের স্থায়ী অভিশাপ।

1
Updated: 1 month ago
Who informs Adam and Eve of their impending fall in Paradise Lost, Book IX?
Created: 3 weeks ago
A
God
B
Raphael
C
Satan
D
The Angel
Paradise Lost-এ পতন মূলত Book IX-এ ঘটে, তবে আদম ও ইভকে সম্ভাব্য বিপদ ও হুমকির বিষয়ে সরাসরি জানানোর চরিত্র হলো আর্কঅ্যাঞ্জেল Raphael, বিশেষত Books V–VIII-এ।
-
ঈশ্বর Raphael-কে Garden of Eden-এ পাঠান, যার উদ্দেশ্য ছিল আদম ও ইভকে তাদের শত্রু শয়তান সম্পর্কে সতর্ক করা।
-
Raphael শয়তানের স্বর্গে বিদ্রোহ, পরাজয়, এবং নরকে উৎখাত হওয়ার গল্প বলেন।
-
তিনি স্পষ্ট করে জানান যে এই “malicious Foe” এখন মুক্ত এবং ঈর্ষা ও প্রতিশোধের কারণে ঈশ্বরের নতুন সৃষ্টিকে, অর্থাৎ মানবজাতিকে ধ্বংস করতে চাইছে।
-
Raphael-এর আগমন আদম ও ইভকে প্রলোভনের বিরুদ্ধে প্রতিরোধের জন্য প্রস্তুত করে, প্রয়োজনীয় জ্ঞান দিয়ে সজ্জিত করে।
-
Book IX-এ, ইভের সঙ্গে আলাদা কাজ করার বিষয়ে যুক্তি তর্ক করার সময় আদম সরাসরি এই সতর্কতার উল্লেখ করেন:
“…for thou know'st / What hath been warn'd us, what malicious Foe /...seeks to work us woe and shame / By sly assault.” -
উপসংহার:
-
পতনের সময় কেউ সরাসরি সতর্ক করে না, তবে ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো Raphael-এর সতর্কবার্তা ছিল সেই পূর্বাভাস যা তাদের পতনের পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-

0
Updated: 3 weeks ago
What does Adam say after deciding to eat the fruit?
Created: 1 month ago
A
“This fruit is sweeter than life.”
B
“God will forgive us surely.”
C
“Better to die with Eve than live alone.”
D
"I with thee have fixed my lot, / Certain to undergo like doom."
আদম বলে, ইভ ছাড়া বেঁচে থাকা অর্থহীন। তাই সে মৃত্যুকেও বেছে নেয় যদি ইভের সঙ্গে থাকতে পারে। এই উক্তি তার গভীর প্রেমের প্রমাণ, তবে একই সঙ্গে এটি ঈশ্বরের প্রতি অবাধ্যতা। আদম প্রেমকে কর্তব্যের ঊর্ধ্বে রাখে, যা তার পতনের কারণ হয়ে দাঁড়ায়।

0
Updated: 1 month ago