'ঢাকের কাঠি' বাগধারার অর্থ কি?
A
কপট ব্যক্তি
B
ঘনিষ্ঠ সম্পর্ক
C
হতভাগ্য
D
মোসাহেব
উত্তরের বিবরণ
• ‘ঢাকের কাঠি’ বাগ্ধারার অর্থ - মোসাহেব বা তোষামুদে।
অন্যদিকে
• 'বর্ণচোরা আম' বাগ্ধারার অর্থ - কপট ব্যক্তি।
• 'দহরম মহরম' বাগ্ধারার অর্থ - ঘনিষ্ঠ সম্পর্ক।
• 'ইঁদুর কপালে/ আট কপালে' বাগ্ধারার অর্থ - হতভাগ্য।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 month ago
'রামগরুড়ের ছানা' কথাটির অর্থ-
Created: 3 months ago
A
কাল্পনিক জন্তু
B
গোমড়ামুখো লোক
C
মুরগি
D
পুরাণোক্ত পাখি
• ‘রামগরুড়ের ছানা’ বাগ্ধারার অর্থ - গোমড়ামুখো লোক।
এরূপ গুরুত্বপূর্ণ কিছু বাগ্ধারা হলো:
• ‘ধামাধরা’ বাগ্ধারার অর্থ - তোষামোদকারী।
• ‘যমের দোসর’ বাগ্ধারার অর্থ - নিষ্ঠুর ব্যক্তি।
• ‘ভাঁড়ে মা ভবানী’ বাগ্ধারার অর্থ - একেবারে দরিদ্র বা হত দরিদ্র অবস্থা।
• 'বুদ্ধির ঢেঁকি' বাগ্ধারার অর্থ - নির্বোধ লোক।
• ‘ফেকলু পার্টি’ বাগ্ধারার অর্থ - কদরহীন লোক।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 months ago
'কুলকাঠের আগুন' বাগধারাটির অর্থ কী?
Created: 2 months ago
A
অসম্ভব বস্তু
B
তীব্র জ্বালা
C
অসাবধান
D
সামান্য
• 'কুল কাঠের আগুন' বাগধারাটির সঠিক অর্থ- 'তীব্র জ্বালা'।
বাক্য গঠন: তোমার কথার খোঁচায় আমার সারা দেহে কুল কাঠের আগুন জ্বলছে।
অন্যদিকে,
- 'কেউ কেটা' বাগধারার অর্থ = সামান্য ।
- 'কাছা ঢিলা' বাগধারাটির অর্থ - অসাবধান।
- 'বাঘের দুধ' বাগধারাটির অর্থ - 'অসম্ভব বস্তু'।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 2 months ago
'ঈদের চাঁদ' বাগ্ধারার অর্থ কী?
Created: 3 weeks ago
A
অত্যন্ত প্রিয়জন
B
কাল্পনিক বস্তু
C
বিশিষ্ট ব্যক্তি
D
আকাঙ্ক্ষিত বস্তু
বাংলা ভাষায় বিভিন্ন বাগ্ধারা বা প্রবাদসমূলক শব্দবন্ধের নির্দিষ্ট অর্থ রয়েছে। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্ধারা ও তাদের অর্থ উদাহরণসহ দেওয়া হলো।
-
‘ঈদের চাঁদ’
-
অর্থ: আকাঙ্ক্ষিত বস্তু
-
উদাহরণ বাক্য: হারানো ছেলেকে ফিরে পেয়ে মা যেন ঈদের চাঁদ হাতে পেলেন।
-
-
‘আঁধার ঘরের মানিক’
-
অর্থ: অত্যন্ত প্রিয়জন
-
-
‘আকাশকুসুম’
-
অর্থ: কাল্পনিক বস্তু
-
-
‘কেউকেটা’
-
অর্থ: বিশিষ্ট ব্যক্তি
-

0
Updated: 3 weeks ago