কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত?
A
হরতাল
B
পালাবদল
C
উত্তীর্ণ পঞ্চাশে
D
অন্বিষ্ট স্বদেশ
উত্তরের বিবরণ
‘হরতাল’ কবি সুকান্ত ভট্টাচার্য রচিত একটি গদ্যগ্রন্থ, যা ১৯৬২ সালে প্রকাশিত হয়। এই রচনায় সমাজতন্ত্রের ভাব ও সাধারণ মানুষের জীবনের দুঃখ-কষ্ট, শোষণ ও সংগ্রামের চিত্র ফুটে উঠেছে।
সুকান্ত ভট্টাচার্য (১৯২৬-১৯৭৪)
-
জন্ম: ১৯২৬
-
পরিচয়: কিশোর কবি, মার্কসবাদী ও মানবতাবাদী কবি
-
কাব্যে প্রকাশ: সাধারণ মানুষের জীবন-যন্ত্রণা, বিদ্রোহ ও শোষণের বিরুদ্ধে বিক্ষোভ
-
বিশেষ বৈশিষ্ট্য: নজরুলের পরে তাঁর কবিতায় বিদ্রোহী বার্তা সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছে
প্রখ্যাত কাব্যগ্রন্থ:
-
পূর্বাভাস
-
হরতাল
-
ঘুম নেই
-
ছাড়পত্র
-
অভিযান
উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ‘হরতাল’, সুকান্ত ভট্টাচার্য

0
Updated: 1 month ago
কোন গ্রন্থটি মহাকাব্য?
Created: 2 months ago
A
অবকাশ রঞ্জিনী
B
বৃত্রসংহার
C
বিরহ বিলাপ
D
বীরাঙ্গনা কাব্য
বৃত্রসংহার
- 'বৃত্রসংহার' হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্য।
- মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত হয়েছে এ কাব্যটি এবং এটি তাঁর শ্রেষ্ঠ রচনা।
- এতে মূলত সমসাময়িক সমাজের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় ঘোষিত হয়েছে।
- 'বৃত্রসংহার' মহাকাব্যের প্রথম খণ্ড ১৮৭৫ ও দ্বিতীয় খণ্ড ১৮৭৭ সালে প্রকাশিত হয়।
অন্যদিকে,
- নবীনচন্দ্র সেন রচিত কাব্য- অবকাশ রঞ্জিনী।
- 'বিরহ বিলাপ' কাব্যগ্রন্থের রচয়িতা কায়কোবাদ। এটি তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ।
- বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কাব্য। ১৮৬২ সালে এই গ্রন্থ রচিত ও প্রকাশিত হয়।
---------------------
• হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়:
- তিনি হুগলির গুলিটা গ্রামে ১৮৩৮ সালে জন্মগ্রহণ করেন।
- কর্মজীবনে হেমচন্দ্র আইনজীবী হিসেবেই প্রতিষ্ঠা লাভ করেন।
- হিন্দু জাতীয়তাবাদের আদর্শে তিনি তাঁর রচনায় দেশপ্রেমকে তুলে ধরেন।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- চিন্তাতরঙ্গিণী (হেমচন্দ্রের প্রথম কাব্যগ্রন্থ যা ১৮৬১ সালে প্রকাশিত হয়)।
- আশাকানন।
- ছায়াময়ী।
- দশমহাবিদ্যা।
- চিত্তবিকাশ।
- বীরবাহু কাব্য (এটি আখ্যানকাব্য যা ১৮৬৪ সালে প্রকাশিত হয়)।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
'জন্মই আমার আজন্ম পাপ' গ্রন্থটির রচয়িতা কে?
Created: 5 months ago
A
রফিক আজাদ
B
গোলাম মোস্তফা
C
দাউদ হায়দার
D
হুমায়ুন কবির
জন্মই আমার আজন্ম পাপ
দাউদ হায়দার
"জন্মই আমার আজন্ম পাপ, মাতৃজরায়ু থেকে নেমেই জেনেছি আমি
সন্ত্রাসের ঝাঁঝালো দিনে বিবর্ণ পত্রের মত হঠাৎ ফুৎকারে উড়ে যাই
পালাই পালাই সুদূরে
চৌদিকে রৌদ্রের ঝলক
বাসের দোতলায় ফুটপাতে রুটির দোকানে দ্রুতগামী
নতুন মডেলের
চকচকে বনেটে রাত্রির জমকালো আলো
ভাংগাচোরা চেহারার হদিস
(সংক্ষিপ্ত)
• দাউদ হায়দার:
- ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি, পাবনার দোহার নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত লেখক।
• তাঁর প্রকাশিত গ্রন্থ:
- জন্মই আমার আজন্ম পাপ,
- এই শাওনে এই পরবাসে,
- আমি ভাল আছি তুমি,
- পাথরের পুঁথি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও জন্মই আমার আজন্ম পাপ গ্রন্থ।

0
Updated: 5 months ago
'দুর্দিনের দিনলিপি' স্মৃতিগ্ৰন্থটি কার লেখা?
Created: 2 weeks ago
A
আবুল ফজল
B
আবদুল কাদির
C
জাহানারা ইমাম
D
মুশতারি শফী
‘দুর্দিনের দিনলিপি’ গ্রন্থটি আবুল ফজল রচিত। এটি মূলত মুক্তিযুদ্ধকালীন তার রোজনামচা, যেখানে তিনি ১৯৭১ সালের ঘটনাবলি সংরক্ষণ করেছেন।
এই ডায়রিতে তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা, পাকিস্তানি সেনাদের হাত থেকে আত্মগোপন, এবং সেই সময়ের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি তুলে ধরেছেন।
-
আবুল ফজল ১৯০৩ সালে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন।
-
তিনি মুসলিম সাহিত্য সমাজের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলন গড়ে তোলেন, যার মুখপত্র ছিল শিখা পত্রিকা।
-
“দুর্দিনের দিনলিপি” ১৯৭২ সালে প্রকাশিত হয়।
-
মুক্তিযুদ্ধ চলাকালে তিনি পাক সেনাদের হাত থেকে বাঁচতে আত্মগোপন করতেন এবং সেই সময় এই ডায়রি লিখেছেন।
-
তিনি রচনা করেছেন ‘রেখাচিত্র’, যা আরেকটি উল্লেখযোগ্য দিনলিপি।
-
আবুল ফজল উপন্যাস, ছোটগল্প, নাটক, আত্মকথা, ধর্ম ও ভ্রমণকাহিনীসহ বিভিন্ন বিষয়ে বহু গ্রন্থ রচনা করেছেন।
উল্লেখযোগ্য রচনা:
-
চৌচির
-
প্রদীপ ও পতঙ্গ
-
মাটির পৃথিবী
-
বিচিত্র কথা
-
রাঙ্গা প্রভাত
-
রেখাচিত্র
-
দুর্দিনের দিনলিপি

0
Updated: 2 weeks ago