Choose the correct sentence-
A
The matter was informed to the police.
B
The matter has been informed of the police.
C
The police was informed of the matter.
D
The police were informed of the matter.
উত্তরের বিবরণ
• The police - আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি বাহিনী; পুলিশ।
- The police - Collective noun টি সবসময় 'singular' রূপ, কিন্তু 'plural verb' সহ ব্যবহৃত হয়।
• আবার,
- Inform someone of something এর অর্থ হলো কাউকে কোনো বিষয়ে জানানো।
- Inform এর Structure সাধারণত এ রকম হয়ে থাকে:
- Inform + ব্যক্তিবাচক Object + of + ধারণাবাচক Object.
• সুতরাং, সঠিক বাক্যটি হবে - The police were informed of the matter.
0
Updated: 5 months ago
The correct sentence of the followings-
Created: 4 months ago
A
A new cabinet has been sworn in in Dhaka
B
A new cabinet has been sworn in Dhaka
C
A new cabinet has been sworn by in Dhaka
D
A new cabinet has sworn in Dhaka
Swear in শপথ গ্রহন করা এবং স্থানের নামের পূর্বে in হবে।
- আবার শপথ কাজটি প্রধান বিচারপতি করান, cabinet নিজে করে না।
- তাই বাক্যটি passive voice হবে।
• Swear in (verb):
English Meaning: to induct into office by administration of an oath.
বাংলা অর্থ:- শপথ গ্রহণ করা।
• প্রশ্নের বাক্যটির সঠিক অর্থ - ঢাকায় নতুন একটি মন্ত্রিপরিষদ শপথ নিয়েছে।
- লক্ষণীয়, আনুষ্ঠানিক শপথ নিজে নিজে গ্রহণ করা হয় না, অন্য আরেকজনের মাধ্যমে শপথ গ্রহণ করতে হয়।
- যেমন: প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের রাষ্ট্রপতি শপথবাক্য পাঠ করান।
• তাই এখানে বাক্যেটি active voice এ না হয়ে passive voice এ হবে।
- সঠিক উত্তর - A new cabinet has been sworn in in Dhaka.
Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
0
Updated: 4 months ago
Choose the sentence that misuses the determiner:
Created: 3 weeks ago
A
All the employees were ready for the meeting.
B
They have little interest in watching horror movies.
C
He has a little books on the shelf.
D
Several cars are parked outside the building.
প্রদত্ত বাক্যটি হলো - He has a little books on the shelf। এই বাক্যে books হলো countable noun, তাই এর পূর্বে a little ব্যবহার করা ঠিক নয়। Countable noun এর ক্ষেত্রে few বা a few ব্যবহার করতে হয়।
সঠিক বাক্য:
-
He has a few books on the shelf।
ব্যাখ্যা ও অন্যান্য উদাহরণ:
-
ক) All the employees were ready for the meeting।
-
employees হলো plural countable noun, তাই এর পূর্বে all determiners হিসেবে ব্যবহার হয়েছে।
-
-
গ) They have little interest in watching horror movies।
-
interest হলো uncountable noun, তাই এর পূর্বে little determiners হিসেবে ব্যবহার হয়েছে।
-
-
ঘ) Several cars are parked outside the building।
-
cars হলো plural countable noun, এবং এর পূর্বে several determiners হিসেবে বসেছে।
-
0
Updated: 3 weeks ago
Choose the correct spelling.
Created: 1 month ago
A
Vaccenation
B
Vacination
C
Vaccination
D
Vacinnation
The correct spelling of the word is Vaccination, যা টিকাকরণকে বোঝায়। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
Vaccination
-
Bangla Meaning: টিকাকরণ।
-
English Meaning: the act of vaccinating.
-
-
Example Sentences:
-
If you think you need a flu vaccination, check with your doctor.
-
I had my vaccination today.
-
0
Updated: 1 month ago