A
নিশিথিনী
B
নীশিথিনী
C
নিশীথিনী
D
নিশিথিনি
উত্তরের বিবরণ
• শুদ্ধ বানান- নিশীথিনী।
• নিশীথিনী (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়- নিশীথ+ইন্+ঈ।
অর্থ:
- গভীর রাত,
- রজনি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 2 weeks ago
নিচের কোনটি সঠিক বাক্য?
Created: 2 weeks ago
A
এ কথা প্রমাণ হয়েছে।
B
ঘটনা বর্ণিত হয়েছে।
C
বিধি লঙ্ঘন হয়েছে।
D
তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
• অশুদ্ধ বাক্য- এ কথা প্রমাণ হয়েছে।
• শুদ্ধ বাক্য- এ কথা প্রমাণিত হয়েছে।
• অশুদ্ধ বাক্য- বিধি লঙ্ঘন হয়েছে।
• শুদ্ধ বাক্য- বিধি লঙ্ঘিত হয়েছে।
• অশুদ্ধ বাক্য- তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
• শুদ্ধ বাক্য- তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।

0
Updated: 2 weeks ago
কোনটি প্রমিত বানান?
Created: 2 weeks ago
A
খ্রিস্টান
B
গড্ডালিকা
C
অহোরাত্রি
D
মিথস্ক্রিয়া
সঠিক বানান = মিথস্ক্রিয়া।
- এটি একটি বিশেষ্য পদ।
অর্থ:
-পারস্পরিক ক্রিয়া, আন্তঃক্রিয়া।
অন্যদিকে,
• অশুদ্ধ = খ্রিস্টান;
• শুদ্ধ = খ্রিষ্টান;
• অশুদ্ধ = গড্ডালিকা;
• শুদ্ধ = গড্ডলিকা;
• অশুদ্ধ = অহোরাত্রি;
• শুদ্ধ = অহোরাত্র;

0
Updated: 2 weeks ago
নিচের কোন শব্দটি প্রমিত বানানে ভুল?
Created: 2 weeks ago
A
রূপালি
B
হেঁয়ালি
C
মিতালী
D
বর্ণালি
‘-আলি’ প্রত্যয়যুক্ত শব্দের বানান নিয়ম (বাংলা একাডেমি প্রমিত)
মূল নিয়ম:
-
'-আলি' দ্বারা সমাপ্ত সব শব্দে ই-কার ব্যবহার হবে।
-
অর্থাৎ, আলিফের পরিবর্তে ই-কার গ্রহণ করা হবে।
উদাহরণ:
অশুদ্ধ বানান | শুদ্ধ বানান |
---|---|
মিতালী | মিতালি |
সোনালী | সোনালি |
বর্ণালি | বর্ণালি |
খেয়ালি | খেয়ালি |
রূপালি | রূপালি |
হেঁয়ালি | হেঁয়ালি |
বিঃদ্রঃ এখানে বানান সংশোধনের মূল ভিত্তি হলো ই-কার ব্যবহার।

0
Updated: 2 weeks ago