A
কপট ব্যক্তি
B
ঘনিষ্ঠ সম্পর্ক
C
হতভাগ্য
D
মোসাহেব
উত্তরের বিবরণ
• ‘ঢাকের কাঠি’ বাগ্ধারার অর্থ - মোসাহেব বা তোষামুদে।
অন্যদিকে
• 'বর্ণচোরা আম' বাগ্ধারার অর্থ - কপট ব্যক্তি।
• 'দহরম মহরম' বাগ্ধারার অর্থ - ঘনিষ্ঠ সম্পর্ক।
• 'ইঁদুর কপালে/ আট কপালে' বাগ্ধারার অর্থ - হতভাগ্য।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 weeks ago
বাগধারা বা বাগবিধি কোনো শব্দ বা শব্দগুচ্ছের–
Created: 2 days ago
A
বিশেষ অর্থ প্রকাশ করে
B
আভিধানিক অর্থ প্রকাশ করে
C
আক্ষরিক অর্থ প্রকাশ করে
D
অতিরিক্ত অর্থ প্রকাশ করে
বাগধারা বা বাগবিধি হলো কোনো ভাষার স্থায়ী রূপে ব্যবহৃত এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ, যেগুলোর আক্ষরিক অর্থে বোঝানো যায় না, বরং এগুলো একটি বিশেষ অর্থ প্রকাশ করে।
যেমন:
-
পুকুর চুরি → খুব বেশি লাভ করা (এখানে সত্যি সত্যি পুকুর চুরি বোঝানো হয়নি, বরং বিশেষ অর্থে ব্যবহার হয়েছে)।
-
তিলকে তাল করা → ছোট বিষয়কে বড় করা।
অতএব, বাগধারা বা বাগবিধি মূলত শব্দের আক্ষরিক বা আভিধানিক অর্থ নয়, বরং রূপক বা বিশেষ অর্থ প্রকাশ করে।

0
Updated: 2 days ago
‘একাদশে বৃহস্পতি’ অর্থ-
Created: 4 days ago
A
সুসময়
B
দুঃসময়
C
অলীক বস্তু
D
শেষ রক্ষা
বাংলা প্রাচীন জ্যোতিষশাস্ত্র মতে, ‘একাদশে বৃহস্পতি’ মানে কারো জন্মছকে (কুন্ডলীতে) বৃহস্পতি যদি একাদশ ঘরে থাকে, তবে তাকে অত্যন্ত সৌভাগ্যবান ধরা হয়। তখন তার জীবনে ধন, মান, যশ, সুস্বাস্থ্য ও সাফল্য আসে।
এই কারণে ‘একাদশে বৃহস্পতি’ বলতে সুসময়, সৌভাগ্য বা কল্যাণকর অবস্থা বোঝানো হয়।
উদাহরণ:
“পরীক্ষার আগেই চাকরির খবর পেলো—এ যেন একাদশে বৃহস্পতি।” অর্থাৎ জীবনে সৌভাগ্যের সময় এসেছে।

0
Updated: 4 days ago
‘চক্ষুদান করা’ বাগধারার অর্থ কী?
Created: 4 weeks ago
A
চুরি করা
B
সেবা করা
C
অপরাধ করা
D
নষ্ট করা
‘চক্ষুদান করা’ বাগধারাটির অর্থ = চুরি করা উদাহরণ- আমার পেনসিল টা আবার কে চক্ষুদান করল? আরও কিছু বাগ্ধারা- চোখের চামড়া/পর্দা = চক্ষুলজ্জা। চোখের বালি = চক্ষুশূল। চক্ষু চড়ক গাছ= বিস্ময়ে চোখ বড় হয়ে যাও। চোখ কপালে তুলা= বিস্মিত হও। চোখ নাচা= শুভাশুভের লক্ষণ।

0
Updated: 4 weeks ago